EPF Account: ইপিএফ অ্যাকাউন্টে জন্মতারিখ ভুল? অনলাইনে করা যাবে সংশোধন
অনলাইনে শুধুমাত্র একটি রিকোয়েস্ট পাঠাতে হবে। দেখে নেওয়া যাক, এই সম্পূর্ণ প্রক্রিয়া সম্পর্কে।
EPF Account: এনপ্লয়িজ প্রভিডেন্ট ফাণ্ড (ইপিএফ) অ্যাকাউন্টে জন্মের তারিখ ভুল থাকলে তা সংশোধন করে নেওয়া যায়। আর এজন্য অনলাইনে শুধুমাত্র একটি রিকোয়েস্ট পাঠাতে হবে। দেখে নেওয়া যাক, এই সম্পূর্ণ প্রক্রিয়া সম্পর্কে।
নথিপত্র
ইপিএফ রেকর্ডে থাকা জন্ম তারিখ ও আপনার সঠিক জন্ম তারিখের মধ্যে ব্যবধান তিন বছরের কম হলে আধার বা ই-আধারকে ইপিএফও-র ইউনিফায়েড মেম্বার পোর্টালে সাবমিট করতে হবে। এক্ষেত্রে শুধুমাত্র এভাবে সংশোধন করা যাবে।
জন্ম তারিখের ব্যবধান যদি তিন বছরের বেশি হয়, তাহলে আধার বা ই-আধারের সঙ্গে জন্মতারিখ সংক্রান্ত প্রমাণ হিসেবে অন্যান্য নথিও ইউনিফায়েড মেম্বার পোর্টালে সাবমিল করতে হবে।
জন্ম তারিখের প্রমাণ হিসেবে এগুলির মধ্যে কোনও একটি নথি থাকতে হবে-
-স্কুল বা শিক্ষা সংক্রান্ত সার্টিফিকেট
-জন্ম ও মৃত্যু রেজিস্ট্রার দ্বারা জারি করা বার্থ সার্টিফিকেট
-পাসপোর্ট
-কেন্দ্র বা রাজ্য সরকারি সংস্থার সার্ভিস রেকর্ড ভিত্তিক সার্টিফিকেট
-সরকারি দফতর কর্তৃক প্রদত্ত কোনও বিশ্বাসযোগ্য নথি, যেমন ড্রাইভিং লাইলেন্স, ইএসআই কার্ড ইত্যাদি
-ইপিএফও মেম্বার এমপ্লয়িকে পরীক্ষার পর কোনও সিভিল সার্জেনের প্রদত্ত মেডিক্যাল সার্টিফিকেট
যেভাবে অনলাইন রিকোয়েস্ট পাঠানো যাবে
-এ জন্য https://unifiedportal-mem.epfindia.gov.in/memberinterface/-এ যেতে হবে
-সেখানে UAN, পাসওয়ার্ড, ক্যাপচা এন্টার করতে হবে
-এরপর সাইন-ইনে ক্লিক করতে হবে
-এরপর যে পেজ খুলবে তাতে ম্যানেজ ট্যাবে ক্লিক করে 'Modify Basic Details'-এ ক্লিক করতে হবে
-এরপর সামনে আসা পেজে চেঞ্চেস রিকোয়েস্টেড সেকশনে সঠিক জন্মতারিখ দিন
-এরপর সেভ বা সাবমিট বা আপডেট, যে বিকল্প আসবে, সেখানে ক্লিক করতে হবে।
-আপডেটে ক্লিক করতেই আপনার সামনে একটি মেসেজ আসবে। সেখানে লেখা থাকবে-পেন্ডিং অ্যাপ্রুভাল বাই এমপ্লয়ার। অর্থাৎ নিয়োগকারী বা কোম্পানি থেকে এই রিকোয়েস্ট অনুমোদিত হওয়ার অপেক্ষা।
জন্ম তারিখ সংশোধনের রিকোয়েস্ট জানানোর পর কী করবেন
-এমপ্লয়ার বা নিয়োগকারীকে আপডেট মঞ্জুর করার কথা বলতে হবে
এমপ্লয়ার যখন আপডেশন মঞ্জুর করতে তখন ইপিএফও পরিবর্তনের অনুমোদন দিয়ে দেয়