Mahindra XUV400 Electric: মহিন্দ্রা XUV400 ইলেকট্রিক গাড়ি কিনবেন? দেখে নিন গুরুত্বপূর্ণ এই সাতটি ফিচার
Electric Car: মহিন্দ্রা সংস্থা নতুন ইলেকট্রিক গাড়ি XUV400 ভারতে লঞ্চ করতে চলেছে। অনুমান, গাড়ির দাম শুরু হতে পারে ১৮ লক্ষ টাকা থেকে।
Mahindra XUV400: মহিন্দ্রা (Mahindra) অটোমোবাইল সংস্থা আদের নতুন (Electric SUV) ইলেকট্রিক এসইউভি গাড়ি Mahindra XUV400 Electric- এর লুক প্রকাশ্যে এনেছিল কয়েকদিন আগেই। এবার এই গাড়ির টেস্ট ড্রাইভ রিভিউ প্রকাশিত হয়েছে। সেখানে মোট সাতটি বিষয় মাথায় রাখার কথা বলা হয়েছে। অতএব যদি আপনি মহিন্দ্রার এই গাড়ি কেনার পরিকল্পনা করে থাকেন, তাহলে অতি অবশ্যই এই সাতটি পয়েন্ট দেখে নিন।
Mahindra XUV400 Electric গাড়ির সেরা সাত বৈশিষ্ট্য
১। মহিন্দ্রা সংস্থা মডেল XUV400 হল ফাস্টেস্ট ইন্ডিয়ান ইলেকট্রিক ভেহিকেল যেখানে 150bhp এবং 310Nm ফিচার পাওয়া যাবে। সমসাময়িক বেশিরভাগ গাড়ির থেকেই এই মডেল দ্রুত গতিতে চলবে রাস্তায়। অর্থাৎ গতির দূত হতে চলেছে মহিন্দ্রার এই ইলেকট্রিক গাড়ি। এই গাড়ির স্পোর্টি সেটিং চখে পড়ার মতো। এই গাড়ির দুটো মোড Fun এবং Fast- এর ক্ষেত্রেই সবচেয়ে ভাল স্পিড বোঝা যাবে।
২। মহিন্দ্রা XUV400 গাড়িতে রয়েছে একটি 39.4 kW ব্যাটারি প্যাক এবং ৪৫৬ কিলোমিটারের রেঞ্জ। বলা হচ্ছে, এই গাড়ি বাড়িতেই চার্জ দেওয়া যাবে। এর পাশাপাশি এই গাড়ির ওয়াটারপ্রুফ ব্যাটারি IP67 রেটিং প্রাপ্ত। অর্থাৎ হলে মহিন্দ্রা XUV400 গাড়ির ব্যাটারি ক্ষতিগ্রস্ত হবে না।
৩। মহিন্দ্রার এই ইলেকট্রিক গাড়িতে কোনও ম্যানুয়াল সিলেক্ট regen মোড নেই। তবে এই গাড়ি তার নিজস্ব ড্রাইভিং মোড অনুসারে চলবে। আর সেখানেই রয়েছে চমক। এই সেগমেন্টে প্রথম লঞ্চ হয়েছে single pedal drive mode যাকে আবার বলা হচ্ছে Lively mode। এর সাহায্যে গাড়ি single pedal driving- এর সাহায্যে দাঁড়িয়ে যাবে।
৪। এই গাড়ির বিভিন্ন ড্রাইভিং মোড, রাইড এবং Noise, vibration and harshness বা NVH পর্যায়ে নিয়ন্ত্রণ যথেষ্ট আকর্ষণীয়।
৫। গাড়ির ভিতরের অংশে সম্পূর্ণ নতুন ইন্টিরিয়র আশা করে থাকলে একটু হতাশ হবে গ্রাহকরা। কারণ ড্যাশবোর্ডের লে-আউট আগের মতোই। এমনকি বিভিন্ন বাটনের সঙ্গেও মিল রয়েছে পুরনো XUV300 মডেলের। নতুন মহিন্দ্রা এসইউভিতে মডার্ন লুকও নেই। সেই সঙ্গে টাচস্ক্রিনের সাইজ ছোট। এর পাশাপাশি দেখা যাবে না ফুল ডিজিটাল ইন্সট্রুমেন্ট ক্লাস্টার, ফগ ল্যাম্প, রেয়ার এসি ভেন্ট এবং ৩৬০ ডিগ্রি ক্যামেরা। তবে অনেক কিছু নতুন ফিচারও রয়েছে এই গাড়িতে। নতুন ইনফোটেনমেন্ট সিস্টেম থাকবে এই গাড়িতে। সেখানে থাকছে BlueSense Plus মোবাইল অ্যাপের সাপোর্ট। এছাড়াও থাকছে ৬০টিরও বেশি কানেক্টিভিটি ফিচার এবং স্মার্টওয়াচ কানেক্টিভিটি। আর রয়েছে OTA আপডেট। এছাড়াও রয়েছে Smart route planning এবং machine learning ভিত্তিক ড্রাইভিং এবং চার্জিং মোড।
৬। এই গাড়ি চার মিটারের বেশি লম্বা। গাড়ির ভিতরের জায়গার দিক থেকে বেশ কিছু সুবিধা রয়েছে মহিন্দ্রা XUV400 মডেলে। চওড়ায় বেশ জায়গা রয়েছে গাড়ির ভিতর। গাড়ির ছাদ পর্যন্ত 378 litres/418 litres ফাঁকা জায়গা খুব একটা কম নয়।
৭। অনুমান এই গাড়ির দাম শুরু হতে পারে ১৮ লক্ষ টাকা থেকে। ফিচার অনুসারে গাড়ির দাম যদি ঠিকঠাক থাকে তাহলে নিঃসন্দেহে মহিন্দ্রা XUV400 ইলেকট্রিক গাড়ি ২০ লক্ষ টাকার কমে গাড়ি প্রেমীদের পছন্দের অন্যতম মডেল হতে চলেছে।
আরও পড়ুন- কম দামে বড় বাইক, এই ক্রুজার মোটরসাইকেলগুলি পাবেন ২ লাখেরও কম মূল্যে