ICICI Bank: ফের FD-তে সুদের হার বাড়াল আইসিআইসিআই ব্যাঙ্ক, কত বেশি টাকা পাবেন গ্রাহকরা ?
ICICI Bank Fixed Deposit Rates: ফের একবার স্থায়ী আমানতে সুদের হার বাড়াল দেশের বৃহত্তম বেসরকারি ব্যাঙ্ক ICICI। 2 কোটি টাকা থেকে 5 কোটি পর্যন্ত স্থায়ী আমানতে বাড়ানো হয়েছে এই সুদের হার।
ICICI Bank Fixed Deposit Rates: ফের একবার স্থায়ী আমানতে সুদের হার বাড়ালে দেশের বৃহত্তম বেসরকারি ব্যাঙ্ক ICICI। 2 কোটি টাকা থেকে 5 কোটি পর্যন্ত স্থায়ী আমানতে বাড়ানো হয়েছে এই সুদের হার। সম্প্রতি রিজার্ভ ব্যাঙ্ক রেপো রেট বাড়ানোর পরই এই নতুন ঘোষণা করল ব্যাঙ্ক কর্তৃপক্ষ। ইতিমধ্যেই স্থায়ী আমানতে বেশকিছু সরকারি ও বেসরকারি ব্যাঙ্ক ফিক্সড ডিপোজিটে (এফডি) সুদের হার বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে।
ICICI Bank Interest Rate Hike: কত টাকায় কত বেশি সুদ ?
ICICI ব্যাঙ্ক গত 13 মে থেকে কার্যকর করেছে এই সুদের হার। 2 থেকে 5 কোটি টাকার FD-তে নতুন সুদের হার প্রযোজ্য হয়েছে। এবার থেকে ব্যাঙ্কের গ্রাহকরা 7 দিন থেকে 29 দিনের মধ্যে FD-তে 0.25 শতাংশ বেশি সুদ পাবেন। আগের 2.75 শতাংশ সুদের হারের পরিবর্তে এখন 3 শতাংশ সুদ পাবেন গ্রাহকরা। অন্যদিকে, 30 থেকে 60 দিনের FD রেট 3 শতাংশের পরিবর্তে বাড়িয়ে 3.25 শতাংশ করা হয়েছে। একইভাবে 61 দিন থেকে 90 দিনের FD-তে 3.25 শতাংশের পরিবর্তে এখন থেকে 3.40 শতাংশ সুদ পাবেন গ্রাহকরা।
ICICI Bank FD Rates: বদলে গেছে এই সুদ চিত্র ?
আইসিআইসিআই ব্যাঙ্কে এবার থেকে 91 দিন থেকে 184 দিনের FD-তে 3.6 শতাংশ সুদ পাবেন গ্রাহক। আগে সুদের হার ছিল ৩.৫ শতাংশ। পাশাপাশি 185 থেকে 270 দিনের এফডিতে কোনও পরিবর্তন করেনি ব্যাঙ্ক কর্তৃপক্ষ। একই চিত্র দেখা গিয়েছে 271 দিন থেকে 1 বছরের FDতে। এখানেও কোনও পরিবর্তন করেনি ব্যাঙ্ক।এখনও ৪ শতাংশ সুদের হার রয়েছে এই মেয়াদকালে। এর পাশাপাশি ICICI ব্যাঙ্ক 1 বছর থেকে 15 মাস পর্যন্ত FD-তে 4.5 শতাংশ সুদ দিচ্ছে। সেই ক্ষেত্রে 15 থেকে 18 মাসের এফডিতে 4.65 শতাংশ সুদের হার ও 18 মাস থেকে 2 বছরের এফডিতে 4.7 শতাংশ সুদের হার অফার করছে ICICI Bank ।
RBI New Rates: সম্প্রতি অনেক ব্যাঙ্ক FD রেট বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। মূলত, রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার রেপো রেট বাড়ানোর পরেই ব্যাঙ্ক অফ মহারাষ্ট্র, পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক, এসবিআই-এর মতো অনেক ব্যাঙ্ক তাদের এফডি রেট বাড়িয়েছে। পাশাপাশি ব্যাঙ্ক তাদের ঋণের সুদের হারও বাড়িয়েছে। দেশের মূল্যবৃদ্ধি রুখতেই এই সুদের হার বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় ব্যাঙ্ক।
আরও পড়ুন : LIC Pension Plan: একবার টাকা দিলে মাসে ২০ হাজার পেনশন, এলআইসিতে রয়েছে এই পলিসি