Soap Prices Cut: লাইফবয় থেকে লাক্স- দাম কমল সাবানের , উৎসবের মরসুমে সুখবর দিল কোম্পানি
Price Cut: মূল্যবৃদ্ধির আগুনে জল ঢালল দেশের FMCG কোম্পানিগুলি। উৎসবের মরসুমে সাধারণ গ্রাহকদের জন্য রয়েছে সুখবর।
Price Cut: মূল্যবৃদ্ধির আগুনে জল ঢালল দেশের FMCG কোম্পানিগুলি। উৎসবের মরসুমে সাধারণ গ্রাহকদের জন্য রয়েছে সুখবর। আপাতত কমল সাবানের দাম। ফলে গৃহস্থলির বাজেটে কিছুটা সঞ্চয় হবে আম আদমির।
Soap Prices Cut: এফএমসিজি কোম্পানিগুলো সাবানের দাম কমিয়েছে
দৈনিক ব্যবহারের পণ্য (MFCG) কোম্পানি হিন্দুস্তান ইউনিলিভার লিমিটেড (HUL) ও গোদরেজ কনজিউমার প্রোডাক্টস লিমিটেড (GCPL) কাঁচামালের দাম হ্রাসের কারণে কিছু সাবান ব্র্যান্ডের দাম ১৫ শতাংশ পর্যন্ত কমিয়েছে।
Price Cut: লাইফবয়, লাক্স ব্র্যান্ডের সাবানগুলো কত সস্তা হয়েছে ?
HUL পশ্চিমাঞ্চলে লাইফবয় ও লাক্স ব্র্যান্ডের সাবানের পরিসরে ৫ থেকে ১১ শতাংশ কমিয়েছে। অন্যদিকে, গোদরেজ গ্রুপের কোম্পানি জিসিপিএল সাবানের দাম ১৩ থেকে ১৫ শতাংশ কমিয়েছে।
গোদরেজ সাবানের দাম অনেকটাই কমিয়েছে
GCPL-এর চিফ ফিন্যান্সিয়াল অফিসার সমীর শাহ জানিয়েছেন, তাদের পণ্যের দাম কমেছে। FMCG কোম্পানিগুলির মধ্যে GCPLই প্রথম. যারা দাম কমানোর সুবিধা ভোক্তাদের কাছে পৌঁছে দিয়েছে। বিশেষ করে সাবানের জন্য জিসিপিএল ১৩ থেকে ১৫ শতাংশ দাম কমিয়েছে। পাঁচটি গোদরেজ নং ১ সাবানের প্যাকের দাম ১৪০ টাকা থেকে কমিয়ে ১২০ টাকা করা হয়েছে।
HUL যা বলছে
সাবানের দাম কমানোর প্রসঙ্গে হিন্দুস্থান ইউনিলিভার জানিয়েছে, পশ্চিমাঞ্চলে লাইফবয় ও লাক্সের দাম কমানো হয়েছে। তবে HUL-এর এক মুখপাত্র জানান, সার্ফ, রিন, হুইল ও ডাভের মতো অন্যান্য ব্র্যান্ডের দাম কমানো হয়নি। এডেলউইস ফাইন্যান্সিয়াল সার্ভিসেসের এক্সিকিউটিভ ভাইস-প্রেসিডেন্ট অবনীশ রায় বলেন, দাম বৃদ্ধির কারণে গত এক বছরে HUL-এর বিক্রি ক্ষতিগ্রস্ত হয়েছিল, কিন্তু এখন উল্টোটা ঘটছে। তাই বিক্রি বাড়বে বলে আশা করা হচ্ছে।
বিশেষজ্ঞরা কী বলছেন
আর্থিক বিশেষজ্ঞরা বলছেন, '' এই দাম কমানোর ফলে চলতি আর্থিক বছরের দ্বিতীয়ার্ধে বিক্রি বৃদ্ধি পাবে। বিশেষ করে যখন উচ্চ মূদ্রাস্ফীতির কারণে সামগ্রিক চাহিদা দুর্বল হয়েছে। তিনি বলেন, বিশ্বব্যাপী পাম তেল ও অন্যান্য কাঁচামালের দাম কমে যাওয়াই দাম কমার মূল কারণ।'' তবে আগামী দিনে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম বৃদ্ধি পেলে এই দাম ফের বাড়তে পারে। এমনই মনে করছেন কোম্পানির কর্ণধাররা। সেই ক্ষেত্রে পরিবহাণ মূল্য বৃদ্ধির কারণেই এই দাম বাড়তে পারে।
আরও পড়ুন: Viral News: কন্যাসন্তান থাকলেই দেড় লক্ষ টাকা ! কেন্দ্রীয় সরকারের নতুন যোজনা ?