Maruti Swift: আসছে মারুতি সুইফটের নয়া ভার্সন, বুকিং কি এখন থেকেই শুরু হয়ে গিয়েছে ?
Maruti Swift 2024 Booking: এই মডেলে থাকছে একটা অত্যাধুনিক জেড সিরিজের ১.২ লিটারের তিন সিলিন্ডারের পেট্রোল ইঞ্জিন এবং তাঁর সঙ্গে একটা মাইল্ড হাইব্রিড সিস্টেম। এটা অনেক বেশি এফিসিয়েন্সি দেবে গাড়িকে।
Ma
Maruti Suzuki Arena: মারুতি সুইফট এরিনার এই নতুন মডেলের বুকিং মনে করা হচ্ছে বিভিন্ন ডিলারদের মধ্যে শুরু হয়ে গিয়েছে। তবে আনুষ্ঠানিকভাবে নয়, জানা যাচ্ছে আগামী মাসেই বাজারে আসতে চলেছে এই গাড়ি (Maruti Swift)। এখনও পর্যন্ত সেভাবে কিছু জানা যায়নি বুকিংয়ের ব্যাপারে। তবে কিছু কিছু ডিলার শোনা যাচ্ছে বুকিং নিতে শুরু করে দিয়েছে ইতিমধ্যেই। মারুতি সুজুকির (Maruti Swift 2024) এই নতুন ভার্সনটি এই বছরের সবথেকে চর্চিত গাড়ির মডেল এখনও পর্যন্ত যা খুব শীঘ্রই লঞ্চ হবে।
কী বৈশিষ্ট্য থাকবে
এই মডেলে থাকছে একটা অত্যাধুনিক জেড সিরিজের ১.২ লিটারের তিন সিলিন্ডারের পেট্রোল ইঞ্জিন এবং তাঁর সঙ্গে একটা মাইল্ড হাইব্রিড সিস্টেম। এটা অনেক বেশি এফিসিয়েন্সি দেবে গাড়িকে। আর এটাই মূলত এই গাড়ির আকর্ষণ ও জনপ্রিয়তার অন্যতম কারণ হতে চলেছে।
বুকিং শুরু হয়েছে কি
বুকিংয়ের কথা বলতে গেলে, মারুতি সুজুকি (Maruti Swift 2024) এখনও পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি বুকিংয়ের ব্যাপারে। এখন যে বুকিংগুলি হচ্ছে, সেগুলি আন-অফিসিয়ালি হচ্ছে। কিছু কিছু ডিলার এখন আন-অফিসিয়াল বুকিং নেওয়া শুরু করেছে। নতুন জেনারেশনের সুইফট অনেক বেশি ইভলিউশনারি মডেল হয়ে উঠেছে বলা চলে। আগের সুইফটের থেকে ডিজাইনের দিক থেকে অনেক কিছু বদলে গিয়েছে এখানে।
ফিচার্স কী কী
তাঁর মধ্যে রয়েছে প্রথমেই রিয়ার ডোর হ্যান্ডলের পজিশন বদলে গিয়েছে। এতে এখন একটা চওড়া লুক এসেছে এবং জুড়ে গিয়েছে অ্যালয় হুইল। নতুন সুইফটেও আছে ফুল এলইডি লাইট, সঙ্গে আরও কিছু নতুন ফিচার্স। এর মধ্যে রয়েছে অনেক বড় আকারের টাচস্ক্রিন এবং ৩৬০ ডিগ্রি ক্যামেরা। আর এক্সাক্ট ইন্ডিয়া স্পেক ভার্সনের ফিচার্স যদিও এখনও পুরোপুরি জানা যায়নি, বলা ভাল প্রকাশ্যে আসেনি।
ইন্টিরিয়রে কী বদল
আশা করা যাচ্ছে, নতুন সুইফট মডেলের (Maruti Swift 2024) ইন্টিরিয়র অনেকটা মারুতির ফ্রঙ্কস বা ব্যালেনো মডেলের মতই হবে। এখনকার সুইফটের মধ্যে থাকা কিছু কিছু সুইচগিয়ার বদলে যাবে গাড়িতে। এমনকী ইন্টিরিয়রের রং আগের থেকে অনেক হালকা হবে। অফারে এই নতুন ভার্সনে সেফটি ফিচার্স এবং স্ট্যান্ডার্ড ইকুইপমেন্ট আরও খানিক বেশি থাকবে বলে আশা করা যাচ্ছে।
মারুতি সুজুকি প্রথমে এই নতুন সুইফট বাজারে আনবে। তারপর এটি আনবে নতুন ডিজায়ার কম্প্যাক্ট সেডানের মডেল।
আরও পড়ুন: Car Sale: পুরনো গাড়ি বিক্রি করতে চাইছেন ? ভাল দাম পেতে মাথায় রাখুন এই ৫ বিষয়