Layoff News: ১০ লাখ কর্মী কাজ হারাতে পারেন ! বিপুল কর্মী ছাঁটাইয়ের সম্ভাবনা এই সেক্টরে; আতঙ্ক চরমে
Layoff News in Cable Network: কেবল ইন্ডাস্ট্রিতে গত ৬ বছরে অর্থাৎ ২০১৮ সাল থেকে ২০২৪ সালের মধ্যে প্রায় ৩১ শতাংশ মানুষ বেকার হয়ে পড়েছেন।

Layoffs: সময়ের সঙ্গে সঙ্গে সমগ্র বিশ্বে অনেক বদল এসেছে। একটা সময় ছিল যখন সংবাদমাধ্যম ইন্ডাস্ট্রি সম্পূর্ণরূপে কেবল নেটওয়ার্কের উপরে নির্ভরশীল ছিল। কিন্তু আজ ক্রমবর্ধমান ইন্টারনেটের কারণে এই সেক্টরটি ক্রমেই (Layoff News) ক্ষতিগ্রস্ত হয়ে চলেছে। এর ফলে এখনও পর্যন্ত এই সেক্টরের সঙ্গে যুক্ত ৫ লক্ষেরও বেশি মানুষ পথে বসেছেন। একটি প্রতিবেদনে দেখা গিয়েছে যে ভবিষ্যতে যদি একইরকম পরিস্থিতি থাকে, তাহলে এই খাতের সঙ্গে যুক্ত প্রায় ১০ লক্ষ মানুষ বেকারত্বের শিকার হবেন।
কনজিউমার অ্যাফেয়ার্সের অতিরিক্ত সচিব সঞ্জীব শঙ্কর বিশ্বাস করেন, কেবল শিল্পকে বাঁচাতে উপস্থাপিত প্রতিবেদনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এই প্রতিবেদনে বলা হচ্ছে যে বর্তমানে এই কেবল নেটওয়ার্ক সেক্টরটি কী কী প্রতিকূলতার মধ্যে দিয়ে যাচ্ছে।
বিপুল প্রতিকূলতা কেবল নেটওয়ার্ক সংস্থাগুলির
তিনি বলেন আজ যখন মানুষের কাছে ইন্টারনেটেই ওটিটির মত ভাল কনটেন্ট দেখার প্ল্যাটফর্ম রয়েছে, তাহলে মানুষ কেন কেবল দেখতে পছন্দ করবে ? একটি ইন্ডাস্ট্রি সম্পর্কিত রিপোর্ট প্রকাশ পেয়েছে যেখানে ২৮ হাজার কেবল অপারেটরদের জিজ্ঞাসাবাদ করা হয়েছে তাদের সেক্টরের প্রতিকূলতার বিষয়ে।
এতে আরও বলা হয়েছে যে ২০২৪ সালে ১১ কোটি ১০ লক্ষ গ্রাহক ছিল কেবল নেটওয়ার্কের, এর ৬ বছর পরে অর্থাৎ ২০৩০ সালে তা কমে দাঁড়াবে ৭ কোটি ১০ লক্ষ বা ৮ কোটির মধ্যে।
গত ৬ বছরে ৩১ শতাংশ মানুষ বেকারত্বে নির্বাসিত
কেবল ইন্ডাস্ট্রিতে গত ৬ বছরে অর্থাৎ ২০১৮ সাল থেকে ২০২৪ সালের মধ্যে প্রায় ৩১ শতাংশ মানুষ বেকার হয়ে পড়েছেন। অন্যদিকে পাইরেসির কারণে এই ইন্ডাস্ট্রির প্রায় ২০ হাজার কোটি টাকার ক্ষতি হয়েছে। ইতিমধ্যেই দেশে ইন্টারনেট সাবস্ক্রিপশন ১ বিলিয়ন ছাড়িয়ে গিয়েছে। এর মধ্যে ৯৪৫ মিলিয়ন মানুষের কাছে ব্রডব্যান্ড ইন্টারনেট সংযোগ রয়েছে। আগামী দিনে তাই এই কেবল ইন্ডাস্ট্রি আরও ক্ষতির সম্মুখীন হতে পারে। ক্রমবর্ধমান ডিজিটালাইজেশন ও ব্রডব্যান্ড পরিষেবা সরাসরি এই খাতকে ক্ষতিগ্রস্ত করছে।
আইবিএম ক্লাউড ক্লাসিক বিভাগ থেকে কর্মী ছাঁটাইয়ের মূল কারণ রয়েছে আমেরিকা থেকে সংস্থা চায় চাকরির স্থান বদল করে ভারতে করতে। আইবিএম ধীরে ধীরে বিদেশেও তাদের সংস্থাকে শিফট করছে। তবে মূলত আমেরিকার বেশিরভাগ অফিস থেকেই এই ছাঁটাই করা হবে। আবার স্থানীয় এক সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, ফক্সওয়াগনের ২০ হাজারেরও বেশি কর্মী স্বেচ্ছায় অবসর নিতে চলেছেন। এমনকী তারা নিজে থেকেই চাকরি ছেড়ে দিতে চেয়েছেন।






















