TVS Scooter: এক চার্জেই ১০০ কিমি, মাত্র ১.২০ লাখেই পাবেন টিভিএসের এই নতুন ই-স্কুটার
TVS Scooter: টিভিএসের এই আইকিউব বৈদ্যুতিন স্কুটারের সেলিব্রেশন ভার্সন ৩.৪ কিলোওয়াট আওয়ারের এক্স শোরুম দাম রয়েছে ১ লাখ ১৯ হাজার ৬২৮ টাকা। টিভিএস আইকিউবের এস ট্রিমের এক্স শোরুম দাম ১ লাখ ২৯ হাজার টাকা।
Electric Scooter: স্বাধীনতা দিবস চলে গেল এই মাসেই। আর সেই স্বাধীনতা দিবস উপলক্ষ্যে টিভিএস নিয়ে এসেছিল তাদের আইকিউব বৈদ্যুতিন স্কুটারের নয়া সেলিব্রেশন ভার্সন। ৭৮তম স্বাধীনতা দিবস উপলক্ষ্যেই টিভিএস বাজারে এনেছে এই নতুন বৈদ্যুতিন স্কুটার। টিভিএস আইকিউব সেলিব্রেশন এডিশনের এই স্কুটার মূলত আইকিউবের (TVS iQube Electric Scooter) ৩.৪ কিলোওয়াট আওয়ারের এবং এস ট্রিমের উপর ভিত্তি করে আনা হয়েছে বাজারে। এছাড়া সংস্থার দাবি টিভিএস (TVS Electric Scooter) এই বিশেষ ভার্সনের স্কুটারের ৩.৫ লক্ষ ইউনিট বিক্রি করে ফেলার আনন্দেই এই নতুন ভার্সন বাজারে নিয়ে এসেছে।
বাজারে টিভিএসের এই আইকিউব বৈদ্যুতিন স্কুটারের সেলিব্রেশন ভার্সন ৩.৪ কিলোওয়াট আওয়ারের এক্স শোরুম দাম রয়েছে ১ লাখ ১৯ হাজার ৬২৮ টাকা। অন্যদিকে টিভিএস আইকিউবের এস ট্রিমের এক্স শোরুম দাম রয়েছে ১ লাখ ২৯ হাজার ৪২০ টাকা। ইতিমধ্যেই ১৫ অগাস্ট থেকে এই টিভিএস আইকিউব বৈদ্যুতিন স্কুটারের বুকিং শুরু হয়ে গিয়েছে, আগামী ২৬ অগাস্ট থেকে ডেলিভারি দেওয়া শুরু হবে এই স্কুটারের। তবে খুব বেশি ইউনিট বাজারে আনেনি টিভিএস। যে গ্রাহক আগে বুক করবে, তিনি আগে ডেলিভারি পাবেন এবং মডেল শেষ হয়ে গেলেও আর ডেলিভারি করলে পাওয়া যাবে না।
মাত্র ১০০০ ইউনিট বৈদ্যুতিন স্কুটার আনা হয়েছে বাজারে। আইকিউব ৩.৪ কিলোওয়াট এবং আইকিউব এস ট্রিম দুটির ক্ষেত্রেই ১০০০ ইউনিট করে বাজারে আনা হয়েছে স্কুটার। টিভিএসের এই নতুন আইকিউব সেলিব্রেশন এডিশনে গ্রাহকরা পাবেন দুরন্ত লুক, অ্যাসথেটিক অ্যাপিল। স্বাধীনতা সংগ্রামীদের কথা স্মরণে রেখেই এই ভার্সনটি আনা হয়েছে বাজারে। ডুয়াল টোন কালার স্কিমে পাবেন এই স্কুটার।
সংস্থার মাধ্যমেই জানা গিয়েছে টিভিএস সম্প্রতি তাদের জুপিটার ১১০ মডেল নতুন করে নির্মাণের প্রচেষ্টায় রয়েছে। এই স্কুটারের অ্যাপ্রনে থাকবে স্পোর্ট অ্যাপ্রন মাউন্টেড এলইডি ডিআরএল, ডিজাইন ও প্ল্যাটফর্মের দিক থেকে একটা বড় ওভারহাউল থাকতে পারে এই বৈদ্যুতিন স্কুটারে। টিভিএসের এই জুপিটার মডেলের স্কুটার খুবই জনপ্রিয় বাজারে। সেই জনপ্রিয়তার নিরিখেই টিভিএস স্কুটার তাদের এই মডেলের নয়া ভার্সন নিয়ে আসতে চলেছে বাজারে।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: Jio Recharge Plan: ২০০ টাকার কমেই মিলবে দৈনিক ২ জিবি ডেটা, আনলিমিটেড কল- সস্তায় নতুন প্ল্যান আনল জিও