Ola Scooter: নয়া অবতারে ৩ স্কুটার আনল ওলা, এক চার্জে এবার ছুটবে ৩২০ কিমি ! কত দাম ?
OLA Electric Scooter Range: ওলা এস ওয়ান প্রো ভ্যারিয়ান্ট দুটি এসেছে নতুন। এই স্কুটারে একটিতে রয়েছে ৩ কিলোওয়াট আওয়ারের ব্যাটারি প্যাক আর অন্যটিতে পাবেন ৪ কিলোওয়াট আওয়ারের ব্যাটারি প্যাক।

Ola Electric Scooter: ওলা ইলেকট্রিক মোবিলিটি সংস্থা ৩১ জানুয়ারি ২০২৫ শুক্রবার ভারতের বাজারে তার নয়া অবতারে তিন তিনটি বৈদ্যুতিন স্কুটার লঞ্চ করেছে। এই ইভিগুলির নাম দেওয়া হয়েছে জেনারেশন ৩ বৈদ্যুতিন স্কুটার। এই সংস্থা তাদের তিনটি বৈদ্যুতিন স্কুটারের (Ola Scooter) মডেলে নতুন অপারেটিং সিস্টেম মুভওএস ৫ ইনস্টল করেছে যার কারণে এই ইভিগুলির পরিসর বাড়ানো হয়েছে। শুক্রবার এই নিয়ে একটি ইভেন্ট আয়োজিত (Electric Scooter) হয় যেখানে ওলা নয়া অবতারে বাজারে আনে এস ওয়ান প্রো, এস ওয়ান প্রো প্লাস, এস ওয়ান এক্স এবং এস ওয়ান এক্স প্লাস ইত্যাদি মডেলগুলি।
Ola S1 Pro এবং Ola S1 Pro +
ওলা এস ওয়ান প্রো ভ্যারিয়ান্ট দুটি এসেছে নতুন। এই স্কুটারে একটিতে রয়েছে ৩ কিলোওয়াট আওয়ারের ব্যাটারি প্যাক আর অন্যটিতে পাবেন ৪ কিলোওয়াট আওয়ারের ব্যাটারি প্যাক। সবথেকে বেশি ব্যাটারি প্যাকের মাধ্যমে ওলার এস ওয়ান প্রো স্কুটারে আপনি ২৪২ কিমি পর্যন্ত যেতে পারবেন। ওলা এস ওয়ান প্রোর প্রাথমিক দাম আছে ১ লাখ ১৪ হাজার ৯৯৯ টাকা।
ওলা এস ওয়ান প্রো প্লাসে আপনি পেয়ে যাবেন ৫.৩ কিলোওয়াট আওয়ারের ব্যাটারি এবং এতেও ৪ কিলোওয়াট আওয়ারের রেঞ্জ পাবেন আপনি। এছাড়া ৫.৩ কিলোওয়াট আওয়ারের ব্যাটারি প্যাকে আপনি ৩২০ কিমি রেঞ্জ পাবেন। এই মডেলে আপনি একটি বড় ব্যাটারি প্যাক পেয়ে যাবেন যাতে সর্বোচ্চ ১৪১ কিমি ঘণ্টায় গতি পাবেন। ওলা এস ওয়ান প্রো প্লাসের দাম ১ লাখ ৫৪ হাজার ৯৯৯ টাকা থেকে শুরু হয় বাজারে।
Ola S1 X এবং S1X+ এর নতুন দাম
ওলা এস ওয়ান এক্সে তিনটি ব্যাটারি প্যাকের বিকল্প দেওয়া হয়েছে, এই বৈদ্যুতিন স্কুটারে ২, ৩ ও ৪ কিলোওয়াট আওয়ারের ব্যাটারি প্যাক রয়েছে। ২ কিলোওয়াট আওয়ারের ব্যাটারি প্যাকে ১০৮ কিমি রেঞ্জ পাবেন এবং ৩ কিলোওয়াট ব্যাটারি প্যাকে ১৭৬ কিমি রেঞ্জ পাবেন। সবশেষে ৪ কিলোওয়াট আওয়ারের ব্যাটারি প্যাকে ২৪২ কিমি রেঞ্জ পাবেন। ওলা এস ওয়ানের দাম শুরু হচ্ছে ৭৯,৯৯৯ টাকা থেকে। এই মডেলটিতে একবার সম্পূর্ণ চার্জ দিলে ২৪২ কিমি পর্যন্ত যাওয়া যাবে। এতে আপনি সর্বোচ্চ ১২৫ কিমি প্রতি ঘণ্টায় যেতে পারবেন। ওলা এস ওয়ান এক্স প্লাসের প্রারম্ভিক দাম ১ লাখ ৭ হাজার ৯৯৯ টাকা।
ওলার জেনারেশন ২ ই-স্কুটারের কী হবে
ওলার জেনারেশন থ্রি বৈদ্যুতিন স্কুটার লঞ্চ হয়েছে বাজারে, আর এই লঞ্চ অনুষ্ঠানে সংস্থার সিইও ভবীশ আগরওয়াল জানিয়েছিলেন যে এই স্কুটারগুলি আগের প্রজন্মের মডেলগুলির থেকে কম দামে বাজারে বিক্রি করা হবে। জেনারেশন ২-এর ওলা এস ওয়ান স্কুটারের ২ কিলোওয়াট আওয়ারের ব্যাটারি ভ্যারিয়ান্টের দাম যেখানে ৬৯,৯৯৯ টাকা, সেখানে ৪ কিলোওয়াট আওয়ারেরর জন্য স্কুটারের দাম রয়েছে ১ লাখ ১৪ হাজার ৯৯৯ টাকা।
আরও পড়ুন: Bike Price Cut: বাজেটের পরেই কমল দাম, ১.১০ লাখ পর্যন্ত সস্তায় পাবেন এই দুই বাইক






















