(Source: Poll of Polls)
Skoda SUV: ছোট্ট SUV-র দুনিয়ায় নতুন মডেল আনছে স্কোডা, কনসেপ্ট প্রকাশ্যে কুশাক এক্সপ্লোরারের
Skoda Cars: ৪ মিটারের নিচে ছোট্ট SUV গাড়ির দুনিয়ায় ফের বাজার কাঁপাতে চলেছে স্কোডা ইন্ডিয়া। রাগড কনসেপ্টের একটা গাড়ি আনছে স্কোডা। কী মডেল ?
SUV Cars: ভারতের বাজারে স্কোডার বেশ কিছু গাড়ি ইতিমধ্যেই জনপ্রিয়তা পেয়েছে। স্কোডার কুশাক মডেলটি তাঁর মধ্যে অন্যতম। বেশ কিছুদিন আগেই বাজারে এসেছিল স্কোডার কুশাক মডেলটি (Kushaq Explorer)। এবার সেই কুশাকেরই একটি আপডেটেড ভার্সন বাজারে আসতে চলেছে। নাম কুশাক এক্সপ্লোরার। সেই মডেলেরই কনসেপ্ট প্রকাশ্যে এল। এর আগে সাব কম্প্যাক্ট এসইউভি মডেলের (Skoda SUV) রেঞ্জে কুশাকের মন্টে কার্লো সংস্করণ এসেছিল, এই নতুন এক্সপ্লোরারের মডেলটি কি তবে পাল্লা দেবে মন্টে কার্লোকে ?
কোথায় আলাদা এই কুশাক এক্সপ্লোরার
৪ মিটারের নিচে ছোট্ট SUV গাড়ির দুনিয়ায় ফের বাজার কাঁপাতে চলেছে স্কোডা ইন্ডিয়া। রাগড কনসেপ্টের একটা গাড়ি আনছে স্কোডা। স্ট্যানডার্ড কুশাক (Kushaq Explorer) গাড়ির থেকে এই মডেলে বেশ অনেক কিছু পরিবর্তন দেখা যাবে। নতুন একটা ম্যাট গ্রিন শেডের মডেলের সঙ্গে থাকছে কালো অ্যালয় হুইল, এর সঙ্গে আবার অল টেরাইন টায়ার ও পুরু ক্ল্যাডিং এর অন্যতম বৈশিষ্ট্য বলা যেতে পারে। এই ফিচার্সগুলি একে অন্য মডেলের থেকে আলাদা করবে।
কনট্রাস্ট, লুক, ডিজাইন
স্ট্যান্ডার্ড কুশাক মডেলের (Skoda SUV) সঙ্গে তুলনা করলে দেখা যাবে এই ধরনের টায়ারগুলি একটু লম্বা প্রোফাইল দেবে গাড়িকে, বাজে রাস্তায় চালানোর জন্যেও এই ধরনের টায়ার খুবই কাজে দেবে। ডিজাইনের দিক দেখলে কনট্রাস্ট বজায় রাখার জন্য টো হুক লাগানো হয়েছে কমলা রঙের, আর সারা গাড়ি জুড়েই বিভিন্ন জায়গায় থাকছে কমলা স্প্ল্যাশ। অন্যত্র, কুশাক এক্সপ্লোরার (Kushaq Explorer) কনসেপ্টে একটা রুফ র্যাক ও সঙ্গে একটা লাইট বার থাকছে, যেখানে এক্সটার্নাল মিরর ও গ্রিল সবই থাকছে কালো রঙে। ফলে বঝাই যাচ্ছে যে বাইরেটা গ্রিন ম্যাট কালার থাকলেও ব্ল্যাক এলিমেন্টও কম নেই গাড়িতে।
কী ফিচার্স থাকছে
এই গাড়িতে বেশ কিছু আকর্ষণীয় ফিচার্স থাকছে। তার মধ্যে ৩৬০ ডিগ্রি ক্যামেরা, ফ্রন্ট পার্কিং, একটা হেডস আপ একটা এয়ার পিউরিফায়ার থাকছে কুশাক এক্সপ্লোরারে। রিয়ার প্যাসেঞ্জারের ক্ষেত্রেও আলাদা করে একটা সানশেড থাকছে এই গাড়িতে যেটা একেবারেই অভিনব ফিচার্স। আর কোনও মডেলে এই ফিচার্স নেই। স্ট্যান্ডার্ড কুশাকের (Skoda SUV) হুইলবেসের মতই এতে স্পেস একই আছে।
পাওয়ারট্রেন
পাওয়ারট্রেনের কথা বলতে গেলে স্ট্যান্ডার্ড কুশাকের মতই এক্সপ্লোরার এডিশনের গ্রাউন্ড ক্লিয়ারেন্স অত্যন্ত ভাল। তবে আমরা এতে কোনও মেকানিক্যাল চেঞ্জ আশা করছি না। এর আগেও কুশাকের আরও কিছু মডেল বাজারে এসেছে। এর মধ্যে কুশাক মন্টে কার্লো এডিশন অন্যতম, আর এই গাড়ির ফিচার্স মন্টে কার্লোর থেকে কিছুটা আলাদা। নতুন ক্রেতা টানতে স্কোডা অদূর ভবিষ্যতে এই মডেলটি নিয়ে আসবে ভারতের বাজারে।
আরও পড়ুন: Top Bikes: সর্বোচ্চ মাইলেজ ৪০ কিমি, মাত্র ১.৫ লাখের মধ্যেই পাবেন এই ৫ সেরা বাইক