Gold Silver Price: স্বস্তি গ্রাহকদের, মঙ্গলের বাজারে কতটা সস্তা হল সোনা ?
Gold Rate Today: দাম অনেকদিন ধরেই বাড়ছিল। আজ কিছুটা স্বস্তি। দাম বাড়ার গতি আজ থেমে গেল মঙ্গলের বাজারে। খানিক কমল সোনার দাম। কত রেট আজ ? দেখে নিন চার্টে।
Gold Rate: গত সপ্তাহের মাঝামাঝি সময় থেকেই দাম বাড়তে শুরু করেছিল সোনার। তিন-চারদিন টানা দাম বাড়ার পর এবার কিছু্টা স্বস্তি পেলেন মধ্যবিত্তরা। আজ মঙ্গলের বাজারে দাম খানিক কমল সোনা-রুপোর। সোনার দাম প্রায়ই এভাবে ওঠানামা করতে দেখা যায়। কখনও বাড়ে, কখনও কমে। আজ দাম কমল খানিক। এবার কি কিনবেন ? ঘরে সোনার আনার আগে দেখে নিন রেটচার্ট।
সোমবারের তুলনায় আজ মঙ্গলবার ২৪ ক্যারেট সোনার দাম ৫ টাকা কমে হয়েছে ৬১৮৩ টাকা প্রতি গ্রাম। অন্যদিকে গহনার সোনা অর্থাৎ ২২ ক্যারেট সোনার দাম প্রতি গ্রামে ৫ টাকা কমে হয়েছে ৫৯৭৩ টাকা। সোনা কেনার দাম আর বিক্রি করার দামে কিন্তু অনেকটাই পার্থক্য আছে। যেখানে ৫৯৭৩ টাকা প্রতি গ্রামে আপনি ২২ ক্যারেট সোনা কিনবেন, সেখানে বিক্রি করার সময় সেই দর কমে হয় ৫৬২৬ টাকা। আজ মঙ্গলবারের বাজারে দাম (Gold Price Today) কমেছে, ২৪ ক্যারেট, ২২ ক্যারেট এবং ১৮ ক্যারেট সোনার দাম কমেছে। অন্যদিকে, রুপোর দাম আজ খানিক কমেছে, এখন রুপোর দর প্রতি কেজিতে হয়েছে ৭০৯৯৮ টাকা।
আজকের সোনার দর (২০ ফেব্রুয়ারি, ২০২৪):
সোনা | ওজন | দাম (টাকায়) |
২৪ ক্যারেট (Fine Gold 995) | ১ গ্রাম | ৬১৮৩ |
২২ ক্যারেট (কিনতে গেলে) | ১ গ্রাম | ৫৯৭৩ |
২২ ক্যারেট (বেচতে গেলে) | ১ গ্রাম | ৫৬২৬ |
১৮ ক্যারেট | ১ গ্রাম | ৪৯২২ |
রুপো (৯৯৯) | ১ কেজি | ৭০৯৯৮ |
সোনা ও রুপো কেনার সময়ে উপরে উল্লিখিত দামের সঙ্গে আরও ৩ শতাংশ GST যুক্ত হবে। অর্থাৎ উপরে যে দামগুলি উল্লেখ করা হয়েছে তার সঙ্গে জিএসটি যুক্ত করা নেই।
তথ্যসূত্র: স্বর্ণশিল্প বাঁচাও কমিটি (SSBC)*
কীসের ওপর নির্ভর করে সোনার বিশুদ্ধতা
সোনা কতটা খাঁটি তা ক্যারাটের উপর নির্ভর করে। সবচেয়ে খাঁটি সোনা ২৪ ক্যারাটের হয়। এর অর্থ ওই সোনায় অন্য কোনও ধাতু মেশানো নেই। সোনার ক্যারেট যত কমবে সেই সোনায় তত বেশি খাদ মেশানো হয়। যেমন ১৮ ক্যারেটের সোনায় ৭৫ শতাংশ সোনা থাকে এবং ২৫ শতাংশ অন্য ধাতু থাকে।
*১৯৯৩ সালে তৈরি হয় স্বর্ণশিল্প বাঁচাও কমিটি। গোটা রাজ্যেই কার্যকর এই সংগঠন। স্বর্ণশিল্পী এবং স্বর্ণ ব্যবসায়ীদের নিয়ে এই সংগঠনের কার্যকলাপ। বর্তমানে এর কার্যনির্বাহী সভাপতি সমর কুমার দে।