GST Rates Hike: জিএসটির হারে পরিবর্তন, আজ থেকে আরও দামি এই পণ্যগুলি
GST Rates Revised 18th July 2022: সাধারণ মানুষের ওপর আরও চাপল মূদ্রাস্ফীতির বোঝা। আজ থেকে দেশে কার্যকর হচ্ছে নতুন জিএসটির হার (GST Rates)।
GST Rates Revised 18th July 2022: সাধারণ মানুষের ওপর আরও চাপল মূদ্রাস্ফীতির বোঝা। আজ থেকে দেশে কার্যকর হচ্ছে নতুন জিএসটির হার (GST Rates)। ফলে বদলে যাচ্ছে নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম। তবে কিছু ক্ষেত্রে জিএসটি ছাড়ের সিদ্ধান্ত নিয়েছে কাউন্সিল।দেখে নিন কাদের দাম কমল, বাড়ল।
GST Rates Hike: আজ থেকে কার্যকর নতুন দাম
আজ থেকে অর্থাৎ ১৮ জুলাই থেকে GST-র নতুন রেট কার্যকর হয়েছে। জেনে নিন কোন পরিষেবা ও পণ্যগুলিতে বেশি অর্থ ব্যয় করতে হবে আপনাকে।
GST Rates Revised: প্যাকেজ পণ্যের উপর ১৮ শতাংশ জিএসটি
আজ থেকে প্যাকেজ ও ব্র্যান্ডেড বা লেভেলড প্রোডাক্টের উপর ১৮ শতাংশ হারে জিএসটি ধার্য করা হবে। আগে মাত্র ৫ শতাংশ হারে কর ছিল শ্রেণিতে। এ ছাড়াও ডাবের জলের ওপর ১২ শতাংশ GST ও জুতোর কাঁচামালের উপর ১২ শতাংশ নতুন হার প্রযোজ্য হবে।
GST Rates Hike: এই পণ্যগুলিতে ৫ শতাংশ জিএসটি
মাছ, দই, পনির, লস্যি, মধু, শুকনো মাখনা, শুকনো সয়াবিন, মটর, গম ও অন্যান্য খাদ্যশস্যের ও মুড়ি-র মতো পণ্যের ওপর এখন ৫ শতাংশ জিএসটি লাগবে। তবে ছাড়াও দেওয়া হয়েছে কিছু পণ্যকে।
GST Rates Revised: কোন পণ্য জিএসটি মুক্ত থাকবে ?
মানচিত্র, অ্যাটলাস চার্টে ১২ শতাংশ ফি লাগবে। সেখানে প্যাকেটজাত নয়, লেবেল ও ব্র্যান্ডহীন পণ্যগুলি জিএসটি থেকে ছাড় পাবে।
GST Rates Hike: হোটেলের ঘরের উপর কত ট্যাক্স চার্জ করা হবে ?
প্রতিদিন ১০০০ টাকার কম খরচের হোটেল রুমের উপর ১২ শতাংশ কর ধার্য করা হবে। বর্তমানে এটি জিএসটি ছাড়ের আওতায় আসে। এছাড়াও, প্রতিদিন ৫০০০ টাকার বেশি (আইসিইউ বাদে) হাসপাতালের রুম ভাড়ার উপর ৫ শতাংশ জিএসটি ধার্য করা হবে। সোলার ওয়াটার হিটারে এখন ১২ শতাংশ জিএসটি লাগবে, যা আগে ৫ শতাংশ ছিল।
GST Rates Revised: এখানে সম্পূর্ণ তালিকা দেখে নিন
এ ছাড়াও, 'প্রিন্টিং/আঁকার কালি', ধারালো ছুরি, কাগজ কাটার ছুরি ও 'পেন্সিল শার্পেনার', এলইডি ল্যাম্প, আঁকার ও মার্কিংয়ের জন্য ব্যবহৃত পণ্যগুলির উপর ১৮ শতাংশ হারে কর দিতে হবে। সোলার ওয়াটার হিটারগুলিতে এখন ১২ শতাংশ জিএসটি চার্জ হবে।
GST Rates Hike: রাস্তা, সেতু, রেলপথ, মেট্রো, বর্জ্য শোধনাগার ও শ্মশানের কাজের চুক্তিতে এখন ১৮ শতাংশ জিএসটি লাগবে। যা আগে ১২ শতাংশ ছিল। তবে রোপওয়ে ও নির্দিষ্ট অস্ত্রপচারের যন্ত্রের মাধ্যমে পণ্য ও যাত্রী পরিবহণের ওপর করের হার কমিয়ে পাঁচ শতাংশ করা হয়েছে। জ্বালানি খরচ সহ পণ্য পরিবহণের জন্য ব্যবহৃত ট্রাক, যানবাহনে এখন ১৮ শতাংশের পরিবর্তে ১২ শতাংশ জিএসটি দিতে হবে।