Union Budget 2022: ক্রিপ্টোর পাল্টা, ডিজিটাল রুপি আনছে ভারত
Union Budget 2022: এবার ক্রিপ্টো কারেন্সির মোকাবিলা করতে নতুন উদ্যোগ অর্থমন্ত্রীর। বাজেট ভাষণে দিলেই দাওয়াই। ২০২২-২০২৩ অর্থবর্ষে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া নিয়ে আসছে ডিজিটাল রুপি।
Union Budget 2022: এবার ক্রিপ্টো কারেন্সির মোকাবিলা করতে নতুন উদ্যোগ অর্থমন্ত্রীর। বাজেট ভাষণে দিলেই দাওয়াই। ২০২২-২০২৩ অর্থবর্ষে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া নিয়ে আসছে ডিজিটাল রুপি। দেশের বাজারে ক্রিপ্টো কারেন্সির পাল্টা হিসাবে নামানো হবে এই ডিজিটাল রুপি। ব্লক চেইন প্রযুক্তির মাধ্যমে আনা হবে এই ডিজিটাল কারেন্সি।পাশাপাশি ক্রিপ্টো কারেন্সিতে ৩০ শতাংশ করেন কথা ঘোষণা করেছেন অর্থমন্ত্রী ।
ইতিমধ্যেই অর্থমন্ত্রীর এই ডিজিটাল রুপির ঘোষণাকে স্বাগত জানিয়েছে বাজার। এ প্রসঙ্গে BankBazaar.com-এর সিইও আদিল শেঠ বলেন, '' কিছু হাতেগোনা দেশের পাশাপাশি ভারতও এখন তার নিজস্ব ব্লকচেইন মুদ্রা চালু করতে চলেছে। এটি সামগ্রিকভাবে দেশের অর্থনীতির ওপর বিশাল প্রভাব ফেলবে। যারা ডিজিটালাইজড ফাইন্যান্সে ভারতের মর্যাদাকে খাঁটো করে দেখে এটা তাদের প্রতিও একটা জবাব। মার্কিন যুক্তরাষ্ট্রও এখনও তাদের সিবিসি চালু করেনি। ভারতে দ্রুত CBC এলে ব্লকচেইন, লোয়ার ওপেক্স ও দ্রুত এর সব সুবিধাগুলি পাওয়া যাবে। তবে এর প্রভাব বোঝার জন্য আমাদের বিশদে বিবরণের জন্য অপেক্ষা করতে হবে।''
এদিন বাজেট ভাষণে অর্থমন্ত্রী নির্মলা সীতারমন বলেন, '' যেকোনও ভার্চুয়াল ডিজিটাল সম্পদের স্থানান্তর থেকে আয়ে 30% হারে কর দিতে হবে।তবে অধিগ্রহণের খরচ ছাড়া এই জাতীয় আয় গণনা করার সময় কোনও ব্যয়ের জন্য টাকা কাটা হবে না।''
এদিন টেলিকম ক্ষেত্রেও বড় ঘোষণা করেন অর্থমন্ত্রী (Finance Minister Nirmala Sitharaman) । তিনি জানান, চলতি অর্থবর্ষের মধ্যে ৫ জি মোবাইল পরিষেবা (5G mobile services) চালু হয়ে যাবে দেশে। পাশাপাশি গ্রামাঞ্চলে ব্রড ব্যান্ড পরিষেবায় জোর দিচ্ছে সরকার। ২০২৫-এর মধ্যে সব গ্রামে অপটিক্যাল ফাইবার পাতা হবে। দেখে নিন আরও কী কী ঘোষণা করেছেন অর্থমন্ত্রী।
- ‘২০২৫-এর মধ্যে সব গ্রামে অপটিক্যাল ফাইবার’
- ‘আইআরডিএ-তে আনা হচ্ছে নতুন বিমা বন্ড’
- ‘সৌরবিদ্যুৎ উত্পাদন বৃদ্ধিতে ১৯ হাজার ৫০০ কোটি টাকা বরাদ্দ’
- ‘বিভিন্ন ক্ষেত্রে টাকা দেওয়ার জন্য এবার চালু হবে ই-বিল’
- ‘প্রতিরক্ষা বরাদ্দের ২৫ % ব্যবহার হবে গবেষণায়’
- ‘অরণ্য সংরক্ষণ এবং অরণ্য সম্পদ রক্ষায় বিশেষ জোর’
- ‘ডিআরডিও-র সঙ্গে এবার কাজ করবে বেসরকারি সংস্থাও’
- ‘এই আর্থিক বছরেই চালু হবে ৫জি স্পেকট্রাম পরিষেবা’