Mitali Express: দীর্ঘ ৬ মাস পর বাংলাদেশ থেকে ভারতে ফিরল মিতালি এক্সপ্রেস
Bangladesh: গত চলতি বছরের ১৭ জুলাই শেষবারের মতো হলদিবাড়ি স্টেশন হয়ে বাংলাদেশের চিলাহাটি হয়ে ঢাকার ক্যান্টনমেন্ট স্টেশনে পৌঁছায় এই মিতালি এক্সপ্রেস ট্রেনটি। তারপর থেকে ট্রেনটি ঢাকাতেই ছিল।
হলদিবাড়ি: বাংলাদেশে ভারত-বিদ্বেষের (Bangladesh) ভয়াবহ ছবি । এবার ভারতীয়দের লাথি মেরে বাংলাদেশ ছাড়া করার হুমকি ! বিপন্ন বাংলাদেশের গণতন্ত্রও । সাংবাদিকদের জন্য বিপজ্জনক বাংলাদেশ । গাজা, পাকিস্তানের সঙ্গে এক বন্ধনীতে ইউনূস প্রশাসন । রিপোর্ট দিয়েছে আন্তর্জাতিক সংগঠন ।
আর সেই আবহে বাংলাদেশ থেকে ভারতে ফিরল মিতালি এক্সপ্রেস । দীর্ঘ ৬ মাস পর ভারতে ফিরল মিতালি এক্সপ্রেস ট্রেনটি । ফাঁকা ট্রেন মঙ্গলবার কোচবিহার জেলার হলদিবাড়ি স্টেশনে ফিরে আসে । কট্টরপন্থী মৌলবাদীদের তান্ডবে বাংলাদেশের রাজনৈতিক অচল অবস্থা । আর এই কারণে গত চলতি বছরের ১৭ জুলাই শেষবারের মতো হলদিবাড়ি স্টেশন হয়ে বাংলাদেশের চিলাহাটি হয়ে ঢাকার ক্যান্টনমেন্ট স্টেশনে পৌঁছায় এই মিতালি এক্সপ্রেস ট্রেনটি । তারপর থেকে ট্রেনটি ঢাকাতেই ছিল ।
জানা গিয়েছে, দুই দেশের মধ্যে উচ্চপর্যায়ের বৈঠকের পর ভারতে ফিরিয়ে আনা হয়েছে মিতালি এক্সপ্রেস ট্রেনটিকে । মঙ্গলবার ভারত বাংলাদেশ আন্তর্জাতিক কাঁটাতার পেরিয়ে হলদিবাড়ি স্টেশনে পৌছায় ট্রেনটি । ট্রেনের বগিগুলিকে স্টেশনে রেখে দিয়ে ইঞ্জিনটি বাংলাদেশে ফিরে গিয়েছে বলে জানা গিয়েছে ।
বাংলাদেশের ঘটনায় প্রতিবাদী পদযাত্রা হিন্দু ঐক্য মঞ্চের । সনাতনী হিন্দু ঐক্য মঞ্চের ডাকে বাংলাদেশে হিন্দুদের উপরে অত্যাচারের প্রতিবাদে এবং মৌলবাদী শক্তির বিরুদ্ধে প্রতিবাদ গড়ে তোলার লক্ষ্যে বৃহস্পতিবার দুপুরে নদিয়ার রাণাঘাট উত্তরপূর্ব বিধানসভার পূর্ব নওয়াপাড়া বাজার থেকে শুরু করে পানিখালী বাজার পর্যন্ত প্রতিবাদী পদযাত্রা হয় । এই প্রতিবাদী পদযাত্রায় পা মেলান হিন্দু ঐক্য মঞ্চের সনাতনী ও রাণাঘাট উত্তর-পূর্বের বিধায়ক বিজেপির অসীম বিশ্বাস ।
এদিকে, বাংলাদেশে ভারত-বিদ্বেষের ছবি ক্রমশ খারাপ হচ্ছে। এবার ভারত বিদ্বেষের ভয়াবহ নজির দেখা গেল বাংলাদেশে। এবার ভারতীয়দের লাথি মেরে বাংলাদেশ ছাড়া করার হুমকি! ফেনি-চট্টগ্রামের ইকোনমিক জোন থেকে ভারতীয়দের বিতাড়িত করার হুঙ্কার বাংলাদেশের গণ অধিকার পরিষদের যুগ্ম সচিব তারেক রহমানের। 'প্রত্যেক ভারতীয়কে লাথি মেরে বাংলাদেশ ছাড়া করতে হবে', হুঁশিয়ারির সুরে বলেছেন বাংলাদেশের গণ অধিকার পরিষদের যুগ্ম সচিব তারেক রহমান।
আরও পড়ুন: কোয়ার্টার ফাইনালে হার্দিক-ক্রুণালদের সামনে দৌড় শেষ বাংলার, ফের ট্রফি-শূন্য টুর্নামেন্ট
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।