2022 Hyundai Tucson SUV: হুন্ডাইয়ের নতুন ফ্ল্যাগশিপ এসইউভি Tucson আসছে ভারতে, থাকবে 'লংগেস্ট হুইলবেস' ফিচার
New Hyundai Tucson: সম্ভবত অগস্ট মাসে ভারতে লঞ্চ হবে হুন্ডাইয়ের এই নতুন এসইউভি। তার আগে দেখে নেওয়া যাক এই নিউ জেনারেশন ফ্ল্যাগশিপ এসইউভির কিছু বৈশিষ্ট্য।
2022 Hyundai Tucson SUV: ভারতে নতুন গাড়ি লঞ্চ করতে চলেছে হুন্ডাই (Hyundai) সংস্থা। এবার সামনে এসেছে ২০২২ হুন্ডাই Tucson এসইউভি (2022 Hyundai Tucson SUV) গাড়ির লুক এবং ডিজাইন। হুন্ডাই সংস্থার এই নিউ জেনারেশন Tucson আসলে একটি ফ্ল্যাগশিপ এসইউভি (Flagship SUV) হতে চলেছে। এর পাশাপাশি এও শোনা গিয়েছে যে, হুন্ডাই সংস্থার আরও বিখ্যাত দু’টি গাড়ি ক্রেটা (Creata) এবং অ্যালকাজারের (Alcazar) উপরেই স্থান হবে নতুন Tucson এসইউভির। সম্ভবত অগস্ট মাসে ভারতে লঞ্চ হবে হুন্ডাইয়ের এই নতুন এসইউভি। তার আগে দেখে নেওয়া যাক এই নিউ জেনারেশন ফ্ল্যাগশিপ এসইউভির (New Generation Flagship SUV) বেশ কিছু বৈশিষ্ট্য।
২০২২ হুন্ডাই Tucson এসইউভি গাড়ির লুক, ডিজাইন, ফিচার এবং ইঞ্জিন সম্পর্কে দেখে নিন
১। ২০২২ হুন্ডাই Tucson এসইউভি গাড়ির ভারতীয় ভ্যারিয়েন্ট বিক্রি হবে লম্বা হুইলবেস ভার্সানের সাহায্যে। এই ধরনের গাড়ির ক্ষেত্রে বিশেষ করে ৫ সিটের গাড়ির তালিকায় এটিই longest wheelbase- এর গাড়ি হতে চলেছে।
২। নতুন ফ্ল্যাগশিপ এসইউভির ক্ষেত্রে হুন্ডাই সংস্থা লেটেস্ট হুন্ডাই ডিজাইন ল্যাঙ্গুয়েজ যুক্ত করেছে। এর সঙ্গে থাকবে প্যারামেট্রিক গ্রিল।
৩। ২০২২ হুন্ডাই Tucson এসইউভিতে থাকতে চলেছে ১৮ ইঞ্চি অ্যালয় হুইল।
৪। এই গাড়ির ভিতরের কেবিনের ডিজাইনও যথেষ্ট আকর্ষণীয়। এখানে থাকছে একটি ১০.২৫ ইঞ্চির টাচস্ক্রিন। তার সঙ্গে বিভিন্ন কার টেকনোলজির পাশাপাশি অন্যান্য অনেক আধুনিক ফিচার যুক্ত থাকবে।
৫। হুন্ডাইয়ের নতুন Tucson মডেলে থাকছে প্যানোর্যামিক সানরুফ, ভেন্টিলেটেড সিট, ডুয়াল জোন ক্লাইমেট কন্ট্রোল, পুরোপুরি ডিজিটাল ডায়াল, ৩৬০ ডিগ্রি ক্যামেরা, বোস কোম্পানির অডিও সিস্টেম ও আরও অনেক কিছু।
৬। ২০২২ হুন্ডাই Tucson ফ্ল্যাগশিপ এসইউভিতে রয়েছে ADAS Level 3 ফিচার।
৭। ইঞ্জিনের ক্ষেত্রেও রয়েছে চমক। হুন্ডাইয়ের নতুন এসইউভিতে থাকতে চলেছে একটি ২.০১ লিটারের পেট্রোল এবং একটি ২.০১ লিটারের ডিজেল ইঞ্জিন। দুটো ইঞ্জিনেই থাকতে চলেছে অটোম্যাটিক গিয়ারবক্স। এর সঙ্গে থাকছে AWD/terrain মোড।
আরও পড়ুন- শীঘ্রই এই প্রিমিয়াম বাইকগুলি আসবে ভারতে, রয়েছে এই বাইকগুলির নাম