HDFC Bank: FD ভেঙে টাকা লুট ব্যাঙ্ককর্মীর, মহিলাকে ২.৯ কোটি ফেরাল HDFC ব্যাঙ্ক- আপনার টাকা সুরক্ষিত তো ?
Cyber Fraud Case: অভিযোগকারী গ্রাহকের নাম মীনাক্ষী কাপুরিয়া, তিনি তাঁর অভিযোগপত্রে উল্লেখ করেছেন যে তাঁর ব্যাঙ্কের রিলেশনশিপ ম্যানেজার পায়েল কোঠারি তাঁর ফিক্সড ডিপোজিট ভেঙে মোট ৩ কোটি টাকা লুট করেছেন।
Cyber Fraud Case: কিছুদিন আগেই এক গ্রাহক বম্বে আদালতে মামলা দায়ের করেছিলেন এইচডিএফসি ব্যাঙ্কের এক রিলেশনশিপ ম্যানেজারের বিরুদ্ধে। সেই মহিলার অভিযোগ (Cyber Fraud) ছিল এই রিলেশনশিপ ম্যানেজার তাঁর ফিক্সড ডিপোজিট ভেঙে ৩ কোটি টাকা ট্রান্সফার করে নিয়েছিলেন নিজের বেশ কিছু অ্যাকাউন্টে। আর তা নিয়েই সরব হন সেই মহিলা, ব্যাঙ্ক কর্তৃপক্ষের কাছে জানানোর পরে আদালতে মামলা দায়ের করেন তিনি। সম্প্রতি এইচডিএফসি ব্যাঙ্কের (HDFC Bank) তরফেই জানানো হয়েছে যে সেই মহিলাকে ২.৯ কোটি টাকা ফিরিয়ে দেওয়া হয়েছে।
মীনাক্ষী কাপুরিয়া নামের এক মহিলা এই মামলা দায়ের করেছিলেন, তিনি এইচডিএফসি ব্যাঙ্কের একজন গ্রাহক। তিনি অভিযোগ করেছিলেন যে তাঁর শাখার রিলেশনশিপ ম্যানেজার তাঁর অনুমতি না নিয়েই ফিক্সড ডিপোজিট ভেঙে ৩ কোটি টাকা অন্যত্র ট্রান্সফার করে নিয়েছিলেন। অভিযোগকারিনীর বয়ানের ভিত্তিতে আদালতের পক্ষ থেকে আইনি নোটিশ পাঠানো হয়েছিল রিজার্ভ ব্যাঙ্ক এবং এইচডিএফসি ব্যাঙ্ককে।
অভিযোগকারী গ্রাহকের নাম মীনাক্ষী কাপুরিয়া, তিনি তাঁর অভিযোগপত্রে উল্লেখ করেছেন যে তাঁর ব্যাঙ্কের রিলেশনশিপ ম্যানেজার পায়েল কোঠারি তাঁর ফিক্সড ডিপোজিট ভেঙে মোট ৩ কোটি টাকা লুট করেছেন এবং গোপনে নিজের অ্যাকাউন্টে পাঠিয়ে দিয়েছেন। মীনাক্ষী নামের সেই গ্রাহক লিখেছেন যে সেই রিলেশনশিপ ম্যানেজার একটি ভুয়ো অ্যাকাউন্টে সমস্ত টাকা ট্রান্সফার করেছেন এবং তিনি যে এত বিপুল অঙ্কের টাকা ট্রান্সফার করেছেন তার বিনিময়ে কোনো এসএমএস অ্যালার্ট পাননি তিনি। কারণ সেই রিলেশনশিপ ম্যানেজার গ্রাহকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে মোবাইল নম্বর ঠিকানা ইত্যাদি সবই বদলে দিয়েছিলেন। আর এই ঘটনায় আদালতের পক্ষ থেকে কোনো চূড়ান্ত রায় ঘোষণার আগেই এইচডিএফসি ব্যাঙ্ক সেই মহিলাকে ফিরিয়ে দেয় ২.৯ কোটি টাকা।
আপনার টাকা, আপনার অ্যাকাউন্টের লেনদেন সুরক্ষিত রাখতে বিশেষজ্ঞরা বলছেন সবসময় সমস্ত লেনদেনের উপর নজর রাখতে। বৈধ অ্যাপ ব্যবহার করে টাকা লেনদেন করা জরুরি। ব্যাঙ্কের পক্ষ থেকে এই জন্য এসএমএস এবং ইমেল নোটিফিকেশন চালু করা হয়েছে। এই বিষয়ে সুবিধে নিতে হবে ব্যাঙ্কের থেকে। সমস্ত লেনদেনে কড়া নজর রাখতে হবে। অনৈতিক কোনো লেনদেন দেখলেই তা ব্যাঙ্ককে জানাতে হবে।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: LIC Scheme: মাসে ১২ হাজার টাকা করে পেনশন পাবেন LIC-র এই স্কিমে, কীভাবে করবেন আবেদন ?