Credit Card Fee: ভিসা আর মাস্টারকার্ডের মধ্যে বড় চুক্তি, কমতে পারে ক্রেডিট কার্ডের খরচ ?
Visa Master Card Deal: বিশ্বের মধ্যে দুটি সবথেকে বড় ক্রেডিট কার্ড নেটওয়ার্ক ভিসা আর মাস্টারকার্ডের মধ্যে এবার একটি বড় চুক্তি স্বাক্ষর হয়েছে। আর এই চুক্তির কারণে কমতে পারে ক্রেডিট কার্ডের খরচ।
Credit Card: এখনকার দিনে অনেকেই ক্রেডিট কার্ড ব্যবহার করে থাকেন। আর শুধু ভারত নয়, বিশ্বের সমস্ত দেশেই ক্রেডিট কার্ড ব্যবহারকারীর সংখ্যাও দিন দিন বাড়ছে। ব্যবহারকারীদের কিছু সুবিধেও দেয় ক্রেডিট কার্ড সংস্থা। রিওয়ার্ড পয়েন্ট থেকে ক্যাশব্যাক ছাড় পাওয়া যায় ক্রেডিট কার্ডের মাধ্যমে পেমেন্ট করলে, কিন্তু এই ক্রেডিট কার্ড ব্যবহার করার জন্য নানারকম চার্জ দিতে হয় গ্রাহককে। এবার হয়ত এই সমস্ত খরচ থেকে বাঁচবেন, খানিক রেহাই পাবেন গ্রাহকেরা।
ভিসা ও মাস্টারকার্ডের মধ্যে চুক্তি
বিশ্বের মধ্যে দুটি সবথেকে বড় ক্রেডিট কার্ড নেটওয়ার্ক ভিসা আর মাস্টারকার্ডের মধ্যে এবার একটি বড় চুক্তি স্বাক্ষর হয়েছে। আর এই চুক্তির কারণে কমতে পারে ক্রেডিট কার্ডের খরচ। সূত্রের খবর, ৩০ বিলিয়ন ডলারের একটি সেটলমেন্ট স্বাক্ষরিত হয়েছে ভিসা ও মাস্টারকার্ডের মধ্যে। মার্চেন্টদের ক্রেডিট কার্ডের ফি নিয়েই হয়েছে এই সেটলমেন্ট। এমনকী এই সেটলমেন্টের মধ্যে ডেবিট কার্ডের খরচের ব্যাপারেও চুক্তি হয়েছে। ফলে ডেবিট কার্ডেও খরচ কমতে পারে কিছুক্ষেত্রে।
কী চুক্তি হল
ভিসা আর মাস্টারকার্ডের এই চুক্তিতে ঠিক হয়েছে, কার্ডের সোয়াইপ রেট কমিয়ে আনা হবে ০.০৪ শতাংশ। আপাতত তিন বছরের জন্য এই সোয়াইপ রেট কম করা হয়েছে। আর তাছাড়াও গড়ে ক্রেডিট কার্ডের খরচ এখনকার খরচের থেকে ০.০৭ শতাংশ কম করা হবে আগামী ৫ বছরের জন্য।
সোয়াইপ রেটের অর্থ কী ?
ভিসা বা মাস্টারকার্ডের ব্যবহারকারীদের জন্য একটি চার্জ ধার্য করা হয় কার্ড সংস্থার পক্ষ থেকে প্রতিটি লেনদেনের জন্য, একেই সোয়াইপ রেট বলা হয়। এমনকী এই দুই সংস্থার মধ্যে এও আলোচনা হয়েছে যাতে আগামী ৫ বছরের জন্য কার্ড ব্যবহারের সমস্ত খরচ সর্বোচ্চ সীমায় একই রাখা হয়। সাধারণভাবে এই সোয়াইপ রেট হয় ১.৫ শতাংশ থেকে ৩.৫ শতাংশ পর্যন্ত। আর কার্ড সংস্থাগুলি মার্চেন্টদের কাছ থেকে এই ফি আদায় করে আর মার্চেন্ট এই ফি চাপিয়ে দেয় গ্রাহকের উপর। বেশিরভাগ ক্ষেত্রে যদিও মার্চেন্টরা গ্রাহককে সতর্ক করে দেয় যে কিছু পেমেন্টের ক্ষেত্রে অতিরিক্ত চার্জ লাগতে পারে।
গ্রাহকরা কি উপকৃত হবেন ?
ভিসা আর মাস্টারকার্ডের এই যে চুক্তি হল যার কারণে সোয়াইপ রেট কমবে, সেই চার্জ কমানোর সুবিধে মার্চেন্টরা গ্রাহকদের দেবেন কিনা সেটা তাঁদের উপর নির্ভর করছে। গ্রাহকদের উপর এই সুবিধে ছাড়লে গ্রাহকদের কম টাকা দিতে হবে চার্জে। যদিও এই ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত এখনও জানায়নি মার্কিনি সদর দফতর।
আরও পড়ুন: TCS Jobs: TCS-এ নতুনদের জন্য দারুণ খবর,কোম্পানি করছে বড় নিয়োগ, আরও কী সুখবর ?