![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
Bank Holidays June 2022: জুনে ৮ দিন বন্ধ ব্যাঙ্ক, কবে কবে ছুটি থাকছে?
Bank Holidays: মোট ৮ দিন বন্ধ থাকবে হিসেব অনুযায়ী। এর মধ্যে ৬ দিন সপ্তাহান্তের ছুটি রয়েছে আর দু'দিন অতিরিক্ত ছুটি রয়েছে।
![Bank Holidays June 2022: জুনে ৮ দিন বন্ধ ব্যাঙ্ক, কবে কবে ছুটি থাকছে? Bank Holidays June 2022: Banks To Remain Closed For 8 Days Next Month, Check Full List Here Bank Holidays June 2022: জুনে ৮ দিন বন্ধ ব্যাঙ্ক, কবে কবে ছুটি থাকছে?](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/05/29/d6301ee432add32b84a87d7b5c5548a5_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
নয়া দিল্লি: যদি আগামী মাসে ব্যাঙ্কে আপনার প্রচুর কাজ করার থাকে তাহলে আগেভাগে কয়েকটি বিষয় মাথায় রাখতে হবে আপনাকে। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার ছুটির তালিকা অনুসারে জুন মাসে ৮ দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক। তাই ছুটির দিন ভুল করে ব্যাঙ্কে চলে গেলেই বিপত্তি। কবে কবে বন্ধ থাকছে ব্যাঙ্ক সেই ছুটির তালিকায় চোখ বুলিয়ে তবে যাওয়াই ভাল।
জুন মাসে বেশ কয়েকদিন বন্ধ থাকবে সরকারি ও বেসরকারি ব্যাঙ্ক। মোট ৮ দিন বন্ধ থাকবে হিসেব অনুযায়ী। এর মধ্যে ৬ দিন সপ্তাহান্তের ছুটি রয়েছে আর দু'দিন অতিরিক্ত ছুটি রয়েছে। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া তিনটি ক্যাটেগরিতে ছুটির তালিকা প্রকাশ করে থাকে। দেশের সব রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক, কো-অপারেটিভ ব্যাঙ্কগুলিও এই ছুটির তালিকা মেনে চলে।
আরও পড়ুন, লাখ টাকা বেতন, স্টেট ব্যাঙ্কে চাকরির সুবর্ণ সুযোগ
তবে এটা ঠিক যে মোট ৮ দিন ছুটি থাকলেও সব রাজ্যেই একসঙ্গে তা থাকবে না। আলাদা আলাদাভাবে থাকবে।
এক নজরে দেখে নিন সেই তালিকা
২ জুন- মহারাণা প্রতাপ জয়ন্তী; ৩ জুন- শ্রী গুরু অর্জুন দেবজির প্রয়াণ দিবস; ৫ জুন সাপ্তাহিক ছুটি; ১১ জুন মাসের দ্বিতীয় শনিবার; ১২ জুন সাপ্তাহিক ছুটি; ১৪ জুন গুরু কবীর জয়ন্তী; ১৫ জুন গুরু হরগোবিন্দ জয়ন্তী; ১৯ জুন সাপ্তাহিক ছুটি; ২৫ জুন মাসের চতুর্থ শনিবার; ২৬ জুন সাপ্তাহিক ছুটি
তালিকা থেকে স্পষ্ট ব্যাঙ্কের অতিরিক্ত ছুটি থাকছে না বাংলা তথা কলকাতায়। মাসে চারটি রবিবার ও দ্বিতীয় ও চতুর্থ শনিবারই বন্ধ থাকবে ব্যাঙ্ক। তবে বর্তমানে ছুটির দিনগুলিতেও টাকা লেনদেনের সুবিধা পান ব্যাঙ্কের গ্রাহকেরা। অনলাইনে, নানা ওয়ালেটের মাধ্যমেও টাকা লেনদেন করা যায়।
ছুটির তালিকা থেকে স্পষ্ট ব্যাঙ্কের অতিরিক্ত ছুটি থাকছে না বাংলা তথা কলকাতায়। মাসে চারটি রবিবার ও দ্বিতীয় ও চতুর্থ শনিবারই বন্ধ থাকবে ব্যাঙ্ক। তবে বর্তমানে ছুটির দিনগুলিতেও টাকা লেনদেনের সুবিধা পান ব্যাঙ্কের গ্রাহকেরা। অনলাইনে, নানা ওয়ালেটের মাধ্যমেও টাকা লেনদেন করা যায়।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)