Driving Tips For Night: রাতের রাস্তায় গাড়ি চালান নিরাপদে, এই পরামর্শ মানলেই দূর হবে অন্ধকার
Car Driving in Night: আনন্দের সঙ্গে সঙ্গে রাতের রাস্তায় ছুটে চলে বিপদ। পর্যাপ্ত আলো না থাকার কারণে চারপাশের জিনিসগুলি স্পষ্টভাবে দেখতে পারেন না চালক।
Car Driving in Night: আনন্দের সঙ্গে সঙ্গে রাতের রাস্তায় ছুটে চলে বিপদ। পর্যাপ্ত আলো না থাকার কারণে চারপাশের জিনিসগুলি স্পষ্টভাবে দেখতে পারেন না চালক। সেই ক্ষেত্রে প্রতি মুহূর্তে রয়েছে দুর্ঘটনার ঝুঁকি। সেই ক্ষেত্রে রাতের রাস্তায় গাড়ি চালাতে গেলে অবশ্যই মেনে চলুন এই পরামর্শ।
Driving Tips For Night: ঘুম-ঘুম অবস্থায় গাড়ি চালাবেন না
রাতে যদি কোনও জরুরি কাজে বাইরে যেতে হয়, সেই ক্ষেত্রে ঘুম ঘুম অবস্থায় গাড়ি চালাবেন না। সেই পরিস্থিতিতে গাড়ি চালাতে অন্য কাউকে নিয়ে যান। কারণ চালক ঘুমিয়ে থাকার কারণে দেশে অনেক সড়ক দুর্ঘটনা ঘটে।
Car Driving Tips: ক্লান্ত থাকলে রাতে গাড়ি চালাবেন না
গাড়ি চালানোর জন্য সতর্ক ও সতেজ থাকা খুবই গুরুত্বপূর্ণ। তাই আপনি ক্লান্ত অবস্থায় গাড়ি নিয়ে রাস্তায় বের হবেন না। দীর্ঘ সময় ধরে গাড়ি চালিয়ে ক্লান্ত হয়ে পড়লে, গাড়িটি রাস্তার পাশে দাঁড় করান। বাইরে বের হয়ে ফ্রেশ হয়ে স্ট্রেচ করুন। অথবা একটু হেঁটে জল খেয়ে মুখ ধুয়ে নিন। তারপরও যদি আপনার ক্লান্তি না কমে, তবে গাড়ি চালাবেন না। কিছুক্ষণ বিশ্রাম করুন, কারণ এই অবস্থায় গাড়ি চালালে আপনার সঙ্গে সঙ্গে অন্যান্য যানবাহনও ঝুঁকির মুখে পড়তে পারে।
Driving Tips For Night: রাতে বের হওয়ার আগে সব লাইট চেক করুন
আপনি যখনই হাইওয়েতে রাতে গাড়ি চালাতে বের হবেন, সবার আগে দেখে নিন আপনার গাড়ির লাইট ঠিকমতো কাজ করছে কি না। এ ছাড়া গাড়ির লাইট একবার শুকনো কাপড় দিয়ে পরিষ্কার করে নিন। অনেক সময় সেগুলিতে ধুলো জমে যায়। যার ফলে চালক গাড়ি চালানোর সময় পরিষ্কার দেখতে পান না।
Car Driving Tips: গাড়ির রেয়ার-ভিউ মিররগুলি ঠিকভাবে অ্যাডজাস্ট করুন
বিশেষ করে রাতে গাড়ি চালানোর আগে, আপনার সুবিধা অনুযায়ী গাড়ির রেয়ার ভিউ মিররগুলি অ্যাডজাস্ট করুন। যাতে আপনি আপনার পিছন থেকে আসা যানবাহনগুলি সহজেই দেখতে পান। প্রতি মুহূর্তে সতর্ক থাকেন ও দুর্ঘটনা বা বিপদ এড়াতে সমর্থ হন।