Upcoming Bikes: চলতি মাসেই লঞ্চ হতে চলেছে এই দুর্দান্ত বাইকগুলি, দেখে নিন তালিকা
Upcoming Bikes October 2022: পুজোর মরসুমে নতুন বাইক কেনার পরিকল্পনা করে থাকলে এই মাসেই লঞ্চ হতে চলেছে কিছু প্রিমিয়াম অপশন।
Upcoming Bikes October 2022: পুজোর মরসুমে নতুন বাইক কেনার পরিকল্পনা করে থাকলে এই মাসেই লঞ্চ হতে চলেছে কিছু প্রিমিয়াম অপশন। অক্টোবরে নতুন লঞ্চ বাইকের তালিকায় রয়েছে হার্লে, হোন্ডা, রয়্যাল এনফিল্ড ছাড়াও আরও বাইক কোম্পানির নাম।
Royal Enfield Super Meteor 650
20 অক্টোবর রয়্যাল এনফিল্ড তার সুপার মিটিওর 650 বাইক লঞ্চ করবে। এটি একটি 648cc, এয়ার ও অয়েল-কুলড, প্যারালাল-টুইন ইঞ্জিনে চলবে। যা সর্বোচ্চ 47bhp শক্তি ও 52Nm সর্বোচ্চ টর্ক জেনারেট করতে পারে। এটি একটি 6-স্পিড গিয়ারবক্স পাবে। এই বাইকের দাম রাখা হতে পারে 3.35 লক্ষ টাকা। ইতিমধ্যে বাইকের পরীক্ষামূলক কাজ সেরে নিয়েছে রয়্যাল এনফিল্ড। বহুবার বাইকটিকে রাস্তায় দেখা গিয়েছে। শোনা যাচ্ছে , মিটিয়রের মতো দেখতে হলেও ইনটারসেপটরের মতো 'ভাইব্রেশন ফ্রি' বাইক হবে সুপার মিটিয়র ৬৫০।
Bajaj Pulsar N150
বাজাজের এই বাইকটি 5 অক্টোবর লঞ্চ হতে চলেছে। এই বাইকটি একটি নতুন প্ল্যাটফর্মে প্রস্তুত করা হয়েছে। বডিওয়ার্ক ও ইন্সট্রুমেন্ট কনসোল এই বাইকে কোয়ার্টার-লিটার বাইকের মতোই দেখা যাবে। এই বাইকের দাম রাখা হতে পারে 1.10 লক্ষ টাকা (সম্ভাব্য)।
Honda Rebel 500
Honda Rebel 500 বাইকটি 15 অক্টোবর লঞ্চ হতে পারে। এই বাইকটিতে একটি 471 cc লিকুইড-কুলড প্যারালাল টুইন-সিলিন্ডার ইঞ্জিন থাকবে, যা 46.2PS শক্তি এবং 43.3Nm সর্বোচ্চ টর্ক উৎপন্ন করতে পারে। এটি একটি 6-স্পিড গিয়ারবক্স সহ একটি স্লিপার ক্লাচ নিয়ে বাজারে নামবে।
Harley-Davidson Bronx Streetfighter
হারলে ডেভিডসন তার নতুন ব্রঙ্কস স্ট্রিট ফাইটার বাইক 19 অক্টোবর লঞ্চ করতে চলেছে৷ এটি একটি 975cc H-D Max ইঞ্জিন পাবে, যা 115 bhp শক্তি ও 95 Nm সর্বোচ্চ টর্ক জেনারেট করতে পারে। এই বাইকের দাম হতে পারে 10 থেকে 12 লক্ষ টাকা।
Suzuki V-Strom 1050
সুজুকির এই বাইকটি 5 অক্টোবর লঞ্চ হতে পারে। এটি একটি 1,037 cc V-টুইন ইঞ্জিন পাবে, যা সর্বোচ্চ 105 bhp শক্তি উৎপন্ন করে। আপডেটেড রাইড-বাই-ওয়্যার সিস্টেম, সুজুকি ইন্টেলিজেন্ট রাইড সিস্টেম, মোশন ট্র্যাক ব্রেক সিস্টেমের মতো বৈশিষ্ট্য এই বাইকে পাওয়া যাবে। এর দাম 14 থেকে 15 লাখ টাকা হতে পারে।