Gold Rate Today: সপ্তাহান্তে সোনা-রুপো কিনতে বাঁচবে খরচ ? বাংলার বাজারে আজ ১ ভরির দাম কত হল ?
Gold Price Today on 19 July: সোনায় বিনিয়োগ করে থাকলে মুনাফার সময়, তবে সোনার গয়না কিনতে গেলে এখনই কিনবেন নাকি দাম কমার অপেক্ষা করবেন ?

Gold Rate Today: সোনার দাম গতকালের বাজারে পরপর দু'বার বদলে গিয়েছিল। সকালে দাম খানিক বেড়েছিল, কিন্তু পরে বিকেলে আরও বেড়ে যায় দাম। সপ্তাহান্তে শনিবারে এসে ১৯ জুলাই বাংলার বাজারে গতকালের বিকেলের দামই বহাল রয়েছে। দামে কোনও হেরফের নজরে আসেনি। তবে আগের থেকে বেড়েছে সোনার দাম। আবার দাম (Gold Rate Today) বাড়ার ধারা শুরু। সোনায় বিনিয়োগ করে থাকলে মুনাফার সময়, তবে সোনার গয়না কিনতে গেলে এখনই কিনবেন নাকি দাম কমার অপেক্ষা করবেন ? দেখে নিন আজ কত দরে বিকোচ্ছে সোনা।
আজকের সোনার দাম (১৯ জুলাই, ২০২৫)
| সোনা | ওজন | দাম (টাকায়) |
| ২৪ ক্যারেট (Fine Gold 995) | ১ গ্রাম | ৯৮০১ |
| ২২ ক্যারেট (কিনতে গেলে) | ১ গ্রাম | ৯৩১০ |
| ২২ ক্যারেট (বেচতে গেলে) | ১ গ্রাম | ৮৯১৮ |
| ১৮ ক্যারেট | ১ গ্রাম | ৭৬৪৫ |
| রুপো (৯৯৯) | ১ কেজি | ১,১২,৫৯৬ |
*১৯৯৩ সালে তৈরি হয় স্বর্ণশিল্প বাঁচাও কমিটি। গোটা রাজ্যেই কার্যকর এই সংগঠন। স্বর্ণশিল্পী এবং স্বর্ণ ব্যবসায়ীদের নিয়ে এই সংগঠনের কার্যকলাপ। বর্তমানে এর কার্যনির্বাহী সভাপতি সমর কুমার দে।
দেশে সোনা কেনাকে শুভ হিসাবে ধরা হয়
ভারতে যে কোনও উৎসবে বা শুভ কাজে সোনা কেনা বা উপহার দেওয়ার রীতি রয়েছে। অনেকে সোনাকে আবার বিনিয়োগের মাধ্যম হিসেবেও দেখে। সেই ক্ষেত্রে সোনার দাম বাড়লে বিনিয়োগে বেশি (Gold Silver Price) মুনাফা পাওয়া যায়। তবে সোনার গয়না কেনার ক্ষেত্রে খরচ অনেকখানি বেড়ে যায়। সবচেয়ে বিশুদ্ধ সোনা ২৪ ক্যারাটের, যদিও এই সোনায় গয়না গড়া হয় না। সঞ্চয়ের জন্য যাঁরা সোনার বার বা কয়েন কেনেন, তাঁরাই পাকা সোনা কেনেন।
সোনার গয়না কেনার সময় হলমার্ক দেখে নেওয়া জরুরি
হলমার্কে জুয়েলারের শনাক্তকরণ চিহ্ন, হলমার্কিংয়ের বছর, ক্যারেট এবং ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডস (BIS) এর স্ট্যাম্প উল্লেখ থাকে। BIS স্ট্যাম্প হল একটি সার্টিফিকেট যা নিশ্চিত করে যে গয়নাটি ব্যুরো কর্তৃক নির্ধারিত মান অনুসারে তৈরি করা হয়েছে।
এর পাশাপাশি, জুয়েলারদের ব্যক্তিগত হলমার্কও থাকে। তাতে ধাতুর বিশুদ্ধতা এবং তৈরির বছর লেখা থাকে। সবচেয়ে বিশুদ্ধ সোনা ২৪ ক্যারাটের, যদিও এই সোনায় গয়না গড়া হয় না। সঞ্চয়ের জন্য যাঁরা সোনার বার বা কয়েন কেনেন, তাঁরাই পাকা সোনা কেনেন।





















