Tariff War: ট্রাম্পের বিরুদ্ধে পাল্টা আঘাত ! মার্কিন পণ্যের উপর ৮৪ শতাংশ কর আরোপ চিনের ?
China Imposes Tariff on US Goods: চিনের অর্থ মন্ত্রক ঘোষণা করেছে যে, এই নতুন কর আগামী ১০ এপ্রিল থেকে কার্যকর হবে। এই পদক্ষেপের ফলে মার্কিন পণ্যের উপরে চিনের শুল্ক হার আগের থেকে ৩৪ শতাংশ বৃদ্ধি পাবে।

US China Tariff War: বাণিজ্যযুদ্ধের চাপানউতোর চলছে আমেরিকা ও চিনের মধ্যে। গতকালই ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছিলেন চিনের পণ্যের উপর ১০৪ শতাংশ কর আরোপ করা হবে, আর এবার এই সিদ্ধান্তের পাল্টা জবাব দিল শি জিনপিং-এর সরকার। মার্কিনি পণ্যের উপর ৮৪ শতাংশ কর আরোপ করল চিন। ৮৪ শতাংশ অতিরিক্ত শুল্ক আরোপ করে ট্রাম্পের সিদ্ধান্তের প্রতিশোধ নিল চিন।
চিনের অর্থ মন্ত্রক ঘোষণা করেছে যে, এই নতুন কর আগামী ১০ এপ্রিল থেকে কার্যকর হবে। এই পদক্ষেপের ফলে মার্কিন পণ্যের উপরে চিনের শুল্ক হার আগের থেকেও আরও ৩৪ শতাংশ বৃদ্ধি পাবে। রিপোর্ট বলছে, চিনের বাণিজ্য মন্ত্রণালয় জানিয়েছে তারা ১২টি মার্কিন সংস্থাকে রফতানি নিয়ন্ত্রণ তালিকায় এবং ৬টি মার্কিন সংস্থাকে অবিশ্বস্ত সংস্থার তালিকায় অন্তর্ভুক্ত করেছে। একটি বিবৃতিতে চিনের বাণিজ্য মন্ত্রকের তরফে জানানো হয়েছে, 'চিন সরকারের এই রফতানি নিয়ন্ত্রণের প্রধান উদ্দেশ্য হল জাতীয় নিরাপত্তা ও স্বার্থকে আরো ভালভাবে রক্ষা করা, আন্তর্জাতিক সীমাবদ্ধতা বজায় রাখা।'
শি জিনপিংয়ের সরকার এই মুহূর্তে হোয়াইট হাউসের সঙ্গে কোনো রকম আলোচনায় বসবে কিনা তা নিশ্চিত করতে অস্বীকার করেছে এবং একই কাজ করেছে কর আরোপিত অন্যান্য দেশগুলিও। একটি বিবৃতিতে চিনের বাণিজ্য মন্ত্রণালয় সতর্ক করে বলেছে, 'যদি যুক্তরাষ্ট্র তার অর্থনৈতিক ও বাণিজ্যিক নিষেধাজ্ঞা আরও বাড়ানোর উপরে জোর দেয়, তাহলে চিনেরও পাল্টা ব্যবস্থা নেওয়ার এবং শেষ পর্যন্ত লড়াই করার দৃঢ় ইচ্ছে, অনেক উপায় রয়েছে'।
চিনের প্রিমিয়ার লি কিয়াং স্পষ্টই জানিয়েছেন যে সমস্ত চিনা আমদানির উপরে ১০৪ শতাংশ কর আরোপের পরে যে কোনও নেতিবাচক প্রভাবকে পূর্ণরূপে মোকাবিলা করতে চিনের কাছে বিস্তৃত নীতি রয়েছে। এদিকে চিনের সঙ্গে মার্কিন মুলুকের এই শুল্কযুদ্ধের প্রভাবে বুধবার ভারতের বাজারে টালমাটাল অবস্থা দেখা গিয়েছে, বৈশ্বিক বাজারেও নেতিবাচক সঙ্কেত রয়েছে। ডোনাল্ড ট্রাম্পের সিদ্ধান্ত অনুসারে ইউরোপীয় ইউনিয়ন, জাপান, ভিয়েতনামের মত দেশগুলিতে ১০ শতাংশ করে বাধ্যতামূলক কর আরোপিত হয়েছে।
মঙ্গলবার হোয়াইট হাউস একটি বড় ঘোষণা করে জানিয়েছে যে, চিন থেকে আমদানি করা পণ্যের উপর এখন থেকে ১০৪ শতাংশ অতিরিক্ত শুল্ক আরোপ করা হয়েছে। ফক্স বিজনেস রিপোর্টার এডওয়ার্ড লরেন্সের মতে, হোয়াইট হাউস প্রেস সেক্রেটারি বলেছেন আজ বুধবার ৯ এপ্রিল থেকে এই শুল্ক আরোপ করা হবে। কারণ চিন এখনও তার প্রতিশোধমূলক শুল্ক প্রত্যাহার করেনি। আর এর জেরেই পাল্টা ৮৪ শতাংশ কর আরোপ করেছে চিন, এমনটাই জানা গিয়েছে।






















