Bank Jobs: সেন্ট্রাল ব্যাঙ্ক হোম ফিন্যান্সে প্রচুর পদে নিয়োগ, জেনে নিন যোগ্যতা, আবেদনের শেষ তারিখ
CBHFL Recruitment 2022: ব্যাঙ্কে চাকরির খোঁজ করলে এটাই হতে পারে সেরা সুযোগ। সেন্ট্রাল ব্যাঙ্ক হোম ফিন্যান্স লিমিটেড (CBHFL) বিভিন্ন পদের জন্য বিজ্ঞপ্তি জারি করেছে।
CBHFL Recruitment 2022: ব্যাঙ্কে চাকরির খোঁজ করলে এটাই হতে পারে সেরা সুযোগ। সেন্ট্রাল ব্যাঙ্ক হোম ফিন্যান্স লিমিটেড (CBHFL) বিভিন্ন পদের জন্য বিজ্ঞপ্তি জারি করেছে। এই পদগুলির জন্য আবেদনের শেষ তারিখ ১৮ অগাস্ট ২০২২ রাখা হয়েছে।
Bank Jobs: কোথায় করতে হবে আবেদন ?
এই নিয়োগ প্রক্রিয়ার অধীনে, অফিসার, সিনিয়র অফিসার ও জুনিয়র ম্যানেজারের অনেক পদে নিয়োগ করা হবে। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা অফিশিয়াল সাইট cbhfl.com -এ গিয়ে অনলাইনে আবেদন করতে পারেন। IBPS পোর্টাল ibps.in-এর মাধ্যমেও অনলাইনে আবেদন করতে পারেন চাকরিপ্রার্থীরা।
CBHFL Recruitment 2022: খালি পদের বিবরণ জানুন
সেন্ট্রাল ব্যাঙ্ক হোম ফিন্যান্সে (CBHFL)-এ জন অফিসার, ১৬ জন সিনিয়র অফিসার ও ৭ জন জুনিয়র ম্যানেজার-সহ মোট ৪৫টি পদ পূরণ করা হবে।
Bank Jobs: শিক্ষাগত যোগ্যতা
বিজ্ঞপ্তি অনুসারে এই ব্যাঙ্ক নিয়োগের অধীনে জুনিয়র ম্যানেজার ও অন্যান্য পদের জন্য আবেদন করতে প্রার্থীদের একটি স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা ইনস্টিটিউট থেকে স্নাতক হতে হবে। একই সঙ্গে প্রার্থীকে কম্পিউটার জ্ঞান থাকতে হবে। এই বিষয়ে বিশদে জানতে চাকরিপ্রার্থীদের এফিশিযাল ওয়েবসাইট দেখে নিতে হবে।
CBHFL Recruitment 2022: বয়স পরিসীমা
এই পদগুলিতে আবেদন করার জন্য প্রার্থীর বয়স ২১ বছর থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে। যেখানে সরকারি নিয়ম অনুযায়ী, সংরক্ষিত ক্যাটাগরির প্রার্থীদের বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় দেওয়া হবে। সব সাইটে বিস্তারিত দেওয়া রয়েছে। প্রার্থীরা চাইলেই সেখানেই সব প্রশ্নের উত্তর পাবেন।
Bank Jobs: বেতনের বিবরণ
এই নিয়োগ অভিযানের অধীনে জুনিয়র ম্যানেজার পদে নির্বাচিত প্রার্থীদের বার্ষিক ৫ লাখ টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে। পাশাপাশি সিনিয়র অফিসার পদের জন্য নির্বাচিত প্রার্থীদের ৪ লাখ টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে। অফিসার পদের জন্য নির্বাচিত প্রার্থীরা বছরে ৩ লাখ টাকা পর্যন্ত বেতন পাবেন।
CBHFL Recruitment 2022: নির্বাচন প্রক্রিয়া
এই নিয়োগের অধীনে প্রার্থীদের অনলাইন পরীক্ষা ও সাক্ষাত্কারের ভিত্তিতে নির্বাচন করা হবে। এই অনলাইন পরীক্ষায় ২০০ নম্বরের ২০০টি প্রশ্ন থাকবে ও প্রার্থীদের এই প্রশ্নগুলি সমাধান করার জন্য ১২০ মিনিট সময় দেওয়া হবে।