Bank Rules: এপ্রিলে বদলে যাচ্ছে এই দুই ব্যাঙ্কের নিয়ম, না জানলে আপনার ক্ষতি
Bank Rules Change: এপ্রিল থেকেই বদলে যাচ্ছে এই ব্যাঙ্কগুলির নিয়ম। এই দুই ব্যাঙ্কে অ্যাকাউন্ট থাকলে অবশ্যই জেনে নিন নতুন নিয়মাবলী।
Bank Rules Change: এপ্রিল থেকেই বদলে যাচ্ছে এই ব্যাঙ্কগুলির নিয়ম। এই দুই ব্যাঙ্কে অ্যাকাউন্ট থাকলে অবশ্যই জেনে নিন নতুন নিয়মাবলী। জেনে নিন, কারা রয়েছে এই ব্যাঙ্কগুলির তালিকায়।
Axis Bank Rules: কী পরিবর্তন ব্যাঙ্কে ?
সম্প্রতি ব্যাঙ্কে নতুন নিয়মের বিষয়ে ঘোষণা করেছে পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক (PNB) ও অ্যাক্সিস ব্যাঙ্ক (Axis Bank)। মূলত, নগদে লেনদেনের নিয়ম বদলেছে অ্যাক্সিস ব্যাঙ্ক। ব্যাঙ্কে বেতন ও সেভিংস অ্যাকাউন্ট থাকা গ্রাহকদের জন্য গড় ন্যূনতম ব্যালেন্সের নিয়ম পরিবর্তন করেছে কর্তৃপক্ষ। ব্যাঙ্ক সেভিংস অ্যাকাউন্টের জন্য গড় মাসিক ব্যালেন্সের সীমা 10,000 টাকা থেকে বাড়িয়ে 12,000 টাকা করা হয়েছে।
Axis Bank Rules: লেনদেনের নিয়মও বদলেছে
এছাড়া বিনামূল্যে নগদ লেনদেনের নিয়মেও পরিবর্তন এনেছে ব্যাঙ্ক। এখনও 2 লক্ষ টাকা পর্যন্ত লেনদেনে কোনও চার্জ নেয় না ব্যাঙ্ক। এবার থেকে সেই জায়গায় 4টি ফ্রি লেনদেন বা 1.5 লক্ষ টাকার লেনদেনে ব্যাঙ্ক কোনও চার্জ নেবে না।
PNB New Rules: চেক পেমেন্টের নিয়মে পরিবর্তন
চেক পেমেন্টের নিয়মে বড় ধরনের পরিবর্তন করার সিদ্ধান্ত নিয়েছে PNB। 4 এপ্রিল,2022 থেকে পজিটিভ পে সিস্টেম (PPS) কার্যকর করতে চলেছে পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক (PNB)। এবার থেকে চেক দেওয়ার আগে যাচাইকরণ করতে হবে ব্যাঙ্কে। যাচাই না করা হলে চেক ফেরত দেবে ব্যাঙ্ক। ব্যাঙ্কিং সিস্টেমে ক্রমবর্ধমান জালিয়াতির পরিপ্রেক্ষিতে এই সিদ্ধান্ত নিয়েছে PNB।
PNB New Rules: কী নতুন নিয়ম ব্যাঙ্কে ?
ব্যাঙ্কের ওয়েবসাইটে প্রকাশিত খবর অনুযায়ী, এখন 4 এপ্রিল, 2022 থেকে ব্যাঙ্ক চেক পেমেন্ট করার জন্য পজিটিভ স্যালারি সিস্টেম বাধ্যতামূলক করেছে। এই ব্যবস্থার মাধ্যমে এখন ১০ লাখের চেক ইস্যু করার পর ডিজিটাল বা শাখা যাচাইকরণ জরুরি হয়ে পড়েছে। অন্যথায় তা গ্রাহ্য করবে না ব্যাঙ্ক কর্তৃপক্ষ।