HDFC Bank Interest Hike: এই ব্যাঙ্কে টাকা রাখলে আরও লাভ, ৩০ সেপ্টেম্বর পর্যন্ত অতিরিক্ত সুদ FD-তে
Senior Citizen Fixed Deposit: গ্রাহকদের জন্য দারুণ খবর। ফের একবার সুদের হার বাড়ানোর সিদ্ধান্ত নিল দেশের বৃহত্তম ব্যাঙ্ক HDFC।
Senior Citizen Fixed Deposit: গ্রাহকদের জন্য দারুণ খবর। ফের একবার সুদের হার বাড়ানোর সিদ্ধান্ত নিল দেশের বৃহত্তম ব্যাঙ্ক HDFC। আপনি যদি পরিবারের প্রবীণদের জন্য ব্যাঙ্কে স্থায়ী আমানত বা Fixed Deposit রাখার পরিকল্পনা করেন তো এটাই সেরা সময়। কারণ, HDFC-তে Senior Citizen Fixed Deposit-এ পাবেন আরও বেশি সুদ।
HDFC Bank Interest Hike: ৩০ সেপ্টেম্বর পর্যন্ত পাবেন সুযোগ
ব্যাঙ্কের তরফে জানানো হয়েছে, সিনিয়র সিটিজেন FD স্কিমে বেশি সুদের মেয়াদ ৩০ সেপ্টেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে। এই তারিখের পরে আর অতিরিক্ত সুদের সুবিধা নিতে পারবেন না গ্রাহকরা। তাই আগেভাগেই সময় থাকতে এই স্কিমে লগ্নি করুন।
Senior Citizen Fixed Deposit: ০.২৫ শতাংশ বেশি সুদ পাওয়া যাবে
ব্যাঙ্কের ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, কোনও প্রবীণ নাগরিক 5 কোটি টাকা 1 দিন থেকে 10 বছরের জন্য ফিক্সড ডিপোজিট করলে তিনি 0.25 শতাংশ বেশি সুদের সুবিধা পাবেন।
HDFC Bank Interest Hike: ৭৫ বিপিএস অতিরিক্ত সুদ
ব্যাঙ্কের সুদের হার বলছে, প্রবীণ নাগরিকদের সুদের হার ছাড়াও এই স্কিমে সিনিয়র সিটিজেনরা অতিরিক্ত সুদের টাকা পাবেন। অর্থাৎ গ্রাহকরা 75 bps সুবিধা পাবেন।
Senior Citizen Fixed Deposit: কী আলাদা সুবিধা ?
এই সময়ে এইচডিএফসি ব্যাঙ্কে প্রবীণ নাগরিকরা 2 কোটি টাকার কম ফিক্সড ডিপোজিট করলে 3 শতাংশ থেকে 6.35 শতাংশ পর্যন্ত সুদের সুবিধা পাবেন।
HDFC Bank Interst Hike: ২ কোটি থেকে ৫ কোটি টাকায় কত সুদ পাওয়া যাবে ?
এছাড়াও, আপনি যদি প্রবীণ নাগরিকদের জন্য 2 কোটি থেকে 5 কোটির মধ্যে স্থায়ী আমানতে লগ্নি করেন, তবে 3 শতাংশ থেকে 5.35 শতাংশ পর্যন্ত সুদের সুবিধা পাবেন।
আরও পড়ুন : PAN-Aadhaar Link: প্যান-আধার লিঙ্ক করাতে হবে না এদের, আপনার নামও কি আছে ছাড়ের তালিকায় ?