Agriculture Budget 2024 : নজরে সমবায়, কৃষির উন্নয়নে কী ঘোষণা বাজেটে ? পর্যাপ্ত বরাদ্দ কি হল ?
Union Budget 2024 : কৃষিক্ষেত্রে NDA সরকার কী ঘোষণা করে সেদিকেই নজর ছিল কৃষি মহলের।
নয়াদিল্লি : রাজধানীর সীমান্তে দীর্ঘদিন আন্দোলন করেছেন কৃষকরা। তাঁদের দাবি এখনও জারি আছে। মোদি সরকারের কৃষি-নীতির বিরুদ্ধে কৃষকদের একটা বড় অংশের ক্ষোভ জমে আছে বলে মনে করে রাজনৈতিক ওয়াকিবহাল মহল। তার ফল লোকসভা ভোটের ফলাফলে পড়েছে বলে মনে করেন রাজনৈতিক বিশ্লেষ্কদের অনেকে। এই পরিস্থিতিতে NDA সরকারের আজ পূর্ণাঙ্গ বাজেট পেশ করলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। কাজেই, কৃষিক্ষেত্রে NDA সরকার কী ঘোষণা করে সেদিকেই নজর ছিল কৃষি মহলের। কিন্তু তাঁদের আশা কী পূরণ হল ? তাঁরা যা চাইছেন তার কতটা পূরণ হয় সেটা বলবে ভবিষ্যৎ। দেখা যাক, এবারের বাজেটে কৃষিক্ষেত্রে কী কী ঘোষণা হল ? Union Finance Minister Announces Agriculture Budget
আজ কেন্দ্রীয় বাজেট পেশ করেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। কৃষিক্ষেত্রে একাধিক ঘোষণা করেন । তিনি জানান, ২০২৪-'২৫ অর্থবর্ষের জন্য ১.৫২ লক্ষ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। আগামী দুই বছরে ১ কোটি কৃষককে প্রাকৃতিক চাষে অন্তর্ভুক্ত করা হবে। কী লক্ষ্যে এই পদক্ষেপ ? এক্ষেত্রে কৃষিমন্ত্রী জানান, রাসায়নিক ও পেস্টিসাইড নির্ভর চাষ কমিয়ে স্থায়ী চাষাবাদে উৎসাহ দিতে এই উদ্যোগ। প্রাকৃতিক উপায়ে চাষ করলে যে শুধু মাটির স্বাস্থ্য ভাল থাকবে, তা-ই নয়, কৃষকের চাষের খরচও কমবে বলে মনে করেন তিনি। এর সঙ্গে সঙ্গে কৃষকরা লাভের মুখ দেখবেন।
অর্থমন্ত্রী আরও ঘোষণা করেন, 'সরকার কৃষি গবেষণার ব্যাপক পর্যালোচনা করবে এবং কৃষিতে জলবায়ু সহনশীল উন্নয়নে মনোযোগ দেওয়া হবে। এর পাশাপাশি রাজ্য সরকারগুলির সঙ্গে মিলে ডিজিটাল পাবলিক পরিকাঠামোর প্রচার করবে সরকার।' ডিজিটাল এই পরিকাঠামো কৃষিকদের প্রয়োজনীয় তথ্য দিয়ে সাহায্য করবে বলে মনে করেন অর্থমন্ত্রী। যেমন- আবহাওয়ার গতিপ্রকৃতি, শস্য সংক্রান্ত বিভিন্ন উপদেশ এবং বাজারের মূল্য।
অর্থমন্ত্রী জানান, চলতি অর্থবর্ষে খারিফ শস্যের ডিজিটাল উপায়ে সমীক্ষা করা হবে দেশের ৪০০টি জেলায়। দেশের পাঁচ রাজ্যে জন-সমর্থ নির্ভর কিষাণ ক্রেডিট কার্ড ইস্যু করা হবে। এছাড়া নাবার্ডের মাধ্যমে চিংড়ি চাষ, প্রক্রিয়াজাতকরণ এবং রপ্তানি সহজতর করা হবে ।
আরও পড়ুন ; নতুন কাঠামোয় স্ট্যান্ডার্ড ডিডাকশন ৫০ হাজার থেকে বেড়ে ৭৫ হাজার টাকা
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।