Layoffs in 2023: বড় ছাঁটাইয়ের প্রস্তুতি নিচ্ছে ফোর্ড মোটরস,ভারতে কী প্রভাব পড়বে ?
Ford Motors Layoffs: প্রযুক্তি ক্ষেত্রে বিপুল ছাঁটাইয়ের পর এবার গাড়ি শিল্পেও পড়েছে বিশ্বব্যাপী মন্দার প্রভাব।
Ford Motors Layoffs: প্রযুক্তি ক্ষেত্রে বিপুল ছাঁটাইয়ের পর এবার গাড়ি শিল্পেও পড়েছে বিশ্বব্যাপী মন্দার প্রভাব। নতুন করে বিপুল কর্মী ছাঁটাইয়ের পথে হাঁটছে ফোর্ড মোটরস। আমেরিকা ও ভারতে চাকরি যাবে বহু কর্মীর।
Layoffs in 2023: আগেই ঘোষণা করা হয়েছিল খরত কমানোর বিষয়ে
অটো খাতের এই কোম্পানি নতুন রাউন্ড ছাঁটাইয়ের জন্য প্রস্তুতি নিচ্ছে। এবার চাকরিচ্যুত হতে পারে কোম্পানিতে বেতনভুক কর্মচারীরা। ওয়াল স্ট্রিট জেনারেলের রিপোর্ট বলছে, হাজার হাজার কর্মচারী তাদের চাকরি হারাতে পারেন। গত বছরের মার্চে, কোম্পানি তার গ্যাস-চালিত গাড়ির ইউনিটে ৩ বিলিয়ন ডলার পর্যন্ত কাঠামোগত খরচ কমানোর পরিকল্পনার কথা ঘোষণা করেছিল। এবার সেই পরিকল্পনা বাস্তবায়িত করতে চলেছে কোম্পানি।
রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, অগস্টে ফোর্ড বলেছিল, কোম্পানি মোট ৩০০০ স্থায়ী ও চুক্তিভিত্তিক কর্মী ছাঁটাই করবে। বেশিরভাগ ছাঁটাই হবে উত্তর আমেরিকা ও ভারতে। অনেক বিভাগ থেকে এই ছাঁটাই করা হবে। যদিও রয়টার্সের এই প্রতিবেদন নিয়ে কোনও প্রতিক্রিয়া জানায়নি ফোর্ড।
Ford Motors Layoffs: এসব বিভাগ থেকে কর্মচারীদের চাকরি যাবে
ওয়াল স্ট্রিট জার্নালের রিপোর্ট বলছে, ছাঁটাইয়ের নতুন রাউন্ড ডেট্রয়েট অটোমেকারের গ্যাস, বৈদ্যুতিক-যান এবং সফ্টওয়্যার বিভাগের শ্রমিকরা থাকবেন। তবে কতজন কর্মচারীকে চাকরিচ্যুত করা হবে সে বিষয়ে স্পষ্ট কোনও তথ্য নেই।
Layoffs in 2023: কেন ছাঁটাইয়ের সিদ্ধান্ত ?
তাদের ব্যবসা সঠিকভাবে চালানোর জন্য তারা ছাঁটাইয়ের প্রস্তুতি নিয়েছে। অটোমেকারের পদক্ষেপটি তার সহকর্মী স্টেলান্টিস এনভি (STLAM.MI) এবং জেনারেল মোটরস (GM.N) বলেছে যে তারা কর্মচারী কেনার অফার করছে। এটিই প্রথম কোম্পানি নয়, যা ছাঁটাই করতে যাচ্ছে। এর আগেও অনেক কোম্পানি কর্মচারীদের চাকরিচ্যুত করেছে।
Ford Motors Layoffs: এ বছর কত লোকের কর্মসংস্থান হয়েছে ?
বর্তমানে মন্দার আবহে বিশ্বব্যাপী অনেক কোম্পানি কর্মীদের ছাঁটাই করেছে। যার ফলে চাকরি হারিয়েছেন লাখ লাখ কর্মচারী। একটি প্রতিবেদন অনুসারে, বিশ্বব্যাপী ৭৩৯টি প্রযুক্তি কোম্পানি ২১,০২৬৯ জন কর্মীকে আউটসোর্স করেছে। এতে অ্যামাজন, মাইক্রোসফট, ফেসবুক, টুইটারের মতো অনেক কোম্পানি রয়েছে।
Layoffs: এবার কর্মী ছাঁটাই (Layoffs) হতে চলেছে জনপ্রিয় সোশ্যাল মিডিয়া ওয়েবসাইট Reddit- এ। সম্প্রতি এই সংস্থা কর্মী ছাঁটাইয়ের কথা ঘোষণা করেছে। বিভিন্ন বিদেশি সংবাদমাধ্যম এবং সংবাদসংস্থা অনুসারে Reddit সংস্থা তাদের ওয়ার্কফোর্সের ৫ শতাংশ কমাতে চলেছে। এর ফলে প্রায় ৯০ জন কর্মী একসঙ্গে চাকরি খোয়াতে পারেন। বর্তমানে Reddit সংস্থায় কর্মী সংখ্যা ২০০০- এর আশপাশে। বিশ্বের বিভিন্ন প্রান্তে ব্যবহার রয়েছে Reddit- এর। সোশ্যাল মিডিয়া মাধ্যম হিসেবে যথেষ্ট জনপ্রিয় এই প্ল্যাটফর্ম। Reddit সংস্থার চিফ এক্সিকিউটিভ স্টিভ হাফম্যান এই ছাঁটাইয়ের কথা কর্মীদের জানিয়েছেন। ২০২২ সালের শেষভাগ থেকেই বিশ্বের বিভিন্ন প্রান্তে শুরু হয়েছে কর্মী ছাঁটাই প্রক্রিয়া। প্রযুক্তি সংস্থাগুলির মধ্যে যারা প্রথম সারিতে রয়েছে, তাদের বেশিরভাগই ব্যাপক হারে কর্মী ছাঁটাই করেছে। এই তালিকায় গুগল, অ্যামাজন, মেটা ও অন্যান্য আরও অনেক নামিদামি সংস্থা রয়েছে। এবার এই দলেই নাম জুড়ল Reddit সংস্থার।
আরও পড়ুন : Government Scheme: কন্যাসন্তান থাকলেই সুবিধা, মাসে পাবেন ১০০০ টাকা