Sony Mobile Phones

Sony Mobile Phones

সোনি মোবাইল কমিউনিকেশন ইঙ্ক একটি জাপানি বহুজাতিক টেলিকমিউনিকেশনস কোম্পানি। প্রতিষ্ঠা সোনি ও এরিকসনের যৌথ উদ্যোগ হিসেবে ২০০১-এ। কিন্তু ২০১২-তে সোনি এরিকসনকে অধিগ্রহণ করে। সোনি মোবাইলস এক্সক্লুসিভলি অ্যান্ড্রয়েড পাওয়ার্ড স্মার্টফোন তৈরি করে এক্সপেরিয়া সাব-ব্র্যান্ডের নামে। সোনির সাম্প্রতিক লঞ্চ সোনি এক্সপেরিয়া ১ II স্মার্টফোনে রয়েছে ওলেড ডিসপ্লে। এর সবচেয়ে উল্লেখযোগ্য গুণ হল এটি ব্যতিক্রমী ফাস্ট অটোফোকাস। এটি কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮৬৫ চিপসেট চালিত। এতে রয়েছে ৮ জিবি র‌্যাম ও ২৫৬ জিবি ইন্টারন্যাল স্টোরেজ। এটি লঞ্চ হয়েছে ২০২০-র ফেব্রুয়ারিতে। তবে তা ভারতে লঞ্চ হয়নি।