Union Budget 2022 : ৬০ লক্ষ নতুন চাকরির ঘোষণা অর্থমন্ত্রীর, কোন পথে ?
Union Budget 2022: পিএলআই স্কিমটি ফার্মাসিউটিক্যালস, মেডিক্যাল ডিভাইস, ইলেকট্রনিক্স, খাদ্যপণ্য, অটোমোবাইল / অটো উপাদান, এসিসি ব্যাটারি, টেক্সটাইলের মতো মূল ক্ষেত্রগুলিকে অন্তর্ভুক্ত করে
নয়া দিল্লি : করোনার (Corona) প্রকোপে দুর্বিষহ অবস্থা জীবন-জীবিকার। একটা বড় অংশের মানুষের কাজ চলে গেছে। অনেকের কমেছে রোজগার। এই পরিস্থিতিতে পরিবার নিয়ে কার্যত হিমশিম অবস্থান অনেকের। অন্যদিকে বেড়েছে বেকারত্বের জ্বালাও। উচ্চশিক্ষা করেও এখন অনেকেই ঠিকমতো চাকরি পান না বলে অভিযোগ। এই পরিস্থিতিতে ৬০ লক্ষ নতুন চাকরি মিলবে বলে আজ বাজেটে ঘোষণা করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ।
তিনি জানান, আইটি হার্ডওয়্যার (IT Hardware) ম্যানুফ্যাকচারিং সহ ১৪টি সেক্টরে প্রোডাকশন-লিঙ্কড ইনসেনটিভ (পি এল আই) প্রকল্পের ফলে কমপক্ষে ৬০ লক্ষ নতুন চাকরির সুযোগ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। পিএলআই প্রকল্পগুলি অসাধারণ সাড়া পেয়েছে। পিএলআই স্কিমে আগামী পাঁচ বছরে ৩০ লক্ষ কোটি টাকার অতিরিক্ত পণ্য উৎপাদনের সম্ভাবনা রয়েছে।
প্রসঙ্গত, পিএলআই স্কিমটি ফার্মাসিউটিক্যালস, মেডিক্যাল ডিভাইস, বৃহৎ আকারের ইলেকট্রনিক্স, খাদ্যপণ্য, সৌরইভি মডিউল, অটোমোবাইল / অটো উপাদান, এসিসি ব্যাটারি, টেক্সটাইলের মতো মূল ক্ষেত্রগুলিকে অন্তর্ভুক্ত করে।
আরও পড়ুন ; এই অর্থবর্ষের মধ্যে ৫ জি মোবাইল পরিষেবা চালু হবে দেশে, টেলিকম ক্ষেত্রে বড় ঘোষণা
২০২১-২২ সালের অর্থনৈতিক সমীক্ষা অনুযায়ী, বৃহৎ আকারের ইলেকট্রনিক্স উৎপাদনের জন্য প্রোডাকশন লিঙ্কড ইনসেনটিভ (পিএলআই) প্রকল্পের আওতায় দেশে ২,৫৯৫ কোটি টাকা বিনিয়োগ এবং ৬৭,২৭৫ কোটি টাকার উৎপাদন হয়েছে। যার মধ্যে ৩১ শতাংশ বা ২০,৫৬৮ কোটি টাকার পণ্য রফতানি করা হয়েছে (২০২১-২১ সালের জুন পর্যন্ত)।
আইটি হার্ডওয়্যারের জন্য পিএলআই স্কিমের অধীনে (৩ মার্চ, ২০২১) উত্পাদিত পণ্যগুলির মোট বিক্রয় দাঁড়িয়েছে ৫০৩ কোটি টাকা, যার মধ্যে ১৬.৫০ কোটি টাকা বিনিয়োগ রয়েছে (দ্বিতীয় ত্রৈমাসিক ২০২১ অনুযায়ী)।
পিএলআই স্কিমের আওতায় টার্গেট সেগমেন্টে রয়েছে- ল্যাপটপ, ট্যাবলেট, অল-ইন-ওয়ান পিসি এবং সার্ভার। সম্প্রতি, সরকার সেমিকন্ডাক্টর এবং ডিসপ্লে ম্যানুফ্যাকচারিং ইকোসিস্টেমের উন্নয়নের জন্য ৭৬ হাজার কোটি টাকার অনুমোদন করেছে।