Viral News: কন্যাসন্তান থাকলেই দেড় লক্ষ টাকা ! কেন্দ্রীয় সরকারের নতুন যোজনা ?
PM Kanya Ashirwad Yojana: আপনার কাছেও এসেছে এই মেসেজ। বাড়িতে কন্যাসন্তান থাকলেই সরকার দিচ্ছে দেড় লক্ষ টাকা।
PM Kanya Ashirwad Yojana: আপনার কাছেও এসেছে এই মেসেজ। বাড়িতে কন্যাসন্তান থাকলেই সরকার দিচ্ছে দেড় লক্ষ টাকা। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে এই বার্তা।
PM Yojana: সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে এই মেসেজ। যেখানে বলা হচ্ছে, কেন্দ্রীয় সরকার মেয়েদের আর্থিকভাবে শক্তিশালী করতে ১.৫০ লক্ষ টাকা আর্থিক সাহায্য দিচ্ছে। তবে কেবল কিছু ইনস্ট্যান্ট মেসেজিং প্লাটফর্ম বা সোশ্যাল ওয়াল নয়, কয়েকটি ইউটিউব চ্যানেলও একই দাবি করেছে। আপনিও যদি এই ভাইরাল মেসেজটি পেয়ে থাকেন, তাহলে এর সত্যতা জানা খুবই প্রয়োজন।
PIB Fact Check: কী বলছে প্রেস ইনফরমেশন ব্যুরো
প্রেস ইনফরমেশন ব্যুরো এই বিষয়ে সত্যতা যাচাই করেছে। জেনে নিন সরকার সত্যিই প্রধানমন্ত্রী কন্যা আশীর্বাদ যোজনা নামে কোনও প্রকল্প শুরু করেছে কিনা-
জনগণকে বিভ্রান্তিকর সংবাদ থেকে বাঁচাতে সরকারের প্রেস ইনফরমেশন ব্যুরো এই খবরটির বিষয়ে যাচাই করেছে। পরে এই বিষয়ে অফিশিয়াল টুইটার হ্যান্ডেলে পিআইবি জানিয়েছে, কেন্দ্রীয় সরকার 'প্রধানমন্ত্রী কন্যা আশির্বাদ যোজনা' নামে কোনও প্রকল্প চালাচ্ছে না। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া এই খবর সম্পূর্ণ ভুয়ো। এই ধরনের বার্তার ছলে পা দিয়ে কারও কাছে আপনার ব্যক্তিগত তথ্য শেয়ার করবেন না।
যে কোনও ভাইরাল খবরের ফ্যাক্ট চেক
আপনি যদি একটি ভাইরাল বার্তা সন্দেহ করে তার সত্যতা যাচাই করতে চান, তাহলে পিআইবি সবাইকে সত্যতা যাচাই করার সুবিধা দেয়। এর জন্য, আপনি সংস্থার অফিশিয়াল লিঙ্ক https://factcheck.pib.gov.in/ এ গিয়ে আপনার খবরের সত্যতা যাচাই করতে পারেন। একই সময়ে, আপনি যদি চান, আপনি এর হোয়াটসঅ্যাপ নম্বর 8799711259 বা ইমেল আইডি
pibfactcheck@gmail.com -এ মেল করে স্কিমগুলির সত্যতা সম্পর্কে জানতে পারেন। মনে রাখবেন, যেকোনও স্কিমের জন্য আবেদন করার আগে, এটি সম্পর্কে সম্পূর্ণ তথ্য নেওয়া খুব গুরুত্বপূর্ণ। এটি না করলে সাইবার প্রতারণার শিকার হতে পারেন আপনি।