এক্সপ্লোর
Union Budget Session 2022 : এই অর্থবর্ষের মধ্যে ৫ জি মোবাইল পরিষেবা চালু হবে দেশে, টেলিকম ক্ষেত্রে বড় ঘোষণা
অর্থমন্ত্রী জানালেন এই অর্থবর্ষের মধ্যে ৫ জি মোবাইল পরিষেবা (5G mobile services) চালু হয়ে যাবে দেশে
![Union Budget Session 2022 : এই অর্থবর্ষের মধ্যে ৫ জি মোবাইল পরিষেবা চালু হবে দেশে, টেলিকম ক্ষেত্রে বড় ঘোষণা Budget 2022: 5G mobile services rollout within 2022-23, says Finance Minister Nirmala Sitharaman Union Budget Session 2022 : এই অর্থবর্ষের মধ্যে ৫ জি মোবাইল পরিষেবা চালু হবে দেশে, টেলিকম ক্ষেত্রে বড় ঘোষণা](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/02/01/effce008cab48f452a8f1dcee5afef5e_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
অর্থমন্ত্রী নির্মলা সীতারমন
নয়াদিল্লি : টেলিকম ক্ষেত্রে বড় ঘোষণা অর্থমন্ত্রীর (Finance Minister Nirmala Sitharaman) । তিনি জানালেন এই অর্থবর্ষের মধ্যে ৫ জি মোবাইল পরিষেবা (5G mobile services) চালু হয়ে যাবে দেশে। এছাড়াও তিনি জানালেন, গ্রামাঞ্চলে ব্রড ব্যান্ড পরিষেবায় জোর দিচ্ছে সরকার। ২০২৫-এর মধ্যে সব গ্রামে অপটিক্যাল ফাইবার পাতা হবে।
এছাড়াও তাঁর ঘোষণা , বেসরকারি টেলিকম সংস্থাগুলি যাতে ফাইভ জি মোবাইল পরিষেবা শুরু করতে পারে, তাই এই বছরেই ৫জি স্পেকট্রাম নিলাম করা হবে । তিনি বলেন, সব গ্রামএলাকাতেও পাতা হবে অপটিক্যাল ফাইবার। এই কাজ শেষ হবে ২০২৫ সালের মধ্যে, আশা করা হচ্ছে।
এক নজরে তার ঘোষণা -
- ২০২৫-এর মধ্যে সব গ্রামে অপটিক্যাল ফাইবার
- আইআরডিএ-তে আনা হচ্ছে নতুন বিমা বন্ড
- সৌরবিদ্যুৎ উত্পাদন বৃদ্ধিতে ১৯ হাজার ৫০০ কোটি টাকা বরাদ্দ
- এই আর্থিক বছরেই চালু হবে ৫জি স্পেকট্রাম পরিষেবা’
আরও পড়ুন :৬০ লক্ষ নতুন চাকরির প্রতিশ্রুতি দিয়ে বাজেট ভাষণ শুরু করলেন নির্মলা
5G পরিষেবা প্রথমে পাবে বড় শহরগুলি। যেমন, দিল্লি, মুম্বই, কলকাতা, চেন্নাই, বেঙ্গালুরু, হায়দরাবাদ, আহমেদাবাদ ইত্যাদি। স্থানীয় বেসরকারি টেলিকম সংস্থাগুলি তাদের ৫জি নেটওয়ার্ক নিয়ে পরীক্ষানিরীক্ষা করছে বলে জানা গিয়েছে।
এবারের বাজেটেও কোনও সুখবর নেই মধ্যবিত্ত চাকরিজীবীর জন্য। অপরিবর্তিত থাকছে ব্যক্তিগত করকাঠামো। মধ্যবিত্তের সঙ্গে বিশ্বাসঘাতকতা। প্রাথমিক প্রতিক্রিয়ায় জানিয়েছে কংগ্রেস। তবে চলতি আর্থিক বছরে আরবিআই-এর হাত ধরে দেশ পাচ্ছে নিজস্ব সরকারি ডিজিটাল কারেন্সি। ডিজটাল লেনদেন থেকে আয়ে লাগবে ৩০ শতাংশ কর। ৬০ লক্ষ নতুন চাকরি, আবাস যোজনায় ৮০ লক্ষ বাড়ি তৈরি এবং প্রতি ঘরে নলবাহিত জল পৌঁছতে বরাদ্দ ৬০ হাজার কোটি টাকার প্রতিশ্রুতি রয়েছে এই বাজেটে। শুল্ক হ্রাসের ফলে দাম কমছে জামা-কাপড়, চামড়াজাত দ্রব্য,কৃষি উপকরণ হিরের অলঙ্কারের। সস্তা হচ্ছে মোবাইল ফোন ও চার্জার।
ব্যবসা-বাণিজ্যের (Business) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
অফবিট
জেলার
জেলার
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)