SBI SMS Alert: অনলাইনে বিদ্যুতের বিল জমা দেন ? তাহলে খুব সাবধান !
Cyber Crime: অনলাইনের সুবিধা নিতে গিয়ে অসুবিধার মধ্যে পড়তে পারেন আপনি। অনলাইনে বিদ্যুতের বিল শোধ করলে এখনই সাবধান হোন।
Cyber Crime: অনলাইনের সুবিধা নিতে গিয়ে অসুবিধার মধ্যে পড়তে পারেন আপনি। অনলাইনে বিদ্যুতের বিল শোধ করলে এখনই সাবধান হোন। অন্যথায় আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট খালি করতে পারে প্রতারকরা।
SBI Customer Alert: কী বলছে স্টেট ব্যাঙ্ক ?
সম্প্রতি গ্রাহকদের এই ধরনের প্রতারণা থেকে সাবধান থাকতে বার্তা দিয়েছে দেশের বৃহত্তম ব্যাঙ্ক। স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (SBI) জানিয়েছে, সাইবার অপরাধীরা প্রতারণার নতুন উপায় বের করেছে। এখন বিদ্যুতের বিলকে হাতিার করে নতুন অনলাইনে প্রতারণার ফাঁদ পেতেছে তারা।
Alert SMS: কীভাবে ফাঁদে ফেলছে প্রতারণাচক্র ?
সাধারণত অনেক বিদ্যুৎ কোম্পানি গ্রাহকদের এসএমএস বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে বিলের পরিমাণ ও জমার শেষ তারিখ সম্পর্কে জানায়। গ্রাহকরাও বিল জমা দেওয়ার ক্ষেত্রে কোম্পানির এই আগাম সতর্কবার্তা দেখে বিলে জমার বিষয়ে সচেতন হয়। কোম্পানির সঙ্গে গ্রাহকদের এই বিশ্বাসযোগ্যাতার মাধ্যমকেই প্রতারণার হাতিয়ার করে জালিয়াতরা। এখন বিদ্যুৎ বিল জমা দেওয়ার নামে গ্রাহকদের ফাঁদে ফেলছে সাইবার অপরাধীরা।
SBI Alert: এই নিয়ে ট্যুইট করেছে স্টেট ব্যাঙ্ক
স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়াও (SBI) জনগণকে এই ধরনের বার্তা থেকে সাবধান থাকার আবেদন করেছে। ইতিমধ্যেই টুইটারে অনেকেই এই ধরনের বার্তা পাওয়ার অভিযোগ করেছেন। এ বিষয়ে গ্রাহকদের সতর্ক থাকতে বলেছে স্টেট ব্যাঙ্ক। SBI বলেছে, এই ধরনের কোনও মেসেজের উত্তর দেবেন না। পাল্টা কলও করবেন না। এই কাজ করলে আপনার আর্থিক তথ্য চুরি হওয়ার ঝুঁকি থাকে। বিদ্যুৎ বোর্ড বা সরবরাহকারী সাধারণত অফিশিয়াল নম্বর থেকেই এসএমএস পাঠায়। তাই সর্বদা এটি আগে পরীক্ষা করুন।
Cyber Crime: এই ধরনের বার্তা এড়িয়ে চলুন
'আপনার বিদ্যুতের বিল বকেয়া আছে' এই ধরনের বার্তা এড়িয়ে চলুন। বেশিরভাগ সময়ই প্রতারকদের হুমকির মুখে পড়তে হয় ব্যবহারকারীকে। যেখানে কল বা বার্তার উপদেশ মেনে না চললে ব্যবহারকারীর বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়ার হুমকি দেয় ঠগরা। এর জন্য তারা আপনাকে যেকোনও নম্বরে কল বা মেসেজ করতে বলে। যা করলে আপনার আর্থিক তথ্য তাদের কাছে পৌঁছে যাবে। পরে ওই তথ্যের ওপর ভিত্তি করেই ফাঁদে ফেলা হয় গ্রাহকদের।
এরকম মেসেজ পেলে কী করবেন ?
আপনি যদি এরকম কোনও বার্তা পান, তবে প্রথমেই পরীক্ষা করুন যে বার্তাটি কোনও ভেরিফায়েড আইডি বা কোনও মোবাইল নম্বর থেকে পাঠানো হয়েছে। যদি কোনও নম্বর থেকে ওই মেসেজ পাঠানো হয় তাহলে তা ভুয়ো, এটিকে একদম বিশ্বাস করবেন না। এই ধরনের মেসেজে দেওয়া ফোন নম্বরে কখনই যোগাযোগ করবেন না। এছাড়াও, আপনার ব্যক্তিগত বা ব্যাঙ্কিং বিবরণ কারও সঙ্গে শেয়ার করবেন না।