Maharashtra Baldness Case : গ্রামে গ্রামে রাতারাতি টাক ! রেশনের গম খেয়েই এত বড় বিপত্তি? চাঞ্চল্যকর দাবি গবেষণায়
ওই গ্রামের লোকজন যে গম খাচ্ছেন তাতে থাকা বিষাক্ত উপকরণেই লুকিয়ে টাক পড়ার কারণ। দাবি গবেষণায়।

মুম্বই : টাক পড়ে যাওয়া অনেকের কাছেই দুঃস্বপ্ন। রাতারাতি এমনটাই ঘটেছে মহারাষ্ট্রের একটি গ্রামের বহু মানুষের সঙ্গে। সপ্তাহখানেকের মধ্যেই চুল উঠে ফাঁকা হয়ে যাচ্ছিল মাথা । মহারাষ্ট্রের তিনটি গ্রামের বেশ কয়েক জনের এই সমস্যা দেখা দেয় জানুয়ারি মাসে। এবার তার পিছনে উঠে আসছে চাঞ্চল্যকর কারণ।
ঘটনার পর গ্রামে গ্রামে গিয়ে ভুক্তভোগীদের সঙ্গে কথা বলেছিলেন স্বাস্থ্য দফতরের প্রতিনিধিরা। তাঁরা ওই গ্রামের জলের নমুনা সংগ্রহ করেন। গ্রামের বাসিন্দাদের চুল এবং ত্বকের নমুনাও সংগ্রহ করা হয়। এখনও পরীক্ষানিরীক্ষা চালানো হচ্ছে সরকারের তরফে। তবে, পদ্মশ্রী ডঃ হিম্মতরাও বাওয়াস্কর এই ঘটনার উপর একটি সমীক্ষা চালান। তাতে দেখা যায়, ওই গ্রামের লোকজন যে গম খাচ্ছেন তাতে থাকা বিষাক্ত উপকরণেই লুকিয়ে টাক পড়ার কারণ। ইন্ডিয়া টু-ডের প্রতিবেদনে প্রকাশ, ডঃ বাওয়াস্কর গবেষণায় দেখা গেছে, পাবলিক ডিস্ট্রিবিউশন সিস্টেম অর্থাৎ রেশনের গমে অত্যধিক সেলেনিয়াম থাকায় এই বিপদ। আর এই গমে জিঙ্কের পরিমাণ অত্যন্ত কম ছিল।
ডাঃ বাওয়াস্কর, গ্রামে গ্রামে ঘুরে গমের নমুনা বিশ্লেষণ করেন। দেখা গেছে , স্থানীয়ভাবে উৎপাদিত গমের তুলনায় রেশনের গমে ৬০০ গুণ বেশি সেলেনিয়াম রয়েছে। এই উচ্চ সেলেনিয়াম খেয়েই অ্যালোপেসিয়ায় আক্রান্ত হন তাঁরা। এই গম খাওয়ার পর এই গ্রামগুলির বেশ কিছু বাসিন্দার সম্পূর্ণ টাক পড়ে যায়। পরীক্ষা করা হয় টাক পড়ে যাওয়া ব্যক্তিদের রক্ত, প্রস্রাব এবং চুলের নমুনা। ইন্ডিয়া টু-ডের প্রতিবেদনে প্রকাশ, তাতে দেখা যায়,বিভিন্ন নমুনায় ৩৫ গুণ, ৬০ গুণ এবং ১৫০ গুণ বেশি ছিল সেলেনিয়াম। আর তার পরিণাম হল অ্যালোপেসিয়া।
গমের নমুনাগুলি থানের ভার্নি অ্যানালিটিক্যাল ল্যাবে পরীক্ষা করা হয়। ডঃ বাওস্কার উল্লেখ করেছেন যে এই সমস্ত গম এসেছে পাঞ্জাব থেকে।
মহারাষ্ট্রের বুলধানা জেলার বরগাঁও, কালওয়াড় এবং হিঙ্গনা গ্রামে গত জানুয়ারি মাসে এই সমস্যার মুখে পড়েন গ্রামবাসীরা। বেশ কয়েক জন বাসিন্দার চুল রাতারাতি ফাঁকা হয়ে যায়। এক সপ্তাহের মধ্যেই টাক বেরিয়ে যায়। আর চুলের গোড়া এতটাই দুর্বল হয়ে পড়ে যে, হালকা টান মারলেও উঠে আসছিল চুল। আশ্চর্য এই ঘটনার কারণ লুকিয়ে রোজকার খাদ্যেই ! তেমনটাই অন্তত দাবি গবেষণায়।
এই ঘটনা নিয়ে ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চ (ICMR)ও গবেষণা শুরু করেছে। বিজ্ঞানীরা পরীক্ষার জন্য এলাকা থেকে জল, মাটির নমুনা সব সংগ্রহ করেছেন। সূত্রের খবর,যাঁদের চুল পড়ে গিয়েছে, তাঁদের রক্তে উচ্চ সেলেনিয়ামের মাত্রা দেখা গেছে।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
