Buy Now Pay Later Model : দেশে বাড়ছে 'Buy Now Pay Later' শপিং মডেল, কী সুবিধা দিচ্ছে BNPL ?
এখন কিনে পরে টাকা দেওয়ার সুবিধা নিতে গেলে ক্রেতাকে অবশ্যই Know Your Customer (KYC) ফর্ম পূরণ করতে হবে। ওয়েবসাইটে ফর্মের মধ্যে আধার কার্ড ও প্যান কার্ডের বিবরণ দিতে হবে ক্রেতাকে।
নয়াদিল্লি: সময়ের সঙ্গে বদলে যাচ্ছে ভারতের বাজার। ক্রেডিট কার্ডের পরিবর্তে এখন 'Buy Now Pay Later' শপিং মডেলে ঝুঁকছে মার্কেট। সাধারণ ক্রেতার লাভ না ক্ষতি, কী এই BNPL মডেল ?
দেশের সাম্প্রতিক বাজারের দিকে তাকালে দেখা যাবে, স্টার্ট আপ থেকে ই-কমার্স সাইটগুলি এখন 'Buy Now Pay Later' শপিং মডেল শুরু করেছে। অ্যামাজন, ফ্লিপকার্টেও চালু হয়েছে এই মডেল। যেখানে আগে জিনিস কিনে পরে টাকা দিতে পারবেন ক্রেতা। বর্তমানে এই বিজনেস মডেলে নেমে গিয়েছে- Sezzle, Afterpay, Quadpay, Klarna, PayPaybright-এর মতো থার্ড পার্টি কোম্পানি।
এই থার্ড পার্টি সার্ভিস প্রোভাইডারের মাধ্যমে ক্রেতার পেমেন্ট মোড ইএমআই-এ বদলে যাবে। কিছু থার্ড পার্টি কোম্পানি এই ইএমআই-এর জন্য ক্রেতার থেকে আলাদা টাকা নেয়। কেউ আবার এর জন্য ক্রেতার থেকে কোনও টাকা নেয় না।
এই লেনদেনে KYC-র ভূমিকা
এখন কিনে পরে টাকা দেওয়ার সুবিধা নিতে গেলে ক্রেতাকে অবশ্যই Know Your Customer (KYC) ফর্ম পূরণ করতে হবে। ওয়েবসাইটে ফর্মের মধ্যে আধার কার্ড ও প্যান কার্ডের বিবরণ দিতে হবে ক্রেতাকে। এরপরই কোনও কোম্পানি ক্রেতাকে BNPL মডেলে জিনিস কিনতে ১৫ থেকে ৪৫ দিনে সময় দেবে। পরবর্তীকালে ক্রেতা চাইলে একসঙ্গে বা কিস্তিতে সেই টাকা ফেরত দিতে পারেন। তবে ক্রেতা আদৌ এই মডেলে জিনিস কেনার উপযুক্ত কিনা তা 'অ্যালগরিদম' ঠিক করবে।
কী এই BNPL বিজনেস মডেল ?
এই বিজনেস মডেল অনুসারে কোনও ক্রেতা ১০০০ টাকার জিনিস কিনলে তাঁকে থার্ড পার্টি সার্ভিস প্রোভাইডার বেছে নিতে হবে। নির্দিষ্ট সময়ের মধ্যে বিক্রয়কারীকে সেই টাকা দেবেন সেই থার্ড পার্টি। মাসিক কিস্তিতে কোম্পানিকে সেই টাকা দেবে তারা। তবে টাকা দেওয়ার আগে ক্রেতার থেকে ৬ শতাংশ টাকা কেটে রাখবে থার্ড পার্টি। ক্রেতার সামগ্রীর দাম ১০০০ টাকা হলে ৬০ টাকা কেটে রেখে ৯৪০ টাকা বিক্রয়কারী কোম্পানি দেবে তারা। বর্তমানে ই-কমার্স ওয়েবাসাইটগুলো থেকে ৬ শতাংশ কমিশন পাচ্ছে থার্ড পার্টি সার্ভিস প্রোভাইডাররা।
যে ই-কমার্স ওয়েবসাইটগুলি BNPL মডেলে কাজ করছে
মার্কেট বিশেষজ্ঞরা বলছেন, Amazon Pay Later ও Flipkart Pay বাজারে আসার পর থেকে তাদের বিক্রি অনেক বেড়ে গিয়েছে। Fintech, PhonePe, Paytm ইতিমধ্যেই 'Buy Now Pay Later'শপিং মডেলে প্রবেশ করেছে। পিছিয়ে নেই ওলা। তারাও 'ওলা পোস্ট পেইড' নামে এই শপিং মডেলে চলে এসেছে।