Union Budget 2024: বেকার সমস্যা কি এবার কাটবে ? কী পাচ্ছেন মহিলা-যুবরা? শরিকি-চাপ সামলে যেমন হল বাজেট
FM Nirmala Sitharaman Presents Budget : কর্মসংস্থান, মূল্যবৃদ্ধির মতো মূল যে ইস্যুগুলি ছিল সেইসব ক্ষেত্রে কি কোনও দিশা মিলল ?
নয়াদিল্লি : এবার শরিকি চাপ মাথায় রেখে বাজেট পেশ করতে হয়েছে। কাজেই, খুশি রাখতে হয়েছে বিহার-অন্ধ্রপ্রদেশের মতো রাজ্যগুলিকে। অন্তত কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণের বাজেট পেশের পর সেই ইঙ্গিতই দিচ্ছে রাজনৈতিক মহল। কিন্তু, সামগ্রিকভাবে কেমন হল বাজেট ? কোন খাতে কীরকম বরাদ্দ হল ? NDA সরকারের প্রথম পূর্ণাঙ্গ বাজেটে কি দেশের আমজনতার কোনও সুরাহা হবে ? কর্মসংস্থান, মূল্যবৃদ্ধির মতো মূল যে ইস্যুগুলি ছিল সেইসব ক্ষেত্রে কি কোনও দিশা মিলল ?
কর্মসংস্থান-
শুরুতেই আসা যাক কর্মসংস্থানের কথায়। কর্মসংস্থান ও দক্ষতা বৃদ্ধির দিকে নজর রেখে ৫টি প্রকল্প গ্রহণ করা হয়েছে। যাতে বরাদ্দ করা হয়েছে ২ লক্ষ কোটি টাকা। মহিলারা যাতে আরও বেশি করে কর্মস্থলে প্রবেশ করতে পারেন, সেই লক্ষ্যে ৩ লক্ষ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে।
কৃষিক্ষেত্র-
কৃষকদের আয় বাড়াতে কৃষি ও আনুষঙ্গিক সেক্টরে বরাদ্দ করা হয়েছে। কৃষিক্ষেত্রে একাধিক ঘোষণা করেন অর্থমন্ত্রী। বলেন, '২০২৪-'২৫ অর্থবর্ষের জন্য ১.৫২ লক্ষ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। আগামী দুই বছরে ১ কোটি কৃষককে প্রাকৃতিক চাষে অন্তর্ভুক্ত করা হবে। কী লক্ষ্যে এই পদক্ষেপ ? এক্ষেত্রে কৃষিমন্ত্রী জানান, রাসায়নিক ও পেস্টিসাইড নির্ভর চাষ কমিয়ে স্থায়ী চাষাবাদে উৎসাহ দিতে এই উদ্যোগ। প্রাকৃতিক উপায়ে চাষ করলে যে শুধু মাটির স্বাস্থ্য ভাল থাকবে, তা-ই নয়, কৃষকের চাষের খরচও কমবে বলে মনে করেন তিনি। এর সঙ্গে সঙ্গে কৃষকরা লাভের মুখ দেখবেন।
অর্থমন্ত্রী জানান, চলতি অর্থবর্ষে খারিফ শস্যের ডিজিটাল উপায়ে সমীক্ষা করা হবে দেশের ৪০০টি জেলায়। দেশের পাঁচ রাজ্যে জন-সমর্থ নির্ভর কিষাণ ক্রেডিট কার্ড ইস্যু করা হবে। এছাড়া নাবার্ডের মাধ্যমে চিংড়ি চাষ, প্রক্রিয়াজাতকরণ এবং রপ্তানি সহজতর করা হবে ।
নজরে গরিব, মহিলা, যুবকরা-
অর্থমন্ত্রী বলেন, 'প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনা ৫ বছরের জন্য বাড়ানো হয়েছে। যাতে উপকৃত ৮০ কোটির বেশি মানুষ। অন্তর্বর্তী বাজেটে বিভিন্ন প্রকল্পের অনুমোদন ও প্রয়োগের জন্য যে প্রশাসনিক পদক্ষেপের কথা ঘোষণা করা হয়েছিল তা ভালভাবে চলছে।'
তিনি আরও ঘোষণা করেন, 'যুবকদের কর্মসংস্থানের জন্য বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। প্রথম সারির কোম্পানিতে যাতে ইন্টার্নশিপ করার সুযোগ পাওয়া যায় তারজন্য উদ্যোগ নেওয়া হচ্ছে। একবছর ধরে হাতে -কলমে কাজ শেখার সুযোগ থাকবে। সঙ্গে ৫ হাজার টাকা অ্যালাওয়েন্সও দেওয়া হবে। দেশের মধ্যে উচ্চশিক্ষার জন্য পড়ুয়াদের ১০ লক্ষ টাকা ঋণ দেওয়া হবে। ৩ শতাংশ সুদে ঋণ দেওয়া হবে পড়ুয়াদের। প্রতি বছর ১ লক্ষ ছাত্রকে ই-ভাউচার এজন্য দেওয়া হবে। প্রথম চাকরিতে ১ লক্ষ পর্যন্ত বেতনে ৩ দফায় ১৫ হাজার পর্যন্ত দেবে কেন্দ্র। উপকৃত হবেন ২ কোটি ১০ লক্ষ মানুষ। '
এছাড়া প্রধানমন্ত্রী আবাস যোজনায় আরও ৩ কোটি বাড়ি তৈরি করে দেওয়া হবে। মহিলারা বাড়ি কিনলে স্ট্যাম্প ডিউটিতে ছাড় মিলবে। মহিলাদের দক্ষতা বাড়াতে ৩ লক্ষ কোটি টাকা বরাদ্দ করার কথা ঘোষণা করেন অর্থমন্ত্রী।
নজরে MSME-
বাজেটে পেশের আগেই ইঙ্গিত ছিল যে, MSME খাতে বিশেষ ঘোষণা থাকতে পারে। কারণ, এই সেক্টর থেকে প্রচুর কর্মসংস্থানের সুযোগ থাকে। অর্থমন্ত্রী বলেন, 'জামানত এবং গ্যারান্টি ছাড়াই যন্ত্রপাতি এবং সরঞ্জাম ক্রয়ের জন্য MSME-এর মেয়াদF ঋণের সুবিধার্থে, একটি নতুন প্রকল্প চালু করা হবে। এই গ্যারান্টি ফান্ড ১০০ কোটি টাকা পর্যন্ত গ্যারান্টি প্রদান করবে।'
কীসে দাম বাড়ল, কীসে কমল ?
দাম কমছে সোনা-রুপো, প্ল্যাটিনামের। সস্তা হবে মোবাইল ফোন, সোলার প্যানেল, বিদ্যুতের তার, চামড়াজাত দ্রব্য। ক্যানসারের ৩টি ওষুধেও ছাড় ঘোষণা সীতারমণের।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।