Land Rover Evoque: ইভোকের ল্যান্ড রোভারে রেঞ্জ কেমন ? দামের হিসেবে কী ফিচার্স বেশি থাকছে এই মডেলে ?
Land Rovers: ইভোকের যে বেসিক স্পেস তা কমবেশি একই আছে। কুপের মত ডিজাইন এসে জুড়ে গেছে নতুন হিসেবে। নতুন গ্রিল, ব্রোঞ্জ ডিটেইলিং, নতুন লাইটিং সিগনেচার সহ স্লিম হেডল্যাম্পস এর নতুন ফিচার্স।
Land Rovers: ল্যান্ড রোভার রেঞ্জের মধ্যে ইভোকের মডেলগুলি এখনও পর্যন্ত সবথেকে বেশি তরুণ ও সবথেকে বেশি প্যাম্পার্ড মডেল বলা চলে। আর এতে যে সমস্ত আপডেট এসেছে তাতে এটি বড় ল্যান্ড রোভারের সমকক্ষ হয়ে উঠেছে বলেই মনে হয়। একটা কম্প্যাক্ট লাক্সারি এসইউভির (Land Rover Evoque) যোগ্য দৃষ্টান্ত এই ইভোকের গাড়ি। আর এই কারণেই আমরা এটিকে এত পছন্দ করি। মুম্বইতে একটা ব্যস্ত দিনের রাস্তায় আমরা ইভোক চালিয়ে দেখেছি, আর এর ছোট আকারের কারণেই আমরা অনেক সুবিধে পেয়েছি যাতে ট্রাফিকের মধ্যেও খুব সহজে সরে আসতে পারে যে কোনও পরিস্থিতিতে।
ইভোকের (Land Rover Evoque) যে বেসিক স্পেস তা কমবেশি একই আছে। কুপের মত ডিজাইন এসে জুড়ে গেছে নতুন হিসেবে। নতুন গ্রিল, ব্রোঞ্জ ডিটেইলিং, নতুন লাইটিং সিগনেচার সহ স্লিম হেডল্যাম্পস এর নতুন ফিচার্স। নতুন হুইল এসে এর স্টাইলিংকে আরও বাড়িয়ে দিয়েছে বলা চলে। লো প্লাস, স্পোর্টি লুক এসে গেছে এর পার্সোনালিটির সঙ্গে সাযুজ্য রেখে। রিয়ারের ক্ষেত্রেও লুক বদলে গিয়েছে। গাড়ির ভিতরে ঢুকলে দরজা বন্ধ করলে একটা রিফ্রেশড লুক মনে হয়। আগের থেকে গাড়ির আকার অনেকটাই স্লিম হয়েছে বলা চলে। ইন্টিরিয়র একেবারেই নতুন এবং প্রপার ল্যান্ড রোভারের মতই, মিনিমালিস্টিক থিমে।
এখানে কোনও বাটন নেই, একটা টাচস্ক্রিন কার্ভড লুকের সঙ্গে এসে যাচ্ছে গাড়িতে। সমস্ত ফাংশানই দুটো ট্যাপের উপর নির্ভর, টাচস্ক্রিনটিও খুবই স্লিক। লোয়ার সেন্টার কনসোলে অনেক বেশি স্টোরেজ স্পেস রয়েছ এই মডেলে। ডিজিটাল ডায়াল খুবই কনফিগারেবল, স্টিয়ারিং হুইলে থাকছে ফিজিক্যাল কনট্রোল।
অন্যান্য ফিচার্সের কথা বলতে গেলে হিটেড বা কুলড সিটস, পাওয়ারড সিট, ম্যাসিভ প্যানোরমিক সানরুফ, সারাউন্ড ভিউ ক্যামেরা, ডিজিটাল রিয়ার ক্যামেরা, পিএম ২.৫ ফিলট্রেশন, প্রিমিয়াম অডিয়ো সিস্টেম নিয়ে এটির স্পেস খুব একটা বড় নয়, একথা ঠিক। আর একটা কথা বলতেই হয়, ল্যান্ড রোভার আসলেই ড্রাইভারস সিট ফেসিলিটি সম্পন্ন।
এখানে ল্যান্ড রোভার (Land Rover Evoque) স্ট্যান্ডার্ড সিটিং অ্যারেঞ্জমেন্টের থেকে একটু নিচে থাকছে সিটিং। তবে নিচে হলেও ভিসিবিলিটি এখনও ভাল। ইঞ্জিন থাকছে ২.০ লিটার মাইল্ড হাইব্রিড পেট্রোল, ডিজেলের ইঞ্জিন থাকছে ৯ স্পিড অটো। পাওয়ার ডেলিভারির সঙ্গে ইঞ্জিনের কার্যক্ষমতা খুবই স্মুথ। কম্প্যাক্ট সাইজ মানে এটা ইজি টু ড্রাইভ আর সাসপেনশন সামান্য স্টিফার মোডের। কোনও টায়ার নেই, কোনও নয়েস নেই, অন্যান্য প্রতিদ্বন্দ্বী গাড়ির তুলনায় এটি সহজেই অফ রোডে যেতে পারে।
নতুন ইভোক গাড়ির (Land Rover Evoque) মডেলের দাম ৬৭.৯ লাখ এবং আর এটা একটা কম্প্যাক্ট সিটি বায়াসড এসইউভি, অল অফ দ্য লাক্সারি প্লাস স্টাইল রয়েছে গাড়িতে।
আরও পড়ুন: Vinfast VF3: ভারতের বাজারে এল সবথেকে কম দামের বৈদ্যুতিন SUV, ভিয়েতনামি সংস্থার এই গাড়ি দেখেছেন ?