Drone Delivery: দশ মিনিটেই আকাশ থেকে নেমে আসবে আপনার অর্ডার ! ড্রোনের মাধ্যমে অনলাইন ডেলিভারি ?
Online Delivery: এরই মধ্যে ড্রোনের মাধ্যমে এই সংস্থা ৭৫ হাজার কেজি পণ্য ডেলিভারি করে ফেলেছে। ১১ হাজার ৫০০ কিমি দূরত্ব, ২১৫০টি উড়ান সম্পূর্ণ করেছে সংস্থা।

Online Delivery: আপনি ঘরে বসে অর্ডার দিলে মাত্র ১০ মিনিটের মধ্যেই সোজা আকাশ থেকে আপনার দরজার সামনে চলে আসবে অর্ডারের জিনিস। বুকিং (Drone Delivery) করার দশ মিনিটের মধ্যেই পৌঁছাবে এই জিনিস, তাও আবার আকাশপথে। দেশের আইটি হাব বেঙ্গালুরুতে শুরু হয়েছে ড্রোনের মাধ্যমে পণ্যের সরাসরি ডেলিভারির প্রচেষ্টা। আর এই প্রচেষ্টা সফল হলে বেঙ্গালুরুর ই-কমার্সের চেহারাটাই একেবারে বদলে যাবে।
হাইপারলোকাল ড্রোন ডেলিভারি নেটওয়ার্ক 'স্কাই এয়ার' সংস্থা সম্প্রতি এই শহরে শুরু করেছে আল্ট্রা ফাস্ট সার্ভিস। গুরুগ্রামের পরে এটাই হতে দেশের দ্বিতীয় শহর (Drone Delivery) যেখানে এই ড্রোনের মাধ্যমে দ্রুত ডেলিভারির পরিষেবা শুরু হয়েছে। রিপোর্ট অনুসারে স্কাই এয়ার সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে ড্রোন ডেলিভারি শুরু হওয়ার মাধ্যমে এখানকার ই-কমার্স ক্ষেত্রে অনেক রকম বদল আসতে চলেছে। আগামীতে বেঙ্গালুরুর ই-কমার্সে আমূল বদল আসবে।
'স্কাই এয়ার' সংস্থার প্রতিষ্ঠাতা এবং সিইও অঙ্কিত কুমার জানিয়েছেন এই ড্রোন ডেলিভারি যে কেবল অনলাইন ডেলিভারির গতি বাড়াতে সক্ষম (Drone Delivery) হবে তাই নয়, অনেক প্রত্যন্ত এলাকাতেও সহজেই পৌঁছে যেতে পারবে। এর ফলে সহায়ক ও দীর্ঘস্থায়ী ইকোসিস্টেম গড়ে তোলা সহজ হবে।
এসআরএল ডায়াগনস্টিক, অ্যাপোলো হসপিটালের সঙ্গে সঙ্গে ফ্লিপকার্ট, সুইগি, টাটা ওয়ান এমজি সংস্থার সঙ্গেও কাজ করছে এই স্কাই এয়ার। এরই মধ্যে এই সংস্থা ৭৫ হাজার কেজি পণ্য ডেলিভারি করে ফেলেছে। ১১ হাজার ৫০০ কিমি দূরত্ব, ২১৫০টি উড়ান সম্পূর্ণ করেছে সংস্থা। আর এই ড্রোনের সবথেকে ভাল ব্যাপার হল এটি সর্বোচ্চ ১০ কেজি পর্যন্ত ওজন বহনে সক্ষম। রাস্তায় যানজট এড়াতে, সময়ের মধ্যেই দ্রুত এর মাধ্যমে ডেলিভারি সম্ভব। একটি অদৃশ্য করিডোর ধরে এটি ত্রিমাত্রিক স্কাই টানেলের মধ্য দিয়ে মাটি থেকে ১২০ মিটার উপর দিয়ে পণ্য ডেলিভারি করবে।
স্কাই এয়ার ফার্ম জানিয়েছে দেশের অর্থনীতির বদল ঘটাতে পারে এই ড্রোন ডেলিভারি ব্যবসা আর কয়েক বছরের মধ্যে এটাই দস্তুর হয়ে উঠবে, ব্যতিক্রম নয়। গত বছর অক্টোবর মাসে সুইগি ই-কমার্স সংস্থা জানিয়েছিল যে তারা এবারে ১০ মিনিটে অনলাইন ডেলিভারির ব্যবস্থা চালু করতে চলেছে যা কিনা সুইগি বোল্ট নামে কাজ করবে। দেশের ৬টি শহরে এই পরিষেবা চালু করবে সুইগি, এমনটাই জানা গিয়েছিল।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
