5G-র যুগে 4G আনছে BSNL! পিছিয়ে পড়বে ? বড় আপডেট দিলেন টেলিকম মন্ত্রী
BSNL 5G: ৫জির বাজার ধরতে মাঠে নেমে গিয়েছে Jio ও Airtel। 5G-র সুবিধা দিতে গ্রাহকদের নিত্য নতুন প্ল্যান দিচ্ছে কোম্পানি।
BSNL 5G: ৫জির বাজার ধরতে মাঠে নেমে গিয়েছে Jio ও Airtel। 5G-র সুবিধা দিতে গ্রাহকদের নিত্য নতুন প্ল্যান দিচ্ছে কোম্পানি। সেখানে এই বাজারে 4G পরিষেবা নিয়ে আসছে রাষ্ট্রায়ত্ত টেলিকম নেটওয়ার্ক বিএসএনএল। কতটা সাফল্য পাবে কোম্পানি ?
4G VS 5G: কী বলছেন টেলি যোগাযোগ মন্ত্রী
এ বিষয়ে বিবৃতি দিয়েছেন টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী দেবুসিংহ চৌহান। তিনি জানান, BSNL 4G পরিষেবা দেওয়ার জন্য দ্রুত কাজ করছে। শীঘ্রই এর পরিষেবা গ্রাহকদের কাছে পৌঁছাতে শুরু করবে। টেলিকম প্রতিমন্ত্রীর মতে, ইন্ডিয়া পোস্ট (DOC) একটি লজিস্টিক পরিষেবা প্রদানকারী হিসাবে ওপেন নেটওয়ার্ক ফর কমার্স (ONDC)-এর অংশীদার হবে। পাশাপাশি মন্ত্রী জানিয়েছেন, অহেতুক কলের সমস্যার সমাধানে সরকার দ্রুত কাজ করছে।
১ লক্ষ 4G সাইটে অনুমোদিত
রাষ্ট্রায়ত্ত টেলকম কোম্পানি বিএসএনএলকে আরও শক্তিশালী করতে এক লাখ BSNL 4G সাইট অনুমোদন করা হয়েছে। মন্ত্রী দেবুসিংহ চৌহান জানিয়েছেন, 4G-র কাজের পাশাপাশি বিভিন্ন সাইট চিহ্নিত করা হয়েছে। মন্ত্রীর মতে, সরকার যত দ্রুত সম্ভব এ পরিষেবা চালু করতে চায়। বিএসএনএল দেশীয় প্রযুক্তি নিয়ে আসছে, যার কারণে কিছুটা সময় লেগেছে। তিনি বলেন, এসব পরিষেবা গ্রাহকদের কাছে পৌঁছাতে দ্রুত কাজ করা হচ্ছে। মন্ত্রীর মতে, লজিস্টিক পরিষেবাগুলির জন্য ইন্ডিয়া পোস্ট, CAIT ও ত্রিপ্ত টেকনোলজিসের মধ্যে চুক্তি করা হয়েছে।
800 টিরও বেশি জেলায় 5G চালু হয়েছে
মন্ত্রী জানিয়েছেন যে এই চুক্তিটি ইন্ডিয়া পোস্টের নেটওয়ার্কের মাধ্যমে ছোট ব্যবসার কাছে পণ্য সরবরাহ করবে। এর সঙ্গে তিনি দেশে 5G পরিষেবা নিয়েও সন্তোষ প্রকাশ করেন। মন্ত্রী জানান, অন্য কোনও দেশ এত দ্রুত 5G পরিষেবা বাজারে আনতে পারেনি। মন্ত্রীর মতে, 800 টিরও বেশি জেলায় 5G চালু হয়েছে। সম্প্রতি BSNL পঞ্জাবে একটি পাইলট প্রোগ্রাম শুরু করেছে। বিএসএনএল এ পর্যন্ত পঞ্জাবে ১৩৫টি টাওয়ার স্থাপন করেছে।
5G Network: বেসরকারি কোম্পানিগুলি ৫জি পরিষেবা শুরু করেছে আগেই। এয়ারটেল, জিওর পর এবার ৫জি পরিষেবা পাওয়া যাবে রাষ্ট্রায়ত্ত টেলিকম কোম্পানি বিএসএনএল (BSNL 5G)-এর থেকে। আগামী ৫-৭ মাসের মধ্যেই বাজারে পাওয়া যাবে এই সার্ভিস।
BSNL 5G: কী বলেছেন মন্ত্রী ?
এই প্রসঙ্গে কেন্দ্রীয় টেলিকম ও রেলমন্ত্রী অশ্বীনি বৈষ্ণব জানিয়েছেন, ৪জি থেকে শীঘ্রই ৫জি পরিষেবাতে উন্নীত করা হবে সরকারি টেলিকম কোম্পানি বিএসএনএল-কে। সিআইআই-এর এক অনুষ্ঠানে টেলিকম মন্ত্রী জানান, এখানেই শেষ নয়। রাষ্ট্রায়ত্ত টেলিকম কোম্পানির বিস্তারে ১.৩৫ লক্ষ টেলিকম টাওয়ারের সাহায্য নেওয়া হবে। এখনও পর্যন্ত এই বিপুল সংখ্যক টাওয়ার দেশের অন্য কোনও কোম্পানির মূলত, দেশীয় প্রযুক্তিকে উন্নত করতে টেলিকম উন্নয়ন খাতে বছরে ৪০০০ কোটি টাকা বিনিয়োগ করা হবে। আগে বছরে এই পরিসংখ্যান ছিল ৫০০ কোটি টাকা।
আরও পড়ুন : Jamtara Global: আন্তর্জাতিক স্প্যাম কলে ফাঁকা হচ্ছে অ্যাকাউন্ট! তিনদিনে তোলপাড় হোয়াটসঅ্যাপ