Budget Session : আজ শুরু বাজেট অধিবেশন, পেগাসাস নিয়ে উত্তাল হতে পারে বিরোধীরা
Union Budget 2022 :
নয়াদিল্লি : আজ থেকে শুরু সংসদের বাজেট অধিবেশন। চলবে ৮ এপ্রিল পর্যন্ত। সংসদে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের ভাষণের মধ্যে দিয়ে শুরু হবে বাজেট অধিবেশন। এরপর প্রথমে লোকসভা ও পরে রাজ্যসভায় পেশ হবে আর্থিক সমীক্ষা রিপোর্ট। দুপুর আড়াইটে থেকে শুরু হবে রাজ্যসভার অধিবেশন। কাল সকাল ১১টায় ২০২২-২৩-এর সাধারণ বাজেট পেশ। অধিবেশনের প্রথম দিনটি পেগাসাস ইস্যু, কৃষক - সমস্যা এবং চিনের সঙ্গে সীমান্ত দ্বন্দ্ব নিয়ে সরকারকে কোণঠাসা করার জন্য প্রস্তুত বিরোধী দলগুলি । ‘পেগাসাস নিয়ে লোকসভায় প্রধানমন্ত্রীর বিবৃতির প্রস্তাব দিক সরকার, সংসদ যাতে স্বাভাবিকভাবে চলতে পারে, তা দেখার দায়িত্ব সরকারের,
এর আগে একটা গোটা অধিবেশন পেগাসাসে পণ্ড হয়েছে’ দাবি লোকসভায় তৃণমূলের দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়ের। সোমবার বিকেল ৩টেয় সমস্ত রাজনৈতিক দলগুলিকে নিয়ে বৈঠক সরকারের । সেই বৈঠকে বেশ কিছু দাবি পেশ করতে পারেন সুদীপ।
বাজেট পেশ করবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। প্রথম পর্বের বাজেট অধিবেশন চলবে ১১ ফেব্রুয়ারি পর্যন্ত। দ্বিতীয় পর্বের বাজেট অধিবেশন ১৪ মার্চ থেকে ৮ এপ্রিল পর্যন্ত চলবে। করোনাকালে দেশের অর্থনীতি চাঙ্গা করতে মোদি সরকার কোন পথে হাঁটে তার উত্তর যেমন এই অধিবেশনে পাওয়া যাবে, তেমনই ২০২২-এ পাঁচ রাজ্যে বিধানসভা নির্বাচনের আগে অর্থমন্ত্রী নির্মলা সীতারমণের বাজেটে কোনও চমক থাকে কিনা, সেটাও দেখার।
৫ রাজ্যে নির্বাচনের কথা মাথায় রেখে এবারের বাজেট কি হবে জনমোহিনী? বাজেট কি হবে গ্রাম এবং কৃষি নির্ভর? জোর দেওয়া হবে কোন কোন সামাজিক ক্ষেত্রে? মোদি সরকার কি আমূল সংস্কারের পথে হাঁটবে? না কি বিশেষ পরিবর্তনের পথে পা দেবে না কেন্দ্র? আপাতত তা নিয়েই চর্চা চলছে দেশজুড়ে। বিশেষজ্ঞদের একাংশের মতে, করোনা কালে মানুষ যেভাবে অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। বেকারের সংখ্যা বেড়েছে। ছোট ছোট সংস্থাগুলি ক্ষতিগ্রস্ত হয়েছে। মানুষের ক্রয় ক্ষমতা কমেছে । সেই সমস্ত বিষয়কে মাথায় রেখেই বাজেট পেশ করা উচিত মোদি সরকারের।