Amazon Festival Sale: অ্যামাজনের সেলে ভাল অফার, আরও সস্তায় নেকলেস, কানের দুল
Amazon Festival Sale: নেকলেস, কানের দুল ও ব্রেসলেটের সম্ভার রয়েছে এখানে। দেখে নিন শাড়ির সঙ্গে কোন লুকে মানাবে আপনাকে।
Amazon Festival Sale: অ্যামাজনের সেলে কর্ভা চৌথ উপলক্ষে রয়েছে আকর্ষণীয় ছাড়। নেকলেস, কানের দুল ও ব্রেসলেটের সম্ভার রয়েছে এখানে। দেখে নিন শাড়ির সঙ্গে কোন লুকে মানাবে আপনাকে। উৎসবের আনন্দে পসরা সাজিয়ে বসেছে অ্যামাজন।
অ্যামাজনে গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ্যাল সেলে দারুণ অফার, ক্লিক করে জানুন সেরা ডিল
Sukkhi Adorable Gold Plated Pearl Choker Necklace Set
মুক্তা থেকে তৈরি এই চোকার নেকলেস ট্রেন্ডি শাড়ি, সিল্কের শাড়ি বা যেকোনও বেনারসি শাড়ির সঙ্গে মানাবে। যার মধ্যে রয়েছে সিলভার, গোল্ডেন বা পার্ল কালারের কাজ। এই চোকার নেকলেসের দাম 1,670 টাকা হলেও তা এখন সেলে 185 টাকায় পাওয়া যাচ্ছে। শুধু তাই নয়, এই সেটে আপনি কমপক্ষে 15-20 রং পাবেন।
এই সেট কিনতে ক্লিক করুন এই লিঙ্কে
Shining Diva Latest Bollywood Inspired Traditional Pearl Jhumki Earrings
এই মুক্তা ঝুমকি স্টাইলের কানের দুলগুলি টপ চোকার নেকলেসের সাথে পারফেক্ট ম্যাচ করে। এই কানের দুল পরলে চেহারা খুব একটা ভারী দেখায় না। এই কানের দুলের দাম 1,999 টাকা হলেও অ্যামাজনের সেলে তা মাত্র 275 টাকায় পাওয়া যাচ্ছে।
এই সেট কিনতে ক্লিক করুন অ্যামাজনের এই লিঙ্কে
YouBella Jewellery Gold Plated Pearl Bracelets Bangles
নেকলেস ও কানের দুলের পর হাতে এই ব্রেসলেট ব্যাঙ্গেল আপনাকে মানাবেই। এমনকী চুড়ির সঙ্গেও পরতে পারেন এই ব্রেসলেট ব্যাঙ্গেল। এর সেটের মধ্যে দুটো ডিজাইনার কড়া পাবেন আপনি। যা দেখতে বেশ সুন্দর।অ্যামাজনের সেলে এগুলোর দাম 2,999 টাকা হলেও এখন তা মাত্র 297 টাকায় পাওয়া যাচ্ছে।
আরও সস্তায় পার্লের জুয়েলারি, দেখে নিন এই লিঙ্ক
Sukkhi Glorious Gold Plated Wedding Jewellery Pearl Choker Necklace Set
আপনি যদি সিল্কের শাড়িতে নিজেকে একটু আলাদা দেখাতে চান, তাহলে এই সেটের মাধ্যমে দক্ষিণ ভারতীয় লুক ট্রাই করতে পারেন।সব ধরনের শাড়ির সঙ্গে দারুণ মানায় এই ছোট নেকলেস। খুবই স্টাইলিশ এই সেট।
সুখি গোল্ডেন জুয়েলারি কিনতে ক্লিক করুন এই লিঙ্কে
PANASH Gold-Plated Traditional Chandbali Long Pearl Kundan Ethnic
Antique Earrings এই কানের দুল নেকলেসের সঙ্গে বেশ মানাবে। যাতে বেড়ে যাবে আপনার সৌন্দর্য। 1199 টাকা দামের এই কানের দুল অ্যামাজনের সেলে 395 টাকায় পাওয়া যাচ্ছে।
এই ধরনের কুন্দন চাইলে ক্লিক করুন এই লিঙ্কে