Multibagger Stock: বাজেটের পরেই বিশাল লাফ শেয়ারের দামে, ২ মাসে ৫০০ শতাংশ রিটার্ন এই শেয়ারে
IREDA Share: ২ মাসের মধ্যে ৫০০ শতাংশ রিটার্ন দিয়েছে এই সংস্থার শেয়ার। বাজেটের পরে আরও লাফ শেয়ারের দামে। আপনার কেনা আছে ?
Share Market: অন্তর্বর্তী বাজেটে সৌরবিদ্যুতের ব্যবহারের উপর জোর দিয়েছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন আর তার পরেই হু হু করে বেড়েছে বেশ কিছু এনার্জি সেক্টরের স্টকের দাম। আর সেই আবহেই সর্বোচ্চ উচ্চতা ছুঁয়ে ফেলল Indian Renewable Energy Dev Agency ওরফে IREDA-র শেয়ারের দাম। NSE-তে এদিন ১৮৩ টাকায় খুলে এই শেয়ারের দাম পৌঁছায় ১৯০.৮৫ টাকায়। একেবারে রেকর্ড লাফ। রিটার্নের হিসেব চমকে দেবে। মাত্র ২ মাসের মধ্যেই ৫০০ শতাংশ লাভ দিয়েছে এই সংস্থার শেয়ার (Multibagger Stock)।
কেন দাম বাড়ছে ?
বাজার বিশেষজ্ঞদের মতে, IREDA-র শেয়ারের দামে লাফের মূল কারণ বাজেটে সবুজ শক্তি বা পুনর্নবীকরণযোগ্য শক্তির ব্যবহারে জোর দেওয়া। কেন্দ্রীয় অর্থমন্ত্রীর এই প্রস্তাবের কারণে অনেক বিনিয়োগকারীই মনে করেছেন সৌরশক্তি উৎপাদনের সঙ্গে যুক্ত কোম্পানির স্টকগুলিতে ভবিষ্যতে ভাল মুনাফার আশা রয়েছে।
এখন কিনবেন ?
বিশেষজ্ঞদের ধারণা IREDA-র শেয়ারের দাম আরও বাড়তে পারে এবং তা ২০০ টাকার মাত্রা ছুঁয়ে ফেলবে। বুল ট্রেন্ড বজায় থাকবে এই শেয়ারে। তবে এই বৃদ্ধি একান্তই শর্ট টার্ম ভিত্তিক। তবে তাদের মতে, এখন কিনলে ১৭৫ টাকার রেজিস্ট্যান্সে একটা স্টপ লস দিয়ে তবেই কেনা উচিত।
শেয়ারের দামের ওঠানামা
২০২৩ সালে বাজারে এসেছিল IREDA-র IPO। ৩০ টাকা থেকে ৩২ টাকা প্রাইস ব্যান্ড ছিল এই ইকুইটি শেয়ার (Multibagger Stock)। তারপর বম্বে স্টক এক্সচেঞ্জ এবং ন্যাশনাল স্টক এক্সচেঞ্জে এই PSU শেয়ার নথিভুক্ত হয় ৫০ টাকার সীমায়। দেখা গিয়েছে লিস্টিং প্রাইসের থেকে ৫৬ শতাংশ বৃদ্ধি পেয়েছে। এই PSU স্টকে যদি কেউ শুরু থেকে বিনিয়োগ করতেন তাহলে আজকের দিনে দাঁড়িয়ে প্রায় ৫০০ শতাংশ রিটার্ন পেতেন তিনি। অর্থাৎ কেউ ১ লক্ষ টাকা বিনিয়োগ করলে ৫ লাখ টাকা রিটার্ন পেতেন।
বাজেটে কী বলেছেন কেন্দ্রমন্ত্রী
বাজেট পেশের সময় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বলেছেন যে, প্রধানমন্ত্রী সূর্যোদয় যোজনার অধীনে ১ কোটি বাড়ির জন্য ছাদে সোলার প্যানেল বসানো হবে। ছাদে সোলারাইজেশনের মাধ্যমে এক কোটি পরিবার প্রতি মাসে ৩০০ ইউনিট পর্যন্ত বিনামূল্যে বিদ্যুৎ পেতে সক্ষম হবে। আর সেই কারণে সোলার প্যানেল সম্পর্কিত স্টকগুলি গতকাল ৫ শতাংশ পর্যন্ত বৃদ্ধি পেয়েছে।
আরও পড়ুন: Budget 2024: বাজেটে এক কোটি সোলার প্যানেলের ঘোষণা , দুরন্ত গতি এই স্টকগুলিতে