PSU Bank: এই ৫ রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের জন্য বড় পদক্ষেপ, স্টেক বিক্রি করবে কেন্দ্র সরকার
PSU Bank Stake Sell: বম্বে স্টক এক্সচেঞ্জের সর্বশেষ ফাইলিং অনুসারে ডিসেম্বর ত্রৈমাসিকের শেষে সরকারের ব্যাঙ্ক অফ মহারাষ্ট্রে ৭৯.৬ শতাংশ শেয়ার হোল্ডিং ছিল, পঞ্জাব ও সিন্দ ব্যাঙ্কে ৯৮.২৫ শতাংশ শেয়ার ছিল।
PSU Bank Stake Sell: এই ৫ সরকারি ব্যাঙ্ককে স্টেক বিক্রি করে ফান্ড সংগ্রহের অনুমোদন দিয়েছে কেন্দ্র সরকার। ১০ হাজার কোটি টাকা সংগ্রহের জন্য কোয়ালিফায়েড ইনস্টিটিউশনাল প্লেসমেন্ট (QIP)-এর জন্য ব্যাঙ্কগুলিকে অনুমোদন দিয়েছে কেন্দ্র সরকার। ফলে এই সমস্ত ব্যাঙ্কে সরকারের (PSU Bank) অংশীদারিত্ব আরও খানিক কমবে। এর মধ্যে (PSU Bank Stake Sell) রয়েছে ব্যাঙ্ক অফ মহারাষ্ট্র, পঞ্জাব অ্যান্ড সিন্দ ব্যাঙ্ক, ইন্ডিয়ান ওভারসিজ ব্যাঙ্ক, ইউকো ব্যাঙ্ক এবং সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। সূত্র বলছে, ২০২৪-২০২৫ অর্থবর্ষের চতুর্থ ত্রৈমাসিক থেকে ছোটো ছোটো কিস্তিতে স্টেক বিক্রি করতে শুরু করবে ব্যাঙ্কগুলি।
২০২৬-এ গিয়ে ব্যাঙ্কগুলিতে সরকারের স্টেক থাকবে এত শতাংশ
সংবাদসূত্র অনুসারে, ডিপার্টমেন্ট অফ ডিসইনভেস্টমেন্ট অ্যান্ড পাবলিক অ্যাসেট ম্যানেজমেন্ট (DIPAM)-কেও অর্ডার দেওয়া হয়েছে অফার ফর সেলের মাধ্যমে স্টেক বিক্রি করার জন্য। কেন্দ্র সরকার চেষ্টা (PSU Bank Stake Sell) করছে ২০২৬ সালের অগাস্ট মাসের মধ্যে এই ৫টি পাবলিক সেক্টর ব্যাঙ্কে সর্বনিম্ন ২৫ শতাংশ শেয়ার হোল্ডিং বজায় রাখার। অর্থাৎ ২০২৬ সালের মধ্যে এই ৫টি ব্যাঙ্কে সরকারের শেয়ার থাকবে ন্যূনতম ২৫ শতাংশ। এই সমস্ত ব্যাঙ্কই কেন্দ্র সরকারের আর্থিক পরিষেবা বিভাগের প্রশাসনিক নিয়ন্ত্রণাধীন রয়েছে।
কোন ব্যাঙ্কে কত শতাংশ অংশীদারিত্ব আছে সরকারের
বম্বে স্টক এক্সচেঞ্জের সর্বশেষ ফাইলিং অনুসারে ডিসেম্বর ত্রৈমাসিকের শেষে সরকারের (PSU Bank Stake Sell) ব্যাঙ্ক অফ মহারাষ্ট্রে ৭৯.৬ শতাংশ শেয়ার হোল্ডিং ছিল, পঞ্জাব ও সিন্দ ব্যাঙ্কে ৯৮.২৫ শতাংশ শেয়ার, ইন্ডিয়ান ওভারসিজ ব্যাঙ্কে ৯৬.৩৮ শতাংশ, ইউকো ব্যাঙ্কে ৯৫.৩৯ শতাংশ, সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়াতে ৯৩.০৮ শতাংশ স্টেক রয়েছে। বর্তমান শেয়ার মূল্যের ভিত্তিতে এই ৫ সরকারি ব্যাঙ্কে সরকারের অতিরিক্ত অংশীদারিত্ব রয়েছে ৫০ হাজার কোটি টাকা।
ব্যাঙ্কিং শেয়ারের লেনদেন
গতকাল মঙ্গলবার সপ্তাহের দ্বিতীয় দিনে ইউকো ব্যাঙ্কের শেয়ারগুলি ১৫ শতাংশ বৃদ্ধির সঙ্গে সঙ্গে ট্রেড করছিল ৪৪.৩২ টাকায়। অন্যদিকে ইন্ডিয়ান ওভারসিজ ব্যাঙ্কের শেয়ার গতকাল ১৯.২৪ শতাংশ বৃদ্ধি পেয়েছে, ৫৪.১১ টাকায় বন্ধ হয়েছে। সেন্ট্রাল ব্যাঙ্কের শেয়ারে গতকাল ১৮.৩৬ শতাংশ লাফ দেখা দিয়েছে। আর ব্যাঙ্ক অফ মহারাষ্ট্রের শেয়ার ১৫ শতাংশ বেড়ে ৫২.৭৭ টাকায় বন্ধ হয়েছে।
আরও পড়ুন: Oil Price: রুশ তেলের রফতানিতে নিষেধাজ্ঞা জারি আমেরিকার, ভারতে ঘনিয়ে আসছে সঙ্কট ?