Indian Army : ইন্ডিয়ান আর্মিতে 'সিক্রেট স্মার্টফোন', 'সম্ভব' ব্যবহার করছে ভারতীয় সেনা, সাধারণের থেকে কোথায় আলাদা ?
Sambhav Smartphone: ভারতীয় সেনায় (Indian Army) এখন ব্যবহার হচ্ছে 'সম্ভব' স্মার্টফোন (SAMBHAV )। সাধারণের থেকে কোথায় আলাদা এই ফোন (Mobile Phone) ?

Sambhav Smartphone: সীমান্ত পেরিয়েও বলা যায় কথা। এই সিক্রেট স্মার্টফোনে আড়ি পাততে পারবে না স্ক্য়ামাররা (Scam)। পড়বে না সাইবার ফ্রডদের (Cyber Fraud) হাতে। ভারতীয় সেনায় (Indian Army) এখন ব্যবহার হচ্ছে 'সম্ভব' স্মার্টফোন (SAMBHAV )। সাধারণের থেকে কোথায় আলাদা এই ফোন (Mobile Phone) ?
খোদ সেনাপ্রধান বলেছেন এই কথা
অক্টোবরে চিনের সঙ্গে আলোচনায় নিরাপদ যোগাযোগের মাধ্য়ম হিসাবে ভারতীয় সেনাবাহিনী ব্যবহার করেছিল 'সম্ভব' স্মার্টফোন। খোদ এই বিষয়ে নিশ্চিত করেছেন সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী। আর্মির বার্ষিক সংবাদ সম্মেলনে বিষয়টি জানিয়েছেন তিনি। সেনাপ্রধান জানিয়েছেন, ইতিমধ্যেই ইন্ডিযান আর্মির অফিসারদের প্রায় ৩০ হাজার স্মার্টফোন দেওয়া হয়েছে। এই ফোনগুলিতে ইতিমধ্যেই তাদের অফিসারদের নম্বর রয়েছে।
কী বিশেষত্ব রয়েছে এই ফোনে
এই ফোনের বিশেষ বিশেষত্ব হল, এতেও আপনি বিভিন্ন অ্যাপ পাবেন। এই স্মার্টফোনগুলিতেও সাধারণ ফোনের মতো ফটো, ভিডিও বা নথি পাঠানোর জন্য একটি বিশেষ অ্যাপ রয়েছে। যা সম্পূর্ণ নিরাপদ। এই অ্যাপ থেকে ডেটা লিক হওয়ার সম্ভাবনা কম। গত বছর এই 'সম্ভব' স্মার্টফোনের প্রকল্পটি শুরু হয়েছিল।
'সম্ভব' কী জানেন ?
আসলে, এই স্মার্টফোনগুলি লিক-প্রুফ ও নিরাপদ যোগাযোগের মাধ্যম হিসাবে তৈরি করা হয়েছে। সম্ভব হল 'সিকিউর আর্মি মোবাইল ইন্ডিয়া ভার্সন'-এর সংক্ষিপ্ত রূপ। এর মাধ্যমে গুরুত্বপূর্ণ নথি, ছবি ও ভিডিও শেয়ার করা যাবে। এছাড়াও, এই ফোনগুলি Airtel এবং Jio নেটওয়ার্কে কাজ করে। এতে গুরুত্বপূর্ণ নথিপত্র ফাঁসের সমস্যা কমবে বলে আশা করছে সেনাবাহিনী।
কেন এই ফোন আর্মিতে ?
এর আগে অনেক সেনা অফিসার তথ্য ও নথি শেয়ার করার জন্য হোয়াটসঅ্যাপ বা অন্যান্য একই ধরনের অ্যাপ ব্যবহার করেছিলেন। কিন্তু এর ফলে প্রায়ই তথ্য ফাঁস হয়ে যায়। 'সম্ভব' ফোনে ইতিমধ্যেই সব গুরুত্বপূর্ণ অফিসারের নম্বর রয়েছে। তাই আলাদা করে নম্বর সেভ করার প্রয়োজন নেই।
৫জি সাপোর্ট ছাড়াও রয়েছে এই প্রযুক্তি
ভারতীয় সেনাবাহিনী নিজেই 'এন্ড-টু-এন্ড সিকিউর মোবাইল ইকোসিস্টেম' তৈরি করেছে। এটি তাত্ক্ষণিক সংযোগের সঙ্গে সুরক্ষিত যোগাযোগ সরবরাহ করছে। এই স্মার্টফোনটি 5G প্রযুক্তিতে কাজ করে ও সম্পূর্ণ এনক্রিপ্টেড। যার অর্থ হল, এই ফোনের কথোপকথন ও ডেটা সম্পূর্ণ সুরক্ষিত।
আরও পড়ুন এখানে : Donald Trump: একসঙ্গে কাজ করতে মুখিয়ে মোদি, 'বন্ধু ট্রাম্প' দিলেন বড় ধাক্কা !
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
