Union Budget 2023: বাজেট প্রসঙ্গে মুখ্যমন্ত্রীর মন্তব্যের পাল্টা তোপ সুকান্তর, কী বললেন কুণালের বক্তব্যের প্রতিক্রিয়ায়?
Budget 2023: বুধবার কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ বাজেট পেশ করার পর বাজেট নিয়ে বীরভূমের সভা থেকে কেন্দ্রকে নিশানা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
Union Budget 2023: দ্বিতীয় মোদি সরকারের শেষ পূর্ণাঙ্গ বাজেট (Budget 2023) প্রসঙ্গে অসন্তোষই প্রকাশ করেছেন তৃণমূলের সাধারণ সম্পাদক এবং মুখপাত্র কুণাল ঘোষ (Kunal Ghosh)। কটাক্ষ করে তিনি বলেছেন, "এটা ছদ্মবেশী রাবণের বাজেট।" এই প্রসঙ্গেই পাল্টা জবাব দিয়েছেন বিজেপির রাজ্য সম্পাদক সুকান্ত মজুমদার (Sukanta Majumdar)। তিনি বলেছেন, "রাবণ গেরুয়া বসনে এসেছিল। বাকি সময়ে সে অধর্মের কাজ করত। পশ্চিমবঙ্গে কারা অধর্মের কাজ করে সেটা জনগণ জানেন। আমরা সীতাহরণ করতে চাই না। আমাদের পারফরম্যান্সের ভিত্তিতে ভোটে লড়তে চাই। ওনাদের শূর্পণখা হওয়ার ইচ্ছে হলে হতে পারেন। আমরা নাক কেটে যাত্রা ভঙ্গ করব।"
বাজেট প্রসঙ্গে কুণাল ঘোষের মন্তব্য
কুণাল ঘোষের (Kunal Ghosh) কথায় "এটা ছদ্মবেশী রাবণের বাজেট। যেখানে যেখানে মনে হয়েছে একটু বেশি ছাড়, তার চারগুণ টাকা সেই ব্যক্তি বা পরিবারের থেকে ঘুরপথে কেন্দ্রীয় সরকার কেড়ে নিচ্ছে। ইনকাম ট্যাক্সে মনে হচ্ছে একটু যেন বাড়ছে ছাড়, বরাদ্দ বাড়ছে, যে টাকাটা ওরা দেন না, দিতে হবে না জানেন, সেটা দেব বলতে বাজেটের দিনে ঘোষণা করতে তো কোনও অসুবিধা নেই। এটাই তো ওদের নতুন স্টাইল। টাকাটাই আসে না। একজন ব্যক্তি বা পরিবারকে ছাড় দেওয়া হচ্ছে। কিন্তু পেট্রোল, ডিজেল, রান্নার গ্যাস, কেরোসিন তেল, কৃষকের সার, জীবনদায়ী ওষুধ সবের দাম যে আকাশছোঁয়া এবং মুদ্রাস্ফীতির পরিবেশ রয়েছে তার জন্য যেটাকে ছাড় বলা হচ্ছে সেটা তো মানুষ পাবেন না। কারণ ঘুরপথে চারগুণ টাকা কেন্দ্রীয় সরকার কেড়ে নিচ্ছে। এটা ছদ্মবেশী রাবণের বাজেটে সহানুভূতি টানার চেষ্টা। সাধু সেজে মা সীতার কাছে ভিক্ষা চাইতে চলে গিয়েছিলেন। মা সীতা যখন ভুলটা করলেন তখন দেখলেন আসল রূপটা।"
বাজেট নিয়ে কেন্দ্রকে নিশানা মমতার
শুধু কুণাল ঘোষের মন্তব্যের পরিপ্রেক্ষিতেই নয়, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যেরও পাল্টা জবাব দিয়েছেন সুকান্ত মজুমদার। উল্লেখ্য, বুধবার কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ বাজেট পেশ করার পর বাজেট নিয়ে বীরভূমের সভা থেকে কেন্দ্রকে নিশানা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, 'এই বাজেটে আশার আলো নেই, অন্ধকারের অমাবস্যা আছে। এটা অপরচুনিস্টিক বাজেট।' তাঁর দাবি, 'বাজেটে একশ্রেণির লাভ, দরিদ্ররা বঞ্চিত হয়েছে।' এই প্রসঙ্গেই পাল্টা জবাব দিয়েছেন সুকান্ত মজুমদার। তাঁর কথায়, "মুখ্যমন্ত্রী স্পষ্ট ভাবে বলেননি যে কার লাভ হয়েছে। বললে মানুষের বুঝতে সুবিধা হত। মুখ্যমন্ত্রী ঠিকই বলেছেন পশ্চিমবঙ্গের জন্য অন্ধকার অমাবস্যাই আছে। কারণ পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস নামক শাসক দল রাজ করছে। যতক্ষণ পর্যন্ত এই রাহুর গ্রাস পশ্চিমবঙ্গে থাকবে, ততক্ষণ পর্যন্ত পূর্ণিমা আসার সম্ভাবনা নেই, অমাবস্যাই থাকবে। কারণ গ্রহণ হলে অন্ধকারই থাকে।"
আরও পড়ুন- 'এরা মানুষকে আর একবার মোহের মোহজালে আটকাতে চাইছে', বাজেট প্রসঙ্গে মন্তব্য অধীর চৌধুরীর