State Bank of India (SBI) Recruitment 2021: স্টেট ব্যাঙ্কে চাকরির সুযোগ, বিপুল শূন্যপদের তালিকা প্রকাশ
State Bank of India: দেশের বিভিন্ন রাজ্যে এই নিয়োগ প্রক্রিয়া চলবে। যে সার্কেলে আবেদন করতে ইচ্ছুক, সেখানে অবিলম্বে আবেদন করতে পারেন।
State Bank of India (SBI) Recruitment 2021: যারা ব্যাঙ্কে চাকরি করতে চান, তাঁদের জন্য বড় সুযোগ। ভারতের রাষ্ট্রীয় ব্যাংক ‘স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া’ তে সার্কেল বেসড অফিসার পদে নিয়োগের অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। দেশের বিভিন্ন রাজ্যে এই নিয়োগ প্রক্রিয়া চলবে। যে সার্কেলে আবেদন করতে ইচ্ছুক, সেখানে অবিলম্বে আবেদন করতে পারেন।
এই বিজ্ঞপ্তির নোটিস নম্বর হল- CRPD/ CBO/ 2021-22/19। পদের নাম- সার্কেল বেসড অফিসার (Circle Based Officer)। স্টেট ব্যাঙ্কের প্রকাশিত বিজ্ঞপ্তি অনুসারে, প্রতি মাসে ৩৬ হাজার থেকে ৬৩ হাজার ৮৪০ টাকার মধ্যে হবে বেতন। যেকোনো স্বীকৃতিপ্রাপ্ত ইউনিভার্সিটি থেকে গ্র্যাজুয়েশন পাশ করতে হবে।
শূন্যপদের তালিকা- ১২২৬টি। আবেদনকারীর বয়স ২১ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে। বয়সের হিসেব করতে হবে ০১.১২.২০২১ তারিখ অনুযায়ী। বয়সের ক্ষেত্রে SC, ST শ্রেনিরা ৫ বছরের, OBC শ্রেণিরা ৩ বছরের এবং PWD শ্রেনির আবেদনকারীরা ১৫ বছর পর্যন্ত ছাড় পাবেন। আমদাবাদ, বেঙ্গালুরু, ভোপাল, চেন্নাই, জয়পুরের জন্য শূন্যপদের এই তালিকা প্রকাশিত হয়েছে।
অনলাইন লিখিত পরীক্ষা, স্ক্রিনিং টেস্ট এবং ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থী বাছাই করে নিয়োগ করা হবে। দুটি ধাপে অনলাইন লিখিত পরীক্ষা হবে। প্রথমে ১২০ নম্বরের (Objective Test) MCQ টাইপের পরীক্ষা হবে যার সময়সীমা থাকবে ২ ঘন্টা। Objective Test এর পরে ৫০ নম্বরের ডেসক্রিপটিভ পরীক্ষা (Descriptive Test) যার সময়সীমা থাকবে ৩০ মিনিট।
চাকরি করতে ইচ্ছুক ব্যাক্তিরা স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার অফিসিয়াল ওয়েবসাইট থেকে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। প্রথমে আবেদনকারীকে রেজিস্টার করতে হবে তারপর যাবতীয় তথ্য দিয়ে অ্যাপ্লিকেশন ফিল আপ করতে হবে এবং আবেদন ফি জমা দিয়ে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।
Education Loan Information:
Calculate Education Loan EMI