Ola Electric: আইপিও আসার আগেই নয়া চমক, বাজারে বৈদ্যুতিন অটোরিকশা আনছে এই সংস্থা
Ola E-Autoricksaw: ওলা ইলেকট্রিক তাঁদের এই নতুন অটো-রিকশাটির নাম রেখেছে 'রাহী'। ওলার ইলেকট্রিক স্কুটার ব্যবহার করেন অনেকেই, এবার নতুন ক্রেতা তৈরির লক্ষ্যে বৈদ্যুতিন অটো নির্মাণ করতে শুরু করেছে সংস্থা।
E-Autoricksaw: দেশে যেন বৈদ্যুতিন গাড়ি নির্মাণের জোয়ার লেগেছে। বিভিন্ন গাড়ি নির্মাতা সংস্থা দু-চাকার এবং চার চাকার বৈদ্যুতিন গাড়ি নির্মাণে উদ্যোগী হয়েছে। একের পর এক ইভি এবং ই-বাইক আসছে বাজারে। একেকটির একেক ধরনের ফিচার্স এবং দাম। এবার গাড়ি, বাইক নয়- বৈদ্যুতিন অটোরিকশা আনতে চলেছে এই সংস্থা (Ola Electric)। এই মাসের পরেই অর্থাৎ মার্চ শেষ হলেই তাঁরা বাজারে আনবে এই নতুন অটোরিকশা।
আসছে ই-অটোরিকশা 'রাহী'
ওলা ইলেকট্রিক তাঁদের এই নতুন অটো-রিকশাটির নাম রেখেছে 'রাহী'। ভারতের অনেক মানুষ ওলার ইলেকট্রিক স্কুটার ব্যবহার করেন, এবার নতুন ক্রেতা তৈরির লক্ষ্যে বৈদ্যুতিন অটো নির্মাণ করতে শুরু করেছে সংস্থা। বেশ কিছু বছর ধরেই ওলা ইলেকট্রিক (Ola Electric) বাণিজ্যিক গাড়ি নির্মাণের দিকে নজর দিয়েছে। এবং এর বিশাল বাজারটি ধরতে চাইছে। প্রতিযোগিতামূলক বাজারে মহিন্দ্রা ট্রায়ো, পিয়াজ্জিও অ্যাপি-ই-সিটি, বাজাজ আরই এই সমস্ত সংস্থার মডেলের সঙ্গে পাল্লা দিতে চাইছে ওলা। দু-চাকা ছেড়ে এবার তিন-চাকার গাড়ির দুনিয়ায় পা রাখবে ওলা ইলেকট্রিক।
প্রতিযোগিতায় পাল্লা দেবে ওলা
সূত্রের খবর, ওলা ইলেকট্রিক এর গিগা ফ্যাক্টরির বিষয়ে খুব শীঘ্রই জানাবে, এমনকী এর আইপিও আসার আগেই আগামী মাসের মধ্যেই এই কারখানার ব্যাপারে জানাবে ওলা ইলেকট্রিক (Ola Electric)। মহিন্দ্রা, পিয়াজ্জিও এবং বাজাজ তাঁদের বৈদ্যুতিন অটো-রিকশার দাম রেখেছে ২ লাখ থেকে ৩.৫ লাখের মধ্যে। সেখানে ওলা ইলেকট্রিকের 'রাহী' মডেলটি কত দামের হয় তা দেখার।
গাড়ির বিক্রি বেড়েছে ওলার
বৈদ্যুতিন গাড়ি নির্মাণের দুনিয়ায় বাজারে প্রায় ৪১ শতাংশ শেয়ার আছে ওলা ইলেকট্রিকের। ফেব্রুয়ারি মাসের পরিসংখ্যান অনুযায়ী এই শেয়ারই রয়েছে ওলা ইলেকট্রিকের। ফেব্রুয়ারি মাসে এই সংস্থার প্রায় ৩৩,৭২২ ইউনিট স্কুটার বিক্রি হয়েছে। অন্যদিকে অন্যান্য প্রতিযোগীদের মধ্যে টিভিএস মোটোরস, বাজাজ অটো, অ্যাথার এনার্জি ইত্যাদি সংস্থার মার্কেট শেয়ার আছে যথাক্রমে ১৭.৭ শতাংশ, ১৪.২ শতাংশ এবং ১১ শতাংশ।
দেশ জুড়ে বেড়েছে বৈদ্যুতিন তিন-চাকার গাড়ির বিক্রি
সরকারের পরিবহন পোর্টাল 'বাহন'-এর তথ্য অনুযায়ী ২০২৩ সালে বৈদ্যুতিন তিন চাকার গাড়ির বিক্রি বিরাট লাফ নিয়েছে। ৫ লাখ ৮০ হাজার ইউনিট ছাপিয়ে গিয়েছে এই পরিসংখ্যান। ২০২২ সালের থেকে ৬৬ শতাংশ বেড়েছে এই সংখ্যা।
ওলার আগামী পরিকল্পনা
বৈদ্যুতিন দুই চাকার গাড়ি নির্মাণেও ওলা ইলেকট্রিক (Ola Electric) নিত্য নতুন কাজ করে চলেছে। ২০২৪ সালের ফেব্রুয়ারি মাসে সংস্থা তাঁদের গাড়ির সমস্ত মডেলে ব্যাটারির ওয়ার্যান্টি বাড়িয়েছে। এমনকী জানা গিয়েছে দেশজুড়ে প্রায় হাজার দশেক ফাস্ট চার্জিং স্টেশন বানাতে চলেছে ওলা ইলেকট্রিক। আগামী এপ্রিল মাসের মধ্যেই ওলা সারা দেশে ৬০০টি অতিরিক্ত সার্ভিস সেন্টার স্থাপন করবে।