Tata Curvv: টাটা কার্ভের ইভি আসছে বাজারে, নেক্সন হ্যারিয়ারকেও টেক্কা দেবে কি ?
Tata Curvv EV Car: টাটার এই ইভিতে দারুণ সব ফিচার্স পাওয়া যাবে এতে কোনও সন্দেহ নেই। এই গাড়ির অজস্র সব ফিচার্স রয়েছে বলে জানিয়েছে টাটা মোটরস। এই ফিচার্সেই প্রতিদ্বন্দ্বী সমস্ত গাড়িকে টেক্কা দেবে কার্ভ।
Tata EV Cars: টাটা মোটরস এবার তাদের নতুন এসইউভি টাটা কার্ভ লঞ্চ করতে চলেছে বাজারে। এই গাড়িটি জানা গিয়েছে প্রথমে ইভি পাওয়ারট্রেনের মধ্যে দিয়ে আসবে। এছাড়াও এই গাড়ির ফিচার্সের তালিকা বেশ দুরন্ত হতে চলেছে। টাটার ৪ মিটারের বেশি লম্বা কম্প্যাক্ট এসইউভিগুলির (Tata SUV) মধ্যে কার্ভ, হ্যারিয়ার ও নেক্সনের (Tata Curvv EV) নাম উল্লেখ করতে হয়। তবে এবারে নতুন এসইউভি টাটা কার্ভ ইভির দিকে একটু নজর দেওয়া যাক।
Tata Curvv EV-তে দারুণ সব ফিচার্স
টাটার এই ইভিতে দারুণ সব ফিচার্স পাওয়া যাবে এতে কোনও সন্দেহ নেই। এই গাড়ির অজস্র সব ফিচার্স রয়েছে বলে জানিয়েছে টাটা মোটরস। এই ফিচার্সের মাধ্যমেই প্রতিদ্বন্দ্বী সমস্ত গাড়িকে টেক্কা দিতে পারবে এই টাটা কার্ভ ইভি। এই গাড়িতে রয়েছে একটি ডিজিটাল ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার। এর সঙ্গে এই বৈদ্যুতিন গাড়িতে বড় আকারের ১২.৩ ইঞ্চির টাচস্ক্রিনও পাওয়া যাবে।
হ্যারিয়ার ও নেক্সনের দারুণ সমন্বয়
টাটা কার্ভ ইভিতেও হ্যারিয়ারের মত লেভেল ২ এডিএএস পাওয়া যাবে নিরাপত্তা বৈশিষ্ট্য হিসেবে। এছাড়া নেক্সন ইভির মত এতে থাকছে জেবিএল অডিয়ো সিস্টেমের সঙ্গে এয়ার পিউরিফায়ার, আর্কেড ইভি অ্যাপ এবং বায়ু চলাচল সিটযুক্ত করা হবে।
টাটা কার্ভ ইভির সবথেকে বড় ফিচার্স হল এর প্যানোরমিক সানরুফ যা টাটা হ্যারিয়ারেও দেওয়া হয়েছে। এই প্যানোরমিক সানরুফ ফিচার্সের সঙ্গে কার্ভ ইভি হয়ে উঠতে পারে টাটা মোটরসের সবথেকে সাশ্রয়ী মূল্যের গাড়ি।
টাটা কার্ভ ইভিতে দীর্ঘ ফিচার্স থাকবে
উপরে উল্লিখিত ফিচার্স ছাড়াও টাটা কার্ভ ইভিতে ৬-ওয়ে পাওয়ারড সিট রয়েছে। কার্ভের সাধারণ মডেলেও এই ফিচার্স ছিল, এবারে ইভিতেও তা থাকবে। জেস্টার কনট্রোলের সঙ্গে বুট ওপেনিং, ডুয়াল জোন ক্লাইমেট কনট্রোল এই গাড়িতে পাওয়া যায়। এই বৈদ্যুতিন গাড়ি মূলত Acti.ev এই আর্কিটেকচারে তৈরি হয়েছে। টাটা পাঞ্চের মত এতেও ফ্রাঙ্ক থাকতে পারে বলে জানা গিয়েছে।
টাটা কার্ভ ইভির রেঞ্জ ও দাম
টাটা কার্ভ ইভি একবার চার্জ দিলে ৫০০ কিমি পর্যন্ত পথ যেতে পারে। এই গাড়ির ইভি ভ্যারিয়ান্ট বাজারে আসার পর এর ডিজেল ভ্যারিয়ান্টও বাজারে আসবে বলে জানা গিয়েছে। এই গাড়িতে থাকবে সিএনজি বিকল্পও। নেক্সন এবং হ্যারিয়ারের দামের মধ্যেই থাকবে টাটা কার্ভ ইভির দাম, এমনটাই জানা গিয়েছে সংস্থার পক্ষ থেকে।
আরও পড়ুন: Royal Enfield: রয়্যাল এনফিল্ড চালাতে ভালবাসেন ? বাজারে আসছে নতুন ৩ মডেল- ফিচার্স জানেন ?