EPFO Balance Check : ইপিএফ অ্যাকাউন্টে ঢুকতে শুরু করেছে সুদ, আপনি পেয়েছেন ? দেখে নেবেন কীভাবে ?
EPFO Passbook Check : পাশাপাশি উমঙ্গ অ্যাপের মাধ্যমেও UAN নম্বর ও রেজিস্টার মোবাইলে আসা ওটিপি থেকে দেখা যাবে পাসবুক।
নয়াদিল্লি : কর্মচারীদের ইপিএফ অ্যাকাউন্ট (EPF Account) সুদ পাঠানো শুরু করেছে এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন তথা ইপিএফও (EPFO)। গত ৩১ অক্টোবর টুইট করে ইপিএফও জানিয়েছে সে কথা। আপনার অ্যাকাউন্টে কি পড়ে গিয়েছে প্রাপ্য সুদের অঙ্ক ? কীভাবে চেক করবেন ব্যালেন্স ? পাসবুক দেখবেন কীভাবে?
পাসবুক ডাউনলোড করবেন কীভাবে ?
প্রথমেই প্রভিডেন্ট ফান্ড মেম্বারদের যেতে হবে ইপিএফও-এর ওয়েবসাইট epfindia.gov.in-এ। ওয়েবসাইটে গিয়ে ক্লিক করতে হবে 'Services' সেকশন। সেখান থেকে বেছে নিতে হবে 'For Employees' অপশন। ওই নির্দিষ্ট সেকশনে 'Member Passbook' অপশনে ক্লিক করতে হবে। মেম্বার পাসবুকে ক্লিক করলেই তা পৌঁছে যাবে লগ ইন পেজে। লগ ইন পেজে গিয়ে লিখতে হবে আপনার UAN নম্বর। নির্দিষ্ট পাসওয়ার্ড ও ক্যাপচা কোড ফিল আপ করে করতে হবে লগ ইন।
ডাউনলোড পাসবুক অপশনে ক্লিক করলেই পাাসবুকের সফট কপিও ডাউনলোড করে রাখতে পারবেন। আপনার ইপিএফ অ্যাকাউন্টের মধ্যে ভাগ করে উল্লেখ করা থাকবে আপনার, চাকরিদাতার দেওয়া টাকা ও জমা পড়া সুদের অঙ্ক।
পাশাপাশি উমঙ্গ অ্যাপের মাধ্যমেও UAN নম্বর ও রেজিস্টার মোবাইলে আসা ওটিপি থেকে দেখা যাবে পাসবুক।
There is no loss of interest for any subscriber.
— Ministry of Finance (@FinMinIndia) October 5, 2022
The interest is being credited in the accounts of all EPF subscribers. However, that is not visible in the statements in view of a software upgrade being implemented by EPFO to account for change in the tax incidence. (1/2) https://t.co/HoY0JtPjII
EPFO এর নিয়মে কী রয়েছে ?
কর্মচারী ভবিষ্য তহবিল সংগঠন (EPFO) নিয়ম অনুসারে, বেসরকারি খাতের কর্মীদের মূল বেতন ও মহার্ঘ ভাতার ১২ শতাংশ প্রতি মাসে প্রভিডেন্ট ফান্ডে দিতে হয়। এখানে কর্মচারীর পুরো টাকার ভাগটাই ইপিএফ-এ জমা হয়। সেখানে কোম্পানির কর্মচারী পেনশন স্কিমে জমা হয় ৮.৩৩ শতাংশ। এর পাশাপাশি EPF-এ যায় ৩.৬৭ শতাংশ।
আরও পড়ুন- এফডিতে সবথেকে বেশি সুদ দিচ্ছে এই সরকারি ব্যাঙ্ক, রইল সব তথ্য