Union Budget 2024 LIVE : "কুর্সি বাঁচাও বাজেট", কটাক্ষ রাহুল গান্ধীর
Budget Presentation 2024 Live updates :মোরারজি দেশাইয়ের রেকর্ড ভেঙে, টানা সপ্তমবার বাজেট পেশ করে নজির গড়তে চলেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ...

Background
কলকাতা : আজ ২৩ জুলাই ২০২৪-২৫ অর্থবর্ষের পূর্ণাঙ্গ বাজেট পেশ হতে চলেছে। বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। তৃতীয় মোদি সরকারের প্রথম পূর্ণাঙ্গ বাজেট। বাজেট নিয়ে দেশের চাকরিজীবীদের অনেক প্রত্যাশা রয়েছে। সরকার যদি চাকরিজীবীদের (Budget 2024) কর ছাড় দেন, তাহলে তাঁদের ক্রয় ক্ষমতাও আরও বাড়বে এবং তার ফলে বাজারে টাকার লেনদেনও বাড়বে বলে মনে করা হচ্ছে। আর এই কর ছাড়ের (Income Tax Standard Deduction) বিষয়টি সরকার বেশ গুরুত্ব সহকারে দেখছে বলে জানা গিয়েছে। অর্থমন্ত্রীর নজরে MSME থাকতে পারে বলেও ইঙ্গিত।
মোরারজি দেশাইয়ের রেকর্ড ভেঙে, টানা সপ্তমবার বাজেট পেশ করে নজির গড়তে চলেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। দেশের অর্থনীতি ঊর্ধ্বমুখী, গতকাল আর্থিক সমীক্ষা রিপোর্টকে হাতিয়ার করে দাবি করেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। আজ কি চমক থাকবে বাজেটে? বাড়বে আয়কর ছাড়ের ঊর্ধ্বসীমা? মিলবে কর্মসংস্থানের দিশা? কমবে জিনিসের দাম? স্বস্তি মিলবে মধ্যবিত্তের? বাজেট ঘিরে চড়ছে জল্পনার পারদ।
ক্রয় ক্ষমতা বাড়বে চাকরিজীবীদের
ভারতের অর্থনৈতিক অগ্রগতি খুব দ্রুত গতিতে হচ্ছে, তবে দেশের চাকরিজীবীদের বেতন বাড়ছে খুব ধীর গতিতে। আর এই কারণেই মধ্যবিত্ত চাকরিজীবীদের নিত্যদিনের খরচ মাথার উপরে উঠে যাচ্ছে। আর তাই অনেক মেপে খরচ করে চলেছেন বেতনভুক এই গোষ্ঠী। এর আগে অর্থমন্ত্রী নির্মলা সীতারামন জানিয়েছিলেন যে আয়করের মত এত গুরুত্বপূর্ণ একটি বিষয়ে অন্তর্বর্তীকালীন বাজেটে তিনি আলোচনা করতে চান না। আর তাই এবার পূর্ণাঙ্গ বাজেটেই এই আয়কর নিয়ে কোনও বড় ঘোষণা থাকবে বলে মনে করছেন চাকরিজীবীরা। এবারের বাজেট কি তাঁদের নিত্যদিনের ঊর্ধ্বমুখী খরচের সঙ্গে পাল্লা দেওয়ার জন্য সহায়তা দেবে ?
Rahul Gandhi On Union Budget 2024 Live Updates: "কুর্সি বাঁচাও বাজেট", কটাক্ষ রাহুল গান্ধীর
মঙ্গ্লবার ২০২৪-২৫ আর্থিক বর্ষের বাজেট ঘোষণা করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। আর তারপরই একে কটাক্ষ করে "কুর্সি বাঁচাও বাজেট" বলেছেন রাহুল গান্ধী।
Mamata On Union Budget 2024 Live Updates: গরিব বিরোধী রাজনৈতিক পক্ষপাতদুষ্ট বাজেট, কেন্দ্রকে তোপ মমতার
"গরিব বিরোধী রাজনৈতিক পক্ষপাতদুষ্ট বাজেট হয়েছে। পাশের রাজ্য সিকিমের জন্য অর্থ বরাদ্দ করা হলেও বাংলাকে বঞ্চনা করা হয়েছে।" কেন্দ্রীয় সরকারকে আক্রমণ করে একথাই বললেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।






















