Honor Mobile Phones

Honor Mobile Phones

অনর চিনের স্মার্টফোন প্রস্তুতকারী হুয়াওয়েইয়ের একটি সাব-ব্র্যান্ড । ২০১১ সালে হুয়াওয়েই অনর নামে প্রথম স্মার্টফোনটি চালু করে। তবে ২০১৩ সালে অনরকে আলাদা ব্র্যান্ড করে দেওয়া হয়েছিল। ২০১১ সাল থেকে এই সংস্থার নজর অনলাইন বাজারে স্মার্টফোন বিক্রির দিকে। তবে কয়েকটি দেশে অনর ফোন অফলাইনেও কিনতে পাওয়া যায়। কোম্পানি মনে করে যে, অনলাইন বাজারে স্মার্টফোন বিক্রি করার কারণে তারা তাদের দাম কম রাখতে পারে। কেম্পানি এ পর্যন্ত ১০০ টিরও বেশি স্মার্টফোন বাজারে এনেছে। অনর এ বছর বড় ব্যাটারি এবং ক্যামেরায় বেশি গুরুত্ব দিয়ে তাদের নতুন স্মার্টফোনটি বাজারে নিয়ে আসার চেষ্টা করেছে। অনর-এর বেশিরভাগ স্মার্টফোনগুলি কেবলমাত্র মিড-রেঞ্জ সেগমেন্টেই লঞ্চ করা হয়।
TV
Appliances
Accessories