Apple Jobs: ৫ লক্ষ চাকরি, ভারতে অ্যাপলের বড় পরিকল্পনা, কারা পাবেন সুযোগ ?
Apple In India: দেশে চাকরির জন্য বড় পরিকল্পনা করেছে কোম্পানি। স্বাভাবিকভাবেই অ্যাপলের (Apple India) এই পরিকল্পনা স্বস্তি দেবে বহু চাকরিপ্রার্থীদের।
![Apple Jobs: ৫ লক্ষ চাকরি, ভারতে অ্যাপলের বড় পরিকল্পনা, কারা পাবেন সুযোগ ? Apple Jobs india Iphone makers will recruit 5 lakh people Apple Jobs: ৫ লক্ষ চাকরি, ভারতে অ্যাপলের বড় পরিকল্পনা, কারা পাবেন সুযোগ ?](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/04/22/5b00a64833e4320853f59b028245943e1713765345289394_original.jpeg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
Apple In India: ভারতের কর্মসংস্থানের ক্ষেত্রে সুখবর। বিশ্বের শীর্ষস্থানীয় স্মার্টফোন নির্মাতা অ্যাপল (Apple Jobs) জানিয়েছে, দেশে চাকরির জন্য বড় পরিকল্পনা করেছে কোম্পানি। স্বাভাবিকভাবেই অ্যাপলের (Apple India) এই পরিকল্পনা স্বস্তি দেবে বহু চাকরিপ্রার্থীদের।
কত চাকরি আগামী তিন বছরে
আগামী 3 বছরে ভারতে প্রায় 5 লক্ষ কর্মসংস্থান তৈরি করবে আইফোন প্রস্তুতকারী সংস্থা। অ্যাপল বিক্রেতাদের মাধ্যমে এই কাজ পাবেন চাকরিপ্রার্থীরা। বর্তমানে, অ্যাপলের বিক্রেতা এবং সরবরাহকারীরা ভারতে 1.5 লক্ষ লোককে চাকরি দিয়েছে।
টাটা ইলেকট্রনিক্স সর্বোচ্চ চাকরি দিচ্ছে
সংবাদ সংস্থা পিটিআই-এর খবর বলছে, অ্যাপল দেশে দ্রুত নিয়োগ বাড়াচ্ছে। আগামী তিন বছরে প্রায় 5 লাখ লোককে চাকরি দেবে। টাটা ইলেকট্রনিক্স, যা অ্যাপলের জন্য দুটি প্ল্যান্ট চালাচ্ছে, বর্তমানে সর্বাধিক সংখ্যক চাকরি দিয়েছে। তবে, এখনই অ্যাপল চাকরির পরিসংখ্যান সম্পর্কে কিছু বলতে অস্বীকার করেছে।
অ্যাপল ভারতে তাদের উৎপাদন ৫ গুণ বাড়াতে চাইছে
সংবাদ মাধ্যমের রিপোর্ট বলছে, অ্যাপল ভারতে তাদের উৎপাদন প্রায় ৫ গুণ বাড়ানোর পরিকল্পনা করেছে। কোম্পানি আগামী 5 বছরে ভারতে প্রায় 40 বিলিয়ন ডলারে (3.32 লাখ কোটি টাকা) নিয়ে যেতে চায়। এই বিষয়ে একজন ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তা বলেন, এত বড় পরিসরে উৎপাদন করতে হলে অ্যাপলকে প্রচুর কর্মসংস্থান সৃষ্টি করতে হবে। কোভিড 19 মহামারী চলাকালীন অ্যাপলকে চিনে উত্পাদন ভিত্তির কারণে অনেক সমস্যার মুখোমুখি হতে হয়েছিল। এর পরে কোম্পানি ভারতের দিকে মনোযোগ দিতে শুরু করে।
2023 সালে ভারত থেকে অ্যাপলের আয় সবচেয়ে বেশি ছিল
মার্কেট রিসার্চ ফার্ম কাউন্টারপয়েন্ট বলেছে, অ্যাপল 2023 সালে ভারত থেকে সবচেয়ে বেশি আয় করবে। তবে স্যামসাং বিক্রির দিক থেকে এগিয়ে রয়েছে। অ্যাপল ভারত থেকে প্রায় ১ কোটি ফোন রপ্তানি করেছে। এছাড়াও, প্রথমবার কোম্পানি রাজস্বের দিক থেকে দেশের এক নম্বর কোম্পানিতে পরিণত হয়েছে। অ্যাপল 2023-24 সালে আইফোন রপ্তানির মাধ্যমে ভারত থেকে 12.1 বিলিয়ন ডলার পেয়েছে। 2022-23 সালে এই সংখ্যা ছিল 6.27 বিলিয়ন ডলার। এটি কোম্পানির ক্ষেত্রে প্রায় 100 শতাংশ লাফ।
কী বলছেন অ্যাপলের সিইও
এই বিষয়ে টিম কুক বলেছেন, 2022 সালের অর্থবর্ষের শেষ ত্রৈমাসিকে ভারতে সর্বোচ্চ আইফোন বিক্রি রেকর্ড করেছে। এর সঙ্গে সংস্থা আইফোন বিক্রির সংখ্যাও ডাবল ডিজিটে চলে এসেছে। যা কোম্পানির কাছে খুবই ভাল খবর।
কেন ভারতে আইফোন বিক্রি বাড়ছে?
2021 সালে ভারতে 48 লক্ষ আইফোন বিক্রি হয়েছিল, যা 2020 সালের তুলনায় 75 শতাংশ বেশি। 2022 সালে সারা দেশে 70 লক্ষেরও বেশি আইফোন বিক্রি হয়েছে। এই পরিস্থিতিতে আইফোন ক্রেতার সংখ্যা প্রতি বছর দ্বিগুণ বৃদ্ধি পাচ্ছে। 2018 সাল পর্যন্ত সারা দেশে আইফোন ক্রেতার সংখ্যা ছিল মাত্র 20 লাখ। দেশে হঠাৎ করে আইফোন বিক্রি বৃদ্ধির পেছনে মূল কারণ কী, তা নিয়েই সবচেয়ে বড় প্রশ্ন উঠছে।
Fixed Deposit: HDFC না SBI, প্রবীণ নাগরিকদের স্থায়ী আমানতে কোথায় মিলছে বেশি সুদ ?
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)